Home প্রযুক্তি ইনস্টাগ্রামে কিশোর-কিশোরীদের বয়স যাচাই শুরু

ইনস্টাগ্রামে কিশোর-কিশোরীদের বয়স যাচাই শুরু

দখিনের সময় ডেস্ক:
সহজে ছবি ও ভিডিও বিনিময়ের সুযোগ থাকায় কিশোর-কিশোরীদের কাছে খুবই জনপ্রিয় ইনস্টাগ্রাম। সামাজিক মাধ্যমটির নীতিমালা অনুযায়ী, অ্যাকাউন্ট খোলার সর্বনিম্ন বয়স ১৩ বছর। কিন্তু ভুয়া তথ্য দিয়ে ১৩ বছরের কম বয়সী অনেকেই ইনস্টাগ্রাম ব্যবহার করেন। কেউ আবার নিজেদের প্রাপ্তবয়স্ক হিসেবে পরিচয়ও দেন। আর তাই আজ থেকে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে বসবাসকারী কিশোর-কিশোরীদের বয়স যাচাই করা শুরু করেছে ইনস্টাগ্রাম।
নতুন এ কার্যক্রমের আওতায় কিশোর-কিশোরীদের কাছ থেকে ভিডিও সেলফি সংগ্রহ শুরু করেছে ইনস্টাগ্রাম। শুধু তা–ই নয়, ভিডিও সেলফি নিজেদের প্রোফাইলে যুক্ত করতেও বাধ্য করছে তারা। চেহারা বিশ্লেষণ সফটওয়্যারের মাধ্যমে ভিডিও সেলফি পর্যালোচনা করে ব্যবহারকারীদের বয়স যাচাই করবে ইনস্টাগ্রাম। ফলে কিশোর-কিশোরীদের প্রকৃত বয়স সম্পর্কে ধারণা পাওয়া যাবে।
এ বিষয়ে ইনস্টাগ্রামের পাবলিক পলিসি বিভাগের প্রধান ট্যেরা হপকিন্স বলেন, ‘আমরা চাই, প্রত্যেক ব্যবহারকারী নিজেদের বয়স উপযোগী কনটেন্ট ইনস্টাগ্রামে ব্যবহার করুক। এ জন্য আমাদের ব্যবহারকারীদের বয়স জানতে হবে। নতুন এ উদ্যোগের আওতায় মূলত কিশোর-কিশোরীদের বয়স যাচাই করা হবে। পর্যায়ক্রমে সব দেশেই এ কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ।
কিশোর-কিশোরীদের ইনস্টাগ্রাম ব্যবহারের সময় নিয়ন্ত্রণের জন্য গত মার্চে অভিভাবকদের জন্য নতুন টুল চালু করে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ। টুলটি কাজে লাগিয়ে অভিভাবকেরা তাঁদের সন্তান কতক্ষণ ইনস্টাগ্রাম ব্যবহার করছে, তা জানতে পারেন। চাইলে সন্তানের জন্য ইনস্টাগ্রাম ব্যবহারের সময়ও নির্ধারণ করে দিতে পারেন তাঁরা।
সূত্র: দ্য সান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

কোথাও সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি, দেশকে অশান্ত করার ষড়যন্ত্র চলছে

দখিনের সময় ডেস্ক: সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি জানিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশের পাহাড়ি এলাকাতেও বহুমুখী ষড়যন্ত্র থেমে...

দ্রুত প্রণয়ন করা হবে বিচারক নিয়োগ নীতিমালা: প্রধান বিচারপতি

দখিনের সময় ডেস্ক: প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগে নীতিমালা দ্রুত প্রণয়ন করা হবে। একই সঙ্গে সুনির্দিষ্ট আইনও করা হবে বলে...

গায়েবি মামলার কালচার থেকে বেরিয়ে আসতে হবে: আসিফ নজরুল

দখিনের সময় ডেস্ক: অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বিচার বিভাগ ব্যবহার করে মানুষকে হয়রানি করার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। বিগত...

ইসরায়েলে মশাবাহিত ‘ওয়েস্ট নাইল’ ভাইরাসে নিহত ৭০, আক্রান্ত ৯১৩

দখিনের সময় ডেস্ক: মধ্যপ্রাচ্যের দু’টি দেশ লেবানন ও ফিলিস্তিনে দাপিয়ে বেড়াচ্ছে ইসরায়েল। গাজায় যুদ্ধ শেষ করতে না করতেই, দেশটি নতুনভাবে লেবাননে যুদ্ধ শুরু করেছে। এদিকে, মশাবাহিত...

Recent Comments