Home শিক্ষা ক্যাম্পাস প্রথম জাতীয় বায়োটেকনোলজি অলিম্পিয়াডে বশেমুরবিপ্রবি শিক্ষার্থীর সাফল্য

প্রথম জাতীয় বায়োটেকনোলজি অলিম্পিয়াডে বশেমুরবিপ্রবি শিক্ষার্থীর সাফল্য

বশেমুরবিপ্রবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বায়োটেকনোলজি অলিম্পিয়াডে প্রায় ৩০ টি বিশ্ববিদ্যালয় কে পেছনে ফেলে ২য় স্থান অধিকার করেছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী ফজলুল করিম চৌধুরী সাবিত।

জীবন ধারায় নতুন বেগ, সমৃদ্ধির জন্য বায়োটেক’ এই স্লোগানকে ধারণ করে আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অনুষ্ঠিত হয় ‘বায়োজিন কসমেসিউটিক্যালস ১ম জাতীয় বায়োটেকনোলজি অলিম্পিয়াড ২০২২’। এতে দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ১০০০ এর অধিক শিক্ষার্থী তিনটি ক্যাটাগরিতে পরীক্ষায় অংশ গ্রহণ করে । শুক্রবার সকাল ৯ টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজে এই অলিম্পিয়াডের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: নূরুল আলম। বেলা ২:৩০ টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটরিয়ামে পপুলার টক সেশনে বক্তব্য দেন স্বাধীনতা পদকপ্রাপ্ত বিশিষ্ট বিজ্ঞানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হাসিনা খান।

সকাল ৯ টায় উদ্বোধনের পর ১০-১১ টা পর্যন্ত অলিম্পিয়াডের পরীক্ষা পর্ব ও ১১:৩০-১২:৩০ পর্যন্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। দুপুরের নামাজ ও খাবারের বিরতির পর পপুলার টক, ক্যারিয়ার টক, সায়েন্স টক সেশন ও বায়োটেকনোলজির উপর শিক্ষক ও বিজ্ঞানীদের বক্তব্য অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বিকাল ৪টায় একই ভেন্যুতে ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়। বিজয়ী সাবিত বলেন ” আমার বিশ্ববিদ্যালয় এবং আমার বিজ্ঞান ক্লাব আমার আবেগের জায়গা। আমি প্রতিনিধিত্ব করতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। সামনে সুযোগ পেলে আরও কাজে লাগাব।”

উল্লেখ্য, আয়োজক ‘বায়োটেক ক্লাব’ জীবপ্রযুক্তির বিষয়ে আগ্রহ বৃদ্ধি করতে বায়োটেকনোলজি অলিম্পিয়াড, ক্লাবের নিজস্ব প্রকাশনা ‘হেলিক্স’, গবেষণা কার্যক্রম এবং বিভিন্ন সেমিনার ও ওয়ার্কশপ আয়োজনসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

উপজেলা নির্বাচনের ২৬ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

দখিনের সময় ডেস্ক: উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচনে সাতজন চেয়ারম্যান, নয়জন ভাইস চেয়ারম্যান এবং ১০ জন মহিলা ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। এই সংখ্যা...

বাউফলে পুলিশ সদস্যর মৃত্যু

নয়ন সিকদার, বাউফল থেকে: পটুয়াখালীর বাউফলে হার্ট অ্যাটাকে মো. শাহআলম খান (৫৮) নামের এক পুলিশ সদস্যর মৃত্যু হয়েছে। তিনি রাজধাণীর গুলশানে পুলিশের গোয়েন্দা শাখায় কর্মরত...

কাদের ভাই বলতেন, এখনো সময় হয় নাই

বলা প্রয়োজন, ওবায়দুল কাদেরের প্রতি প্রধানমন্ত্রীর বিশ্বাসের ভিত্তি নিশ্চয়ই একদিনে সৃষ্টি হয়নি। এ প্রসঙ্গে ওয়ান ইলেভেনের সেই সময়কার পরিস্থিতিতে ওবায়দুল কাদেরের ভূমিকা অনেকেরই স্মরণে...

বেনজীর ও তাঁর পরিবারের দুর্নীতি তদন্তে দুদকের কমিটি গঠন

দখিনের সময় ডেস্ক: পুলিশের সাবেক মহাপরিচালক (আইজিপি) বেনজীর আহমেদ ও তাঁর পরিবারের দুর্নীতি তদন্তে কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর আগে, পুলিশের সাবেক...

Recent Comments