Home শীর্ষ খবর রাজধানীতে থানায় ঢুকে হামলা, ৬ পুলিশ আহত

রাজধানীতে থানায় ঢুকে হামলা, ৬ পুলিশ আহত

দখিনের সময় ডেস্ক:
রাজধানীর কামরাঙ্গীরচর থানায় ঢুকে পুলিশ সদস্যদের ওপর হামলা চালিয়েছে রিভার সাইড হাসপাতালের স্টাফরা। এ ঘটনায় অন্তত ছয় পুলিশ সদস্য আহত হয়েছে। রিভার সাইড হাসপাতালের মালিক এস এম ওসমানীর নেতৃত্বে ৭০-৮০ জন স্টাফ এ হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাতে এই ঘটনা ঘটে। পরে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। আহতরা হলেন—এসআই বজলু রহমান, এসআই মোস্তাকিম কবির, এএসআই আতাউর রহমান, নায়েক রেজাউল ইসলাম, কনস্টেবল সেলিম ও কনস্টেবল মনু মিয়া।
বিষয়টি নিশ্চিত করে কামরাঙ্গীরচর থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, বুধবার (৩০ নভেম্বর) রিভার সাইড হাসপাতালের মালিকের বিরুদ্ধে মারধর ও শ্লীলতাহানির চেষ্টায় একটি মামলা দায়ের করেন হাসপাতালের নার্স লাবনী আক্তার। এ ঘটনা জানতে পেরে সন্ধ্যা ৭টার দিকে ৭০ থেকে ৮০ জন স্টাফ নিয়ে থানায় আসেন ওসমানী। মামলা নেওয়ায় থানার ওসি এবং পরিদর্শককে (তদন্ত) অকথ্য ভাষায় গালিগালাজ করেন।  তিনি আরও বলেন, এ সময় থানার অন্য পুলিশ সদস্যদেরও অকথ্য ভাষায় গালাগালি করা হয়। পরে মামলা নেওয়ায় ক্ষিপ্ত হয় তিনি পুলিশের ওপর হামলা চালায়। এতে থানার ছয় পুলিশ সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে ওসমানীসহ ছয় জনকে আটক করা হয়। ওসমানী পুলিশি হেফাজতে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছেন। থানায় হামলায় ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এর আগে, গত ৯ আগস্ট ওসমানীর নেতৃত্বে ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের সাংবাদিক হাসান মিসবাহ ও ক্যামেরা পার্সন সাজু মিয়ার ওপরে হামলা হয়। কোনো মেডিকেল কলেজে পড়ালেখা না করলেও বিএমডিসির নম্বর জালিয়াতি করে তার হাসপাতালে চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন একাধিক ভুয়া চিকিৎসক। স্থানীয়দের এমন অভিযোগের ভিত্তিতে অনুসন্ধানে গেলে দুই সাংবাদিকের ওপর হামলা করে হাসপাতাল কর্তৃপক্ষ। এ ঘটনায় একটি মামলা দায়েরের পর গ্রেফতার হন ওসমানী। পরে জামিনে কারাগার থেকে বেরিয়ে আসেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বাংলাদেশের অন্তর্যামী কে

এ নিয়ে কোনো দ্বিমত নেই, মূল ক্ষমতা নিজ হাতে রেখে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শক্তভাবে দেশ চালাচ্ছেন। এরপরও প্রশ্ন আছে, প্রধানমন্ত্রী কাদের মাধ্যমে দেশ...

পশ্চিমবঙ্গের রাজ্যপালের বিরুদ্ধে চাকরির প্রতিশ্রুতি দিয়ে শ্লীলতাহানির অভিযোগ

দখিনের সময় ডেস্ক: পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। রাজভবনে কর্মরত অস্থায়ী এক নারী কর্মচারী এই অভিযোগ এনেছেন। ইতিমধ্যেই কলকাতার হেয়ার...

রহস্যঘেরা মিল্টন সমাদ্দার, বের হচ্ছে ভয়ংকর সব তথ্য

দখিনের সময় ডেস্ক: মানবিক মুখোশের আড়ালে ভয়ংকর সব অপকর্মের অভিযোগ ওঠায় মিল্টন সমাদ্দারকে ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। অসহায় মানুষকে আশ্রয় দেওয়ার নামে তাদের অঙ্গপ্রত্যঙ্গ বিক্রি...

ইন্টারনেট ছাড়াই হোয়াটসঅ্যাপে পাঠানো যাবে ছবি-ফাইল

দখিনের সময় ডেস্ক: বর্তমানে বিশ্বের জনপ্রিয় যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে অন্যতম মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। অনেকেই ব্যক্তিগত বা অফিসের প্রয়োজনীয় কাজে নিয়মিত এই প্ল্যাটফর্ম ব্যবহার করেন। প্রতিদিন...

Recent Comments