Home শীর্ষ খবর পরিবহন ধর্মঘটের কারণে হেঁটে বাড়ি ফিরছেন ইজতেমার মুসল্লিরা

পরিবহন ধর্মঘটের কারণে হেঁটে বাড়ি ফিরছেন ইজতেমার মুসল্লিরা

দখিনের সময় ডেস্ক:
সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের পারাইচকে শেষ হয়েছে দুই দিনব্যাপী আঞ্জুমানে হেফাজতে ইসলামের ইজতেমা। তবে ইজতেমা শেষ হলেও সহজেই বাড়ি ফিরতে পারছেন না মুসল্লিরা। পরিবহন ধর্মঘটের কবলে পড়েছেন তারা। ফলে হেঁটেই রওনা দিতে হচ্ছে বাড়ির পথে। তবে কেউ কেউ নিজস্ব যানবাহন কিংবা রিজার্ভ করা গাড়িতেও ফিরছেন।
ইজতেমা উপলক্ষে পারাইচকে প্রায় অর্ধ লক্ষাধিক মুসল্লির সমাগম ঘটেছিল। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বাদ ফজর থেকে শুরু হওয়া এ ইজতেমায় ইসলামী জীবনযাপন অনুসরণ ও আত্মশুদ্ধি অর্জন বিষয়ে বয়ান পেশ করেন দেশের শীর্ষস্থানীয় শতাধিক ওলামা-মাশায়েখ। বিদেশের একাধিক ইসলামিক স্কলারও এতে অংশ নেন।
এর মধ্যেই আজ মৌলভীবাজারে পাঁচ দফা দাবিতে ৩৬ ঘণ্টার পরিবহন ধর্মঘট শুরু করে জেলা বাস-মিনিবাস মালিক সমিতি। এতে আজ সকাল ৬টা থেকে বন্ধ হয়ে যায় অভ্যন্তরীণ রুটের যান চলাচল। আর হঠাৎ করে বাস চলাচল বন্ধ হওয়ায় চরম ভোগান্তিতে পড়ে যায় যাত্রীরা। ইজতেমায় আসা আব্দুল লতিফ বলেন, আমরা এসেছি ইবাদত বন্দেগি করতে। কোনো রাজনৈতিক অনুষ্ঠানে আসিনি। এখন বাড়ি ফিরছি হেঁটে-হেঁটে। কিছুই করার নেই। আব্দুল কাদির নামে আরেক মুসল্লি বলেন, ‘আমরা ভোগান্তিতে পড়ে গেছি। কিছু পথ হেঁটে দেখি গাড়ি পাওয়া যায় কি না।’
জানা গেছে, সিএনজিচালিত অটোরিকশার রেজিস্ট্রেশন ও সামনে গ্রিল লাগানো বন্ধ, ব্যাটারিচালিত টমটমের অবৈধভাবে চলাচল বন্ধ, ট্রাক-লরি-পিকআপ-কাভার্ড ভ্যানে চাঁদাবাজি ও পুলিশি হয়রানি বন্ধ এবং মৌলভীবাজার জেলায় একটি স্থায়ী ট্রাকস্ট্যান্ড নির্মাণের দাবিতে এ ধর্মঘট ডাকা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

নারী এবং পুরুষ উভয়েই স্তন ক্যান্সারে আক্রান্ত হতে পারে

দখিনের সময় ডেস্ক: নারী এবং পুরুষ উভয়েই স্তন ক্যান্সারে আক্রান্ত হতে পারে, পুরুষের স্তন ক্যান্সার অনেকাংশে বিরল। নারীদের মধ্যে প্রতি ৪ জন ক্যান্সার আক্রান্তের অন্তত...

পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত

দখিনের সময় ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনের সব ব্যাংক হিসাবের লেনদেন স্থগিতের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সূচনা ফাউন্ডেশনের...

হিজবুল্লাহর হামলায় পিছু হটলো ইসরায়েলি বাহিনী

দখিনের সময় ডেস্ক: লেবাননে হিজবুল্লাহর হামলায় পিছু হটতে বাধ্য হয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। তায়ার নামক অঞ্চলের আল-বায়াদায় ইসরায়েলি ট্যাংক লক্ষ্য করে বেশ কয়েকটি মিসাইল ছোড়ে...

সাংবাদিক মুনির হোসেনের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ

দখিনের সময় ডেস্ক:  ঐতিহ্যবাহী বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক মুনির হোসেনের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৬ সালের ২৫ নভেম্বর আজকের এই দিনে দুনিয়ার মায়া কাটিয়ে...

Recent Comments