Home শিক্ষা ক্যাম্পাস প্রথম জাতীয় বায়োটেকনোলজি অলিম্পিয়াডে বশেমুরবিপ্রবি শিক্ষার্থীর সাফল্য

প্রথম জাতীয় বায়োটেকনোলজি অলিম্পিয়াডে বশেমুরবিপ্রবি শিক্ষার্থীর সাফল্য

বশেমুরবিপ্রবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বায়োটেকনোলজি অলিম্পিয়াডে প্রায় ৩০ টি বিশ্ববিদ্যালয় কে পেছনে ফেলে ২য় স্থান অধিকার করেছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী ফজলুল করিম চৌধুরী সাবিত।

জীবন ধারায় নতুন বেগ, সমৃদ্ধির জন্য বায়োটেক’ এই স্লোগানকে ধারণ করে আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অনুষ্ঠিত হয় ‘বায়োজিন কসমেসিউটিক্যালস ১ম জাতীয় বায়োটেকনোলজি অলিম্পিয়াড ২০২২’। এতে দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ১০০০ এর অধিক শিক্ষার্থী তিনটি ক্যাটাগরিতে পরীক্ষায় অংশ গ্রহণ করে । শুক্রবার সকাল ৯ টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজে এই অলিম্পিয়াডের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: নূরুল আলম। বেলা ২:৩০ টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটরিয়ামে পপুলার টক সেশনে বক্তব্য দেন স্বাধীনতা পদকপ্রাপ্ত বিশিষ্ট বিজ্ঞানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হাসিনা খান।

সকাল ৯ টায় উদ্বোধনের পর ১০-১১ টা পর্যন্ত অলিম্পিয়াডের পরীক্ষা পর্ব ও ১১:৩০-১২:৩০ পর্যন্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। দুপুরের নামাজ ও খাবারের বিরতির পর পপুলার টক, ক্যারিয়ার টক, সায়েন্স টক সেশন ও বায়োটেকনোলজির উপর শিক্ষক ও বিজ্ঞানীদের বক্তব্য অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বিকাল ৪টায় একই ভেন্যুতে ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়। বিজয়ী সাবিত বলেন ” আমার বিশ্ববিদ্যালয় এবং আমার বিজ্ঞান ক্লাব আমার আবেগের জায়গা। আমি প্রতিনিধিত্ব করতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। সামনে সুযোগ পেলে আরও কাজে লাগাব।”

উল্লেখ্য, আয়োজক ‘বায়োটেক ক্লাব’ জীবপ্রযুক্তির বিষয়ে আগ্রহ বৃদ্ধি করতে বায়োটেকনোলজি অলিম্পিয়াড, ক্লাবের নিজস্ব প্রকাশনা ‘হেলিক্স’, গবেষণা কার্যক্রম এবং বিভিন্ন সেমিনার ও ওয়ার্কশপ আয়োজনসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

সরকার অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা

দখিনের সময় ডেস্ক: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশের অন্তর্র্বতীকালীন সরকার জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের...

গাজা-লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে  ৪৪ হাজার

দখিনের সময়  ডেস্কঃ গাজা-লেবাননে অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজায় প্রাণ গেছে ৮৮ ফিলিস্তিনির। খবর...

রয়্যাল এনফিল্ডের বৈদ্যুতিক বাইক আসছে

দখিনের সময় ডেস্ক: বৈদ্যুতিক বাইকের বাজারে ইতোমধ্যেই পা রেখেছে রিভল্ট এবং ওলা। ওলার বাইক বাজারে না এলেও আকর্ষণীয় ডিজাইনের সঙ্গে কম জ্বালানি খরচ নজর কেড়েছে...

দুধের বিকল্প হিসেবে যা খেতে পারেন

দখিনের সময় ডেস্ক: উদ্ভিদ-ভিত্তিক দুধ বর্তমানে জনপ্রিয় হতে শুরু করেছে। এটি বাদাম, ওট, নারিকেল বা মটরশুঁটি যাই হোক না কেন, দুধের এই বিকল্পগুলো স্বাস্থ্যকর ডায়েট...

Recent Comments