Home অন্যান্য অপরাধ ও দূর্নীতি রাজশাহীতে মাছ চুরির দায়ে কিশোরকে গাছে বেধে নির্যাতন, নিজেই ছবি দিলেন ফেসবুকে

রাজশাহীতে মাছ চুরির দায়ে কিশোরকে গাছে বেধে নির্যাতন, নিজেই ছবি দিলেন ফেসবুকে

দখিনের সময় ডেক্স:

রাজশাহীর চারঘাটে এক কিশোরকে মাছ চুরির অভিযোগে গাছে বেঁধে নির্যাতন করেছে পুকুরমালিক। পরে তিনি নিজেই সেই ছবি ফেসবুকে পোস্ট করেছেন। গতকাল শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। বর্তমানে কিশোরটি চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ ঘটনায় মামলা হয়েছে। পুলিশ রাতেই পুকুরমালিককে গ্রেপ্তার করেছে।

জানা যায়, পুকুরমালিকের নাম জহিরুল ইসলাম। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি অষ্টম শ্রেণিতে পড়ুয়া ১৩ বছরের কিশোরকে গাছে বেঁধে রাখার ছবি তোলেন। এরপর তিনি নিজেই ফেসবুকে ছবিটি পোস্ট করেন। তবে এ বিষয়ে তাঁর বক্তব্য, মাছচাষিদের সচেতন করার জন্য তিনি ফেসবুকে এই ছবি দিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, পুকুরমালিক মাছ চুরির অভিযোগ ওই কিশোরকে আটক করেন। তিনি তার কান ধরে ওপরে নিয়ে আসেন। এরপর পাশে থাকা একটি গাছের সঙ্গে বেঁধে রেখে নির্যাতন করেন। ঘণ্টাখানেক এভাবে তাকে বেঁধে রাখা হয়। স্থানীয় লোকজন ঘটনাটি দেখতে পেয়ে কিশোরকে উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

অন্যদিকে পুকুরের মালিক জহিরুল ইসলাম গ্রেপ্তার হওয়ার আগে জানান, পুকুরের প্রায় দেড় লাখ টাকার মাছ ছাড়া হয়েছিলো । পুকুরের এখন পানি কমে যাওয়ায় জাল দিয়ে পুকুর ঘিরে রাখা হয়েছে। পানির ভেতরে হাত দিয়ে মাছ ধরা যায়। পুকুর থেকে মাঝেমধ্যেই মাছ চুরি হয়ে যায়। দুপুরে তিনজন পানিতে নেমে মাছ ধরছিলো। আমাকে দেখে দুজন পালিয়ে গেছে। একজনকে ধরেছিলাম। যাকে ধরেছি তার কাছে প্রায় দুই কেজি ওজনের মৃগেল মাছ পাওয়া গেছে।

তিনি স্বীকার করেন যে সে শিশুটিকে গাছে বেঁধে মারধর করেছে। তিনি এই ভাবে কাউকে মারধর করতে পারে কি না বা কাজটি বেআইনি হলো কি না,তা জানতে চাইলে তিনি বলেন, অল্প শাস্তি দিয়ে যদি কিশোরটির সংশোধন হয়ে যায়, এই জন্যই তিনি এ কাজ করেছেন।

শিশুটির বাবা সাংবাদিকদের কাছে অভিযোগ করেন – মাছ চুরি করতে নয়, তাঁর ছেলে পুকুরে গোসল করতে গিয়েছিল। তবু তাকে গাছে বেঁধে নির্যাতন করা হয়েছে।

চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, তিনি রাতেই হাসপাতালে গিয়ে শিশুটিকে দেখে এসেছেন। শিশুটির বাবা চারঘাট থানায় মামলা করলে জহিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। মামলায় মারামারির পাশাপাশি ডিজিটাল নিরাপত্তা আইনের ধারা সংযুক্ত করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ডিভোর্সের দুদিন পরই সুখবর দিলেন এ আর রহমান

দখিনের সময় ডেস্ক: নিন্দুকরা মনে করছে বাংলার মেয়ে গিটার বাদক মোহিনী দে-র জন্যই হয়ত সায়রাকে ছেড়েছেন ভারতের অস্কারজয়ী সংগীতশিল্পী ও সুরকার এ আর রহমানের। তবে...

যৌন পর্যটনের নতুন কেন্দ্র টোকিও, সেক্স ইন্ডাস্ট্রির জড়িত কিছু চক্র

দখিনের সময় ডেস্ক: যখন স্বর্ণযুগ ছিল, শহরটি অর্থনীতিতে ব্যাপক উন্নতি দেখেছে। এটি এখনো বিশ্বের অন্যতম বাসযোগ্য শহর হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে। তবে আশঙ্কার বিষয়...

শীত নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

দখিনের সময় ডেস্ক: দেশের কোথাও কোথাও আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আবার কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে...

শেখ হাসিনা গুজব ছড়িয়ে দুর্বৃত্তদের উস্কানি দিচ্ছে: রিজভী

দখিনের সময় ডেস্ক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিদেশে বসে শেখ হাসিনা গুজব ছড়িয়ে দুর্বৃত্তদের উস্কানি দিচ্ছেন। ক্ষমতা নিশ্চিত করার জন্যই গত...

Recent Comments