Home শীর্ষ খবর পুলিশের গুলিতে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদল নেতা নিহত

পুলিশের গুলিতে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদল নেতা নিহত

দখিনের সময় ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের গুলিতে ছাত্রদল নেতা নিহত হয়েছেন। আজ শনিবার (১৯ নভেম্বর) বিকেলে জেলার বাঞ্ছারামপুর উপজেলার পৌর শহরের মোল্লা বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ছাত্রদল নেতার নাম নয়ন মিয়া (২২)। তিনি সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি। অপর আহতের নাম ইমান আলী। তিনি পৌর ছাত্রদলের আহবায়ক।
নিহত ছাত্রদল নেতার নাম নয়ন মিয়া (২২)। তিনি সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি। অপর আহতের নাম ইমান আলী। তিনি পৌর ছাত্রদলের আহবায়ক ও শিবপুর গ্রামের রহমত উল্লাহর ছেলে।
জেলা ছাত্রদলের আহ্বায়ক ফোজায়েল চৌধুরী বলেন, ২৬ নভেম্বর কুমিল্লায় বিএনপির বিভাগীয় সমাবেশ। এ উপলক্ষে বিকেলে বিএনপি কর্মীরা মোল্লা বাড়ি এলাকয় লিফলেট বিতরণ করছিল। এ সময় পুলিশ তাদের উপর গুলি ছুঁড়লে নয়ন মিয়া গুলিবিদ্ধ হয় ও পৌর যুবদলের আহবায়ক ইমান আলী আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে গুলিবিদ্ধ নয়নকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়। সন্ধ্যার দিকে ঢাকা মেডিক্যাল কলেজে তার মৃত্যু হয়।
এদিকে ছাত্রদল নেতা নয়নের মৃত্যুর ঘটনায় শহরের পাওয়ার হাউজ রোড থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদলের নেতাকর্মীরা। এ ঘটনায় শহরজুড়ে উত্তেজনা বিরাজ করছে।  তবে বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম জানান, বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে থানায় ইটপাটকেল ছুঁড়লে পুলিশ আত্মরক্ষায় গুলি চালায়। থানায় হামলার ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, রাত আটটার দিকে নয়ন মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

অবশেষে মুখ খুললেন জেনারেল মইন ইউ আহমেদ

দখিনের সময় ডেস্ক: বিডিআর বিদ্রোহ নিয়ে এবার মুখ খুললেন সাবেক সেনাপ্রধান জেনারেল মইন ইউ আহমেদ। তদন্তে সরকারের সহযোগিতা না পাওয়ার অভিযোগ করলেন সাবেক এই সেনাপ্রধান।...

চাপে পড়ে রাধা-কৃষ্ণের পোস্ট মুছে ফেললেন বলিউড অভিনেত্রী

দখিনের সময় ডেস্ক: বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমে তার প্রোফাইলে ‘রাধা’-সাজের ছবিতে ভরপুর ছিল। এই কাজটিকেই জীবনের অন্যতম সেরা কাজ বলে অভিহিত করেছিলেন...

আওয়ামী শিবেরে হতাশা, নেতা-কর্মীরা দিশেহারা

দখিনের সময় ডেস্ক: আওয়ামী লীগ গত ২৩শে জুন ঘটা করে ৭৫ বছরপূর্তি পালন করেছিল। সেদিন ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সমাবেশে নেতাকর্মীর উপস্থিতি ছিল কানায় কানায়...

শিরিনের বিরুদ্ধে এবার বাড়ি দখলের অভিযোগ

দখিনের সময় ডেস্ক: সরকারি পুকুর দখলের ঘটনায় দলের পদ হারানোর পর ‍এবার অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিনের বিরুদ্ধে তিনতলা বাড়ি দখলের অভিযোগ উঠেছে। প্রায় ২ কোটি...

Recent Comments