দখিনের সময় ডেস্ক:
ইউক্রেন থেকে দেশে পৌঁছেছে ৫২ হাজার ৫০০ টন গম। বুধবার (৯ নভেম্বর) বিকেলে কুতুবদিয়ায় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে সরকারি এসব গম নিয়ে পৌঁছায় ম্যাগনাম ফরচুন জাহাজটি। সম্প্রতি ভারত থেকে গম আমদানির চেষ্টা করেছে সরকার। ভারত রাজি না হওয়ায় রাশিয়া ও ইউক্রেন থেকে জিটুজি ভিত্তিতে গম আনার চুক্তি হয়। এর অংশ হিসেবে ইতোমধ্যে দুই চালানে রাশিয়া থেকে আসে এক লাখ টনেরও বেশি গম।
গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর ইউক্রেন থেকে প্রথম কোনো খাদ্যপণ্যের জাহাজ বাংলাদেশে এল। আজ বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে খাদ্য নিয়ন্ত্রক আবদুল কাদের গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ইউক্রেন থেকে আসা জাহাজ থেকে আজ গমের নমুনা সংগ্রহ করা হবে। পরে ল্যাব টেস্টে চুক্তি অনুযায়ী ধরন ও মান ঠিকঠাক থাকলে আনুষঙ্গিক প্রক্রিয়া সম্পন্ন করে খালাস প্রক্রিয়া শুরু হবে।