Home রাজনীতি রংপুর সিটি করর্পোরেশন নির্বাচন, রওশন-কাদের বিরোধে নতুন মাত্রা

রংপুর সিটি করর্পোরেশন নির্বাচন, রওশন-কাদের বিরোধে নতুন মাত্রা

দখিনের সময় ডেস্ক:
এবার জিএম কাদেরের সঙ্গে রওশন এরশাদের চলমান বিরোধে নতুন করে ঘি ঢেলে দিয়েছে রংপুর সিটি করর্পোরেশন নির্বাচন।  রংপুর সিটি করর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টি থেকে মেয়র প্রার্থী হিসেবে মঙ্গলবার মনোনয়ন সংগ্রহ করেছেন রওশনপন্থী বহিস্কৃত নেতা একেএম আব্দুর রউফ মানিক। এদিকে জিএম কাদের মনোনীত মোস্তাফিজার রহমান মোস্তফা চূড়ান্ত হয়েছেন অনেক আগেই। তিনি জিএম কাদের-মজিবুল হক চুন্নু মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত নেতা একেএম আব্দুর রউফ মানিকের মনোনয়ন সংগ্রহ করাকে ঘিরে দলের ভেতরে-বাইরে চলছে নানা গুঞ্জন। একই দলের দুই প্রার্থীর মনোনয়ন সংগ্রহ করায় ক্ষুব্ধ জাতীয় পার্টির তৃণমূল নেতা-কর্মীরা। তারা আশঙ্কা করছেন, দেবর-ভাবির দ্বন্দ্ব তুঙ্গে উঠলে লাঙলের ঘাঁটি তথা জাতীয় পার্টির ঘাঁটি রংপুরে নেমে আসবে চরম বিপর্যয়।
বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের প্রার্থীর দাবি, রংপুর সিটি করর্পোরেশন নির্বাচনে অংশ নিতে মনোনয়ন সংগ্রহ করেছেন সাবেক পৌর মেয়র ও জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত সাবেক ভাইস চেয়ারম্যান একেএম আব্দুর রউফ মানিক। মঙ্গলবার সকালে রংপুর আঞ্চলিক নির্বাচন কার্যালয় থেকে আব্দুর রউফ মানিকের পক্ষে সোহেল আহমেদ লিটন নামের এক ব্যক্তি মনোনয়নপত্র সংগ্রহ করেন।
আব্দুর রউফ মানিকের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহকারী সোহেল আহমেদ লিটন গণমাধ্যম কর্মীদের বলেন,  রংপুর সিটি করর্পোরেশন নির্বাচনে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের মনোনীত প্রার্থী হিসাবে মনোনয়ন পেয়েছেন একেএম আব্দুর রউফ মানিক। তার পক্ষে আমরা মনোনয়নপত্র সংগ্রহ করেছি। সিটি করর্পোরেশন নির্বাচনে দলের লাঙল প্রতীক নিয়েই মানিক নির্বাচন করবেন।
রংপুরের সিটি করর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টি থেকে দুই জন মেয়র প্রার্থী প্রসঙ্গে জেলা নির্বাচন কর্মকর্তা মো. ফরহাদ হোসেন বলেন, কোনো দলীয় প্রার্থী মনোনয়ন নিলেই তিনি লাঙল প্রতীক পাবেন না। আমরা মনোনয়ন পত্র যাচাই করে দেখবো যার মনোনয়নে দলীয় প্রধানের সুপারিশ আছে তিনিই দলীয় প্রতীক পাবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

অবশেষে ছাত্রলীগের দর্পচূর্ণ, কনস্টেবলের কাছে মুচলেকা দিলেন ছাত্রলীগ নেতা

দখিনের সময় ডেস্ক: ছাত্রলীগ নেতাকে বলতে শোনা যায়, ‘এই অঙ্গুল দেখাছিস কাকে। এই তুই আঙ্গুল দেখাছিস কাকে। তুই আঙ্গুল দেখিয়ে কথা বলছিস কোন সাহসে। যোগ্যতা...

ভিসা নীতির আওতা স্পষ্ট করলো মার্কিন দূতাবাস

দখিনের সময় ডেস্ক: মা‌র্কিন যুক্তরা‌ষ্ট্রের ভিসা বি‌ধি‌নি‌ষেধ আরো‌প কাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে, তা স্পষ্ট করেছে ঢাকার মার্কিন দূতাবাস। আজ সোমবার (২৫ সেপ্টেম্বর) মার্কিন দূতাবাসের ফেসবুক...

বাজারের চেয়ে কম দামে ভারতে ইলিশ রফতানি, কারণ জানে না আড়ৎদার সমিতি

দখিনের সময় ডেস্ক: দেশের বাজারের চেয়ে কম দামে ভারতে ইলিশ পাঠানোর কারণ জানাতে পারেনি বরিশাল জেলা মৎস্য্য আড়ৎদার সমিতি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিরব হোসেন টুটুল।...

নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ট্রাক, আহত ১৩

দখিনের সময় ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানার ছাত্রাবাসে ঢুকে পড়েছে। এতে ট্রাকের হেলপারসহ ১২ জন শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনের...

Recent Comments