Home অন্যান্য নির্বাচিত খবর সংসারের ঘানি টানতে টানতে ক্লান্ত ৭৫ বছরের বৃদ্ধ,  দুই ছেলের আলাদা সংসার

সংসারের ঘানি টানতে টানতে ক্লান্ত ৭৫ বছরের বৃদ্ধ,  দুই ছেলের আলাদা সংসার

দখিনের সময় ডেস্ক:
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের বাসিন্দা ভ্যান মেকানিক মো. মস্তফা। বয়স ৭৫ বছর। ভারী কাজ করতে পারেন না। একদিনও বিশ্রাম নেয়ার সুযোগ নেই তার। কারণ তার আয়ের ওপর ভর করেই যে চলে পাঁচজনের সংসার। মস্তফা বলেন, সংসারের ঘানি টানতে টানতে আমি ক্লান্ত।
মো. মস্তফা ছোটবেলা থেকে বাবা নুর মোহাম্মাদের সঙ্গে বরিশালের কাউয়ার চর নামক স্থানে খেয়া পারাপার করে সংসার চালাতেন। বাবা মারা যাওয়ার পর খেয়া পারাপার করে সংসার চালাতে হিমশিম খেতে হয় মস্তফাকে। তাই কাজের খোঁজে লতাচাপলী এসে ভ্যান চালিয়ে সংসার চালান মস্তফা। তার বড় ছেলে লিটন মাহিন্দ্রাচালক। ছোট ছেলে রিপন থাকেন অন্যের ট্রলারে। তাদের দুজনেরই আলাদা সংসার। স্বামীর সঙ্গে মেয়ে রুমার ছাড়াছাড়ি হয় ১২ বছর আগে। এরপর থেকে দুই সন্তান নিয়ে বাবার পরিবারেই আছের রুমা। তাই স্ত্রী, মেয়ে ও তার দুই সন্তানসহ ৫ সদস্যের পরিবার মস্তফার।
কিন্তু কিছুই করার নেই। ৫টি মানুষের খাবার আমাকে প্রতিদিন জোগাড় করতে হয়। এখন আর আগের মতো ভ্যান চালাতে পারি না। তাই স্থানীয় আলীপুর বাজারে মেকানিকের কাজ করি। কিন্তু বাড়ি বাজার থেকে বেশ দূরে হওয়ায় দুপুরে খেতে হয় হোটেলে। প্রতিদিন ১০ টাকার ভাত আর ২০ টাকার সবজি বা ডিম। অবশিষ্ট যা থাকে তা দিয়েই কোনোরকমে চলে সংসার। তিনি আরও বলেন, বয়স এখন ৭৫। শরীর আর কুলোয় না। কিন্তু তবুও ভিক্ষা করি না। এছাড়া আগের এখন আর মতো ভ্যান নেই। এখন সব মোটর দিয়ে চলে। কিন্তু আমি মোটরের কাজ জানি না, তাই বেশি আয়ও করতে পারি না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

সময়মতো ব্যবস্থা নেয়া হবে: ওবায়দুল কাদের

দখিনের সময় ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, উপজেলা নির্বাচনে মন্ত্রী-এমপিদের যেসব আত্মীয়-স্বজন প্রার্থিতা প্রত্যাহার করেননি, তাদের ব্যাপারে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে। তিনি...

কাদের ভাইর পরামর্শ রাখিনি

কাদের ভাই না পাল্টানোর বিষয়ে অনেক ঘটনা আমার স্মৃতিতে আছে। একটি বলি। গত মেয়াদের প্রথম দিকে সুপারসনিক গতিতে চলছে সরকার। কাদের ভাই যোগাযোগমন্ত্রী। তার...

উপজেলা নির্বাচনের ২৬ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

দখিনের সময় ডেস্ক: উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচনে সাতজন চেয়ারম্যান, নয়জন ভাইস চেয়ারম্যান এবং ১০ জন মহিলা ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। এই সংখ্যা...

বাউফলে পুলিশ সদস্যর মৃত্যু

নয়ন সিকদার, বাউফল থেকে: পটুয়াখালীর বাউফলে হার্ট অ্যাটাকে মো. শাহআলম খান (৫৮) নামের এক পুলিশ সদস্যর মৃত্যু হয়েছে। তিনি রাজধাণীর গুলশানে পুলিশের গোয়েন্দা শাখায় কর্মরত...

Recent Comments