Home অন্যান্য রাস্তায় সমাবেশ করতে দেওয়া হবে না: ডিএমপি কমিশনার

রাস্তায় সমাবেশ করতে দেওয়া হবে না: ডিএমপি কমিশনার

দখিনের সময় ডেস্ক
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, ‘সভা-সমাবেশ বিএনপির রাজনৈতিক অধিকার। জনসভা করতে চাইলে বিএনপিকে কোনো মাঠেই যেতে হবে, রাস্তায় কোনো সমাবেশ করতে দেওয়া হবে না। অনুমতির বাইরে অন্য কোথাও সমাবেশ করার চেষ্টা করলে পুলিশ আইন অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা নেব।’
তিনি বলেন, ‘সোহরাওয়ার্দী উদ্যান বা ঢাকার কোনো উন্মুক্ত স্থানেই সমাবেশ করতে হবে। মিরপুরের কালসি, টঙ্গি বিশ্ব ইজতেমার মাঠ অথবা পূর্বাচলের বাণিজ্য মেলার মাঠে বিএনপি চাইলে সমাবেশ করতে পারবে। সেক্ষেত্রে পুলিশ তাদের সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা করবে।’ আজ বুধবার বিকেল ৫টার দিকে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, ‘কয়েকদিন আগে বিএনপির কিছু নেতাকর্মী আমার কাছে এসে একটি আবেদন করেন। ওনারা পল্টন সমাবেশ করবেন। পরে গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারি বিএনপি ঢাকায় ১০ লাখের লোকের সমাবেশ করবে। এরপর আমি বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে বলি। কিন্তু ওনারা (বিএনপি) রাস্তাঘাটে সমাবেশ করতে চাইছে। এখন ওনারা সারাদেশ থেকে ১০ লাখ লোক আনবে। এর মধ্যে ৫০ হাজার লোক পল্টনে জায়গা দিতে পারবেন, বাকি সাড়ে নয় লাখ লোকের কী ব্যবস্থা ওনারা করবেন? ’
নয়াপল্টনে পুলিশ-বিএনপির সংঘর্ষের বিষয়ে এক প্রশ্নের জবাবে ঢাকা মহানগরের এই পুলিশ প্রধান বলেন, ‘আজকে তাদের কোনো রাজনৈতিক কর্মসূচি ছিল না। কিন্তু তারা রাস্তাঘাট বন্ধ করে পল্টনে অবস্থান করছিল। তখন পুলিশ তাদের রাস্তা থেকে সরিয়ে দেয়।’ সংঘর্ষের ঘটনায় হতাহতের বিষয়ে জানতে চাইলে গোলাম ফারুক বলেন, ‘এমন কোনো তথ্য আমার জানা নেই।’
পাড়া-মহল্লায় ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীদের পাহারা বসানোর বিষয়ে এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, ‘যুবলীগ বা ছাত্রলীগ কোথায় পাহারা বসিয়েছে আমার জানা নেই। তবে তাদের রাজনৈতিক কোনো কর্মসূচি থাকতে পারে।’ রাজধানীতে প্রবেশের পথ গাবতলী, আব্দুল্লাহপুর এবং যাত্রাবাড়ী এলাকায় পুলিশ তল্লাশি চৌকি বসানো নিয়ে অপর এক প্রশ্নের জবাবে গোলাম ফারুক বলেন, ‘১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, ১৬ ডিসেম্বর বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর খৃস্টান ধর্মাবলম্বীদের বড়দিন রয়েছে। এসব কথা মাথায় রেখেই রাজধানীতে বিশেষ অভিযান চলছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

নারী এবং পুরুষ উভয়েই স্তন ক্যান্সারে আক্রান্ত হতে পারে

দখিনের সময় ডেস্ক: নারী এবং পুরুষ উভয়েই স্তন ক্যান্সারে আক্রান্ত হতে পারে, পুরুষের স্তন ক্যান্সার অনেকাংশে বিরল। নারীদের মধ্যে প্রতি ৪ জন ক্যান্সার আক্রান্তের অন্তত...

পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত

দখিনের সময় ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনের সব ব্যাংক হিসাবের লেনদেন স্থগিতের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সূচনা ফাউন্ডেশনের...

হিজবুল্লাহর হামলায় পিছু হটলো ইসরায়েলি বাহিনী

দখিনের সময় ডেস্ক: লেবাননে হিজবুল্লাহর হামলায় পিছু হটতে বাধ্য হয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। তায়ার নামক অঞ্চলের আল-বায়াদায় ইসরায়েলি ট্যাংক লক্ষ্য করে বেশ কয়েকটি মিসাইল ছোড়ে...

সাংবাদিক মুনির হোসেনের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ

দখিনের সময় ডেস্ক:  ঐতিহ্যবাহী বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক মুনির হোসেনের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৬ সালের ২৫ নভেম্বর আজকের এই দিনে দুনিয়ার মায়া কাটিয়ে...

Recent Comments