কাজী হাফিজ
বরিশাল শহরের অভ্যন্তরীণ যাতায়াতের জন্য ব্যাটারিচালিত ইজিবাইক বা অটোরিকশা বহুল ব্যবহৃত যান। কিন্তু এই বহুল ব্যবহৃত ক্ষুদ্রযানের ভাড়া গতকাল হঠাৎ করেই দ্বিগুণ হয়ে গিয়েছে।
হাতেম আলী কলেজ চৌমাথা থেকে বটতলা মোড় পর্যন্ত জনপ্রতি ৫ টাকা ভাড়া থাকলেও গতকাল বিকালে তা ১০ টাকা হয়ে যায়।অন্যান্য পথেও একই অবস্থা। অটোচালকদের সাথে কথা বলে জানা যায়, চালকের পাশের সিটে লোক বসতে না দেওয়ায় তাদের ভাড়া যথাযথ আদায় হচ্ছে না।তাই তারা ৫ টাকার ভাড়া ১০ টাকা নিচ্ছেন।
এই ঘটনায় বিপাকে পরেছেন নগরবাসীরা। পথচারীরা জানায় এ দ্বিগুণ ভাড়া মোটেও কাম্য নয়। এভাবে ভাড়া বাড়ানো ডাকাতির মত বলেও মনে হচ্ছে অনেকের কাছে। ভাড়া বাড়লেও বাড়েনি উপার্জন এমনটি দাবী করে অতিরিক্ত ভাড়া সমস্যা থেকে খুব দ্রুতই পরিত্রাণ পেতে চান তারা। তবে ভাড়া বাড়ানোর পর বেশির ভাগ অটোরিকশাকে খালি যেতে দেখে যাচ্ছে।