দখিনের সময় ডেক্স:
রোহিঙ্গা ক্যাম্পের পাশের একটা বাজারে আগুন লেগে তিনজন রোহিঙ্গা মারা গেছেন। এ ঘটনাটি ঘটছে কক্সবাজারের উখিয়ার কুতুপালং এলাকায়। তাঁরা ওই মার্কেটের একটি দোকানের কর্মচারী ছিলেন।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে বেশ কয়েকটি দোকান পুড়ে গেছে। উখিয়া ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা ২০মিনিটে তারা আগুন লাগার খবর পান। তারা “খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টা ইউনিট সেখানে কাজ করে। সকাল সাড়ে ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে”। আগুন নেভানোর পর একটা শৌচাগারের মধ্যে থেকে তিনটা মৃতদেহ উদ্ধার করা হয়।
কক্সবাজার জেলা পুলিশ সুপার হাসানুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উল্লেখ্য গত ২২ মার্চ উখিয়ার বালুখালীসহ পাঁচটি আশ্রয় শিবিরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৬ শিশুসহ ১১ রোহিঙ্গা নিহত হয়। পুড়ে যায় প্রায় ১০ হাজার ঘর।