দখিনের সময় ডেস্ক:
ইলন মাস্ক টুইটারের মালিকানা হাতে নেওয়ার পর থেকেই সংস্থাটির অভ্যন্তরীণ পরিবর্তন করেই চলেছেন। গত তিন সপ্তাহে তিনি প্রায় এক-তৃতীয়াংশ কর্মী ছাঁটাই করেছেন। তবে আর ছাঁটাই নয়, এবার নতুন কর্মী নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত তার।
খবর যুক্তরাষ্ট্রের প্রযুক্তিভিত্তিক গণমাধ্যম দ্য ভার্জ-এর।
গত ২৮ অক্টোবর টুইটারের দায়িত্ব নেন ধনকুবের মাস্ক। চলতি মাসের ১ তারিখেও প্রতিষ্ঠানটির মোট কর্মীর সংখ্যা ছিল ৭,৫০০-এর বেশি। কিন্তু মাত্র তিন সপ্তাহ পর এ সংখ্যা কমে এসে এখন ২,৭০০। তবে তাদের সবাইকে বরখাস্ত করা হয়নি, অনেকে স্বেচ্ছায়ও চাকরি ছেড়েছেন।