Home প্রযুক্তি পাঁচ দেশে চালু হচ্ছে টুইটারের ‘ব্লু টিক’

পাঁচ দেশে চালু হচ্ছে টুইটারের ‘ব্লু টিক’

দখিনের সময় ডেস্ক:
মাত্র পাঁচ দেশের টুইটার ব্যবহারকারীদের জন্য ‘ব্লু টিক’ সুবিধা চালু করছে টুইটার। এ জন্য নিজেদের আইওএস অ্যাপ হালনাগাদও করেছে খুদে ব্লগ লেখার সাইটটি। টুইটারের নতুন সংস্করণ নামিয়ে মাসে আট ডলার খরচ করলেই নিজেদের অ্যাকাউন্টের পাশে ‘ব্লু টিক’ যুক্ত করতে পারবেন টুইটার ব্যবহারকারীরা।
টুইটার জানিয়েছে, প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও কানাডায় বসবাসকারী আইফোন ব্যবহারকারী এ সুযোগ পাবেন। শিগগিরই অন্যান্য দেশে এ সুবিধা পাওয়া যাবে। তবে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা যন্ত্রে কবে নাগাদ এ সুবিধা চালু হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানায়নি সাইটটি।
ব্লু টিক গ্রাহকদের স্বচ্ছন্দে টুইটার ব্যবহারের সুযোগ দিতে বিজ্ঞাপন কম দেখানো হবে। শুধু তা–ই নয়, টুইটারের নতুন বিভিন্ন সুবিধাগুলো সবার আগে পরখ করার পাশাপাশি বড় আকারে ভিডিও–ও পোস্ট করা যাবে। শুধু তা–ই নয়, ব্লু টিক ব্যবহারকারীদের করা টুইট (টুইটারের বার্তা) বেশিসংখ্যক টুইটার ব্যবহারকারীর কাছে দেখাবে টুইটার।
আট ডলারের বিনিময়ে ব্লু টিক ব্যবহারের বিষয়ে অনেক টুইটার ব্যবহারকারীই নিজেদের অসন্তুষ্টি প্রকাশ করেছেন। আর তাই অর্থের বিনিময়ে ব্লু টিক ব্যবহারের যৌক্তিকতা তুলে ধরতে সম্প্রতি নিজের টুইটার অ্যাকাউন্টে কার্টুনের মাধ্যমে বিশেষ ধরনের প্রচারণা চালিয়েছেন টুইটারের নতুন মালিক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। ছবিতে দেখা যায়, আইসক্রিমের দাম আট ডলার হলেও সবাই খুশিমনে তা কিনে থাকেন। কিন্তু আট ডলারের বিনিময়ে পুরো মাস ব্লু টিক ব্যবহারে খুশি নন অনেকে।
সূত্র: এনডিটিভি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি নিয়ে আলাপ-আলোচনা হবে: জনপ্রশাসনমন্ত্রী

দখিনের সময় ডেস্ক: জনপ্রশাসনমন্ত্রী বলেন, শিক্ষা মন্ত্রণালয় চাকরিতে বয়সসীমা নিয়ে যে সুপারিশ পাঠিয়েছে তা সরকারের নীতিগত সিদ্ধান্ত। এটা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করব।...

শেষ মুহূর্তে আটকে গেল এমপিওভুক্ত স্কুল-কলেজ শিক্ষকদের বদলি প্রক্রিয়া

দখিনের সময় ডেস্ক: সরকারি শিক্ষকদের মতো বেসরকারি শিক্ষকরাও বদলি হতে পারবেন এমন উদ্যোগ নিয়েছিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। নিজেদের মধ্যে কয়েক দফা বৈঠক করে...

গভীর গুহায় মৃদু আলো

সম্প্রতি ব্যারিস্টার সুমন তার প্রাপ্ত অর্থের পরিমাণ তুলে ধরে নিজের নির্বাচনি এলাকায় যে বক্তব্য দিয়েছেন তা রাষ্ট্রব্যবস্থার গভীরে কালো গুহায় মৃদু আলো ফেলেছে বলে...

২৩ বছর পর রাজনী‌তিতে ফেরার ইঙ্গিত দিলেন আবুল হাসান চৌধুরী

দখিনের সময় ডেস্ক: রাজনী‌তি‌তে ফেরার ইঙ্গিত দি‌য়ে‌ছেন সা‌বেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী কায়ছার। শ‌নিবার (৪ মে) সন্ধ‌্যায় মধুপুর পৌরসভার কাঁঠালতলা এলাকায় উপ‌জেলা প‌রিষদ নির্বাচ‌নের...

Recent Comments