Home শীর্ষ খবর আসামির থেকে দফায় দফায় ঘুষ নেয়ার অডিও ফাঁস

আসামির থেকে দফায় দফায় ঘুষ নেয়ার অডিও ফাঁস

দখিনের সময় ডেস্ক:
রাজশাহীতে ঘুষ নেওয়ার অডিও ফাঁস হওয়ায় পুলিশের এক সহকারী পরিদর্শককে (এসআই) থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। আজ বৃহস্পতিবার(১০ নবেশ্বর) তাকে পুলিশ লাইনে পাঠানো হয়। অভিযুক্ত এসআই ওয়ারেশ নগরীর রাজপাড়া থানায় কর্মরত ছিলেন।
জানা গেছে, গত ৩ নভেম্বর নগরীর আইডিবাগান পাড়া এলাকার সম্রাট নামের এক যুবককে মারপিটের অভিযোগে চারজনের নামের একটি মামলা হয়। এসআই ওয়ারেশ মামলাটি তদন্তের দায়িত্ব পান। তখনই তিনি আসামিদের কাছে ঘুষ নেন। এ কারণে তাদের গ্রেপ্তারও করেননি। পরে ৭ নভেম্বর আসামিরা আদালত থেকে জামিন নেন।
ফাঁস হওয়া অডিওতে শোনা যায়, আসামিকে গ্রেপ্তার না করার আশ্বাস দিয়ে দফায় দফায় ঘুষ চান তিনি। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তার টাকা নেওয়ার কথাও ফাঁস হয়েছে আসামির সঙ্গে মোবাইল ফোনে করা ওই আলাপে। ফাঁস হওয়া একাধিক অডিও ক্লিপে শোনা যায়, রাফি নামের এক আসামিকে ফোন করে এসআই ওয়ারেশ টাকা চাচ্ছেন। গ্রেপ্তার না করার আশ্বাস দিয়ে থানার ওসির জন্যও একটা বাজেটরাখতে বলছেন তিনি। পরে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তিনি আসামির কাছ থেকে ২ হাজার ৪০ টাকা নেন।
কিন্তু দাবি অনুযায়ী পাঁচ হাজার টাকা না দেওয়ায় আসামিকে গালিগালাজ করেন এসআই ওয়ারেশ। ওই আসামি একদিন পর বাকি তিন হাজার টাকাও দিতে রাজি হন। পরে তিনি পুলিশ ফোর্সের চা-নাস্তা খাওয়ার জন্য আবার টাকা দাবি করেন। আরেক অডিওতে শোনা যায়, আসামি আদালত থেকে জামিন নিয়ে এসে থানার ডিউটি অফিসারের কাছে কাগজ জমা দিয়েছেন। কিন্তু এসআই ওয়ারেশের কাছে কাগজ জমা না দেওয়ায় তিনি আসামিকে গালিগালাজ করেন।
একই মামলার কাচা নামে আরেক আসামির সঙ্গেও এসআই ওয়ারেশের কথোপকথন ফাঁস হয়েছে। সেখানেও এসআই ওয়ারেশ ফোন করে টাকা চান। জামিন নেওয়ার কারণে আসামি কাচা ঘুষ দিতে না চাইলে এসআই তাকেও গালিগালাজ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

মৃত্যুদণ্ড কার্যকরের আগ মুহূর্তে ছেলের খুনিকে ক্ষমা করলেন বাবা

দখিনের সময় ডেস্ক: মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। সব প্রস্তুতি সম্পন্ন। ঠিক সেই মুহূর্তে নিজ ছেলের হত্যাকারীকে ক্ষমা করে দিয়েছেন সৌদির এক বাবা। শেষ সময়ে তার...

ফ্লাইট মাঝ-আকাশে নারীর কারণে জরুরি অবতরণ, ফ্লাইটের নিরাপত্তা কর্মকর্তা লাঞ্ছিত

দখিনের সময় ডেস্ক: মাঝ-আকাশে কয়েকজন নারী যাত্রীর তর্ক-বিতর্ক ও হাতাহাতির ঘটনার পর কুয়েত এয়ারওয়েজের থাইল্যান্ড থেকে কুয়েতগামী একটি ফ্লাইট ব্যাংককে জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে।...

হাসপাতালে চিকিৎসাধীন নবজাতক ফেলে মা উধাও

দখিনের সময় ডেস্ক: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন এক নবজাতককে ফেলে গেছেন প্রসূতি ও স্বজনরা। রোববার (৫ মে) ভোরে হাসপাতালের শেখ রাসেল স্ক্যানু...

বাংলাদেশের অন্তর্যামী কে

এ নিয়ে কোনো দ্বিমত নেই, মূল ক্ষমতা নিজ হাতে রেখে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শক্তভাবে দেশ চালাচ্ছেন। এরপরও প্রশ্ন আছে, প্রধানমন্ত্রী কাদের মাধ্যমে দেশ...

Recent Comments