Home অন্যান্য আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে প্রাণ গেল যুবকের

আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে প্রাণ গেল যুবকের

দখিনের সময় ডেস্ক
আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. শামিম (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন সাজ্জাদ (১৯) নামের আরেকজন।গতকাল শনিবার রাত ৮টার দিকে ময়মনসিংহের গফরগাঁও পৌর শহরের চাঁন মসজিদের পাশে এ দুর্ঘটনা ঘটে। শামীম পৌর শহরের ষোলহাসিয়া এলাকার ১ নম্বর গলির হামিদুল ইসলামের ছেলে। আর সাজ্জাদ একই এলাকার শামছুল হকের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পৌর কাউন্সিলর আমান উল্লাহ আমান গণমাধ্যমকে জানান, বিশ্বকাপে প্রিয় ফুটবল দল আর্জেন্টিনার পতাকা টানাতে পৌর শহরের চাঁন মসজিদের পাশে বিদ্যুতের খুঁটিতে ওঠেন শামিম ও সাজ্জাদ। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে যান তারা। দুজনেই ছিটকে বিদ্যুতের খুঁটি থেকে মাটিতে পড়ে আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শামিমের মৃত্যু হয়। সাজ্জাদকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক। গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

দংশন করা সাপে ছবি তুলে রাখার পরামর্শ চিকিৎসকদের

দখিনের সময় ডেস্ক: চিকিৎসকরা মূলত রোগীকে হাসপাতালে ভর্তি করে তার বিভিন্ন লক্ষণ পর্যবেক্ষণ করে চিকিৎসা দিয়ে থাকেন। সাপে কামড়ানোর সময় সেটি কী প্রজাতির সাপ বা...

গরমের হাত থেকে বাঁচতে গিয়ে সাপের ছোবলে মৃত্যু

দখিনের সময় ডেস্ক: রাতে তীব্র গরমের হাত থেকে বাচতে ঘর থেকে বের হয়ে বাইরে বসেছিলেন ইমামুল ব্যাপারী (৩৪)। এ সময় তাকে বিষধর সাপে কামড় দেয়।...

গরমও আসে ভারত থেকে

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে এখন বেশি তাপমাত্রা বিরাজ করছে। এর কারণ হিসেবে আবহাওয়াবিদরা জানান, বাংলাদেশের...

বৃষ্টিপাতের সম্ভাবনা, আর বাড়বে না তাপমাত্রা

দখিনের সময় ডেস্ক: নতুন করে তিন দিনের হিল অ্যালার্ট জারি হলেও চলতি সপ্তাহের শেষ থেকেই উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। আগামী মাসের শুরুতে মোটামুটি...

Recent Comments