Home বরিশাল বরিশালে বিএনপির  গণসমাবেশে উপেক্ষিত সরোয়ার, দলের একাংশে চরম ক্ষোভ

বরিশালে বিএনপির  গণসমাবেশে উপেক্ষিত সরোয়ার, দলের একাংশে চরম ক্ষোভ

দখিনের সময় ডেস্ক:
দক্ষিণাঞ্চলে বিএনপির ত্যাগী এবং এক সময়ের প্রভাবশালী নেতা অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার চরমভাবে উপেক্ষিত। বিএনপি রবরিশাল বিভাগীয়  মহাসমাবেশকে কেন্দ্র করে বিষয়টি নগ্নভাবে প্রকাশ পেয়েছে। দলের যুগ্ম মহাসচিব পদে থেকেও নিজ রাজনৈতিক এলাকায় গণসমাবেশের ব্যানারে তার নাম নেই।  উল্লেখ্য, আজ শনিবার (৫নভেম্বর) বঙ্গবন্ধু উদ্যানে বিএনপির বরিশাল বিভাগীয় গণসমাবেশ।
এতে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির অনেক নেতা-কর্মী। অনেকেই হতাশ। তারা বলছেন, দলের অভ্যন্তরীণ বিভাজনের কারণে সরোয়ারকে মূল্যায়ন করা হচ্ছে না। অনেকেই আজকের গণসমাবেশে সরোয়ারের উপস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। অনেকেই বলছেন,  মজিবর রহমান সরোয়ারের মতো একজন নেতাকে উপেক্ষা করে বরিশাল বিএনপি পূর্ণ শক্তিতে অবতীর্ণ হতে পারবে না। তারা বলছেন, সরোয়ারকে উপেক্ষা করার মানে বরিশাল বিএনপির মাথায় কুঠারাঘাত করা।
শুক্রবার (৪ নভেম্বর) সন্ধ্যায় বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে প্রস্তুত সভা মঞ্চে গণসমাবেশের ব্যানার টানানোর পর কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা তাদের ক্ষুব্দ প্রতিক্রিয়া জানান। যদিও তারা নাম প্রকাশ করতে চাননি।
মহানগর বিএনপির গুরুত্বপূর্ণ পদে থাকা এক নেতা বলেন, দীর্ঘদিন মজিবর রহমান সরোয়ার বরিশাল মহানগরের সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি এখানকার সংসদ সদস্য ছিলেন। চিফ হুইফ ছিলেন।  বরিশালের মেয়র ছিলেন। বর্তমানে কেন্দ্রের যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করছেন। অথচ তাকে উপেক্ষা করে গণসমাবেশের সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এতে দলের জুনিয়র নেতৃবৃন্দের কাছে রং ম্যাসেজ যাচ্ছে।
তবে মহানগর বিএনপির আহ্বায়ক ও গণসমাবেশের সভাপতি মনিরুজ্জামান ফারুক বলেন, সমাবেশের ব্যানারে কার নাম যাবে আর কার নাম যাবে না তা আমরা ঠিক করার কেউ না। এই ব্যানার এবং অতিথি নির্বাচন সম্পূর্ণরূপে কেন্দ্রীয় বিএনপি নির্ধারণ করেন। ফলে এই বিষয়ে আমি মন্তব্য করতে পারি না।
এদিকে শুক্রবার( ৪ নভেম্বর) সন্ধ্যায় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, তার স্ত্রী আফরোজা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী সভা মঞ্চ পরিদর্শন করেন। তখন স্থানীয় নেতৃবৃন্দ থাকলেও মজিবর রহমান সরোয়ারকে দেখা যায়নি।
অবশ্য,  ২ নভেম্বর সংবাদ সম্মেলনে গণসমাবেশ প্রস্তুতি কমিটির প্রধান সমন্বয়কারী বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন দাবি করেছিলেন, বিএনপির আন্দোলন সংগ্রামে মজিবর রহমান সরোয়ারকে উপেক্ষা করা বা তিনি অনুপস্থিত এমন কোনো অভিযোগ গ্রহণযোগ্য নয়। সকলেই একযোগে সমাবেশের জন্য কাজ করছেন। তবে সমাবেশের আগের রাতে মজিবর রহমান সরোয়ারকে উপেক্ষা করার অভিযোগ করেছেন খোদ মহানগরের কয়েকজন নেতা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

কোথাও সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি, দেশকে অশান্ত করার ষড়যন্ত্র চলছে

দখিনের সময় ডেস্ক: সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি জানিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশের পাহাড়ি এলাকাতেও বহুমুখী ষড়যন্ত্র থেমে...

দ্রুত প্রণয়ন করা হবে বিচারক নিয়োগ নীতিমালা: প্রধান বিচারপতি

দখিনের সময় ডেস্ক: প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগে নীতিমালা দ্রুত প্রণয়ন করা হবে। একই সঙ্গে সুনির্দিষ্ট আইনও করা হবে বলে...

গায়েবি মামলার কালচার থেকে বেরিয়ে আসতে হবে: আসিফ নজরুল

দখিনের সময় ডেস্ক: অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বিচার বিভাগ ব্যবহার করে মানুষকে হয়রানি করার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। বিগত...

ইসরায়েলে মশাবাহিত ‘ওয়েস্ট নাইল’ ভাইরাসে নিহত ৭০, আক্রান্ত ৯১৩

দখিনের সময় ডেস্ক: মধ্যপ্রাচ্যের দু’টি দেশ লেবানন ও ফিলিস্তিনে দাপিয়ে বেড়াচ্ছে ইসরায়েল। গাজায় যুদ্ধ শেষ করতে না করতেই, দেশটি নতুনভাবে লেবাননে যুদ্ধ শুরু করেছে। এদিকে, মশাবাহিত...

Recent Comments