Home শীর্ষ খবর বিএনপির গণসমাবেশ শুরু শনিবার সকাল ১১টায়

বিএনপির গণসমাবেশ শুরু শনিবার সকাল ১১টায়

দখিনের সময় ডেস্ক:
রাজধানীর গোলাপবাগ মাঠে আগামীকাল শনিবার(১০ ডিসেম্বর) সকাল ১১টায় বিএনপির গণসমাবেশ শুরু হবে। আজ শুক্রবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. খন্দকার মোশাররফ হোসেন। তার আগে সেখানে দলটির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।
যুগপৎ আন্দোলনে রাজি দলগুলোকে যার যার অবস্থান থেকে সমাবেশকে সমর্থন জানানোর জন্য আহ্বান জানান ড. খন্দকার মোশাররফ হোসেন। এ সময় তিনি ঢাকাবাসীসহ সবাইকে সমাবেশে অংশ নেয়ার আহবান জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. খন্দকার মোশাররফ হোসেন বলেন, নভেম্বরের মাঝামাঝি সময়ে দলীয় কার্যালয়ের সামনে নয়াপল্টন সড়কে ঢাকা বিভাগীয় গণমাবেশের অনুমতি চেয়ে চিঠি দেওয়া সত্ত্বেও তা নিয়ে এখন গড়িমসি করে। আমরা না চাওয়া সত্ত্বেও অযাচিতভাবে ও স্বপ্রণোদিত হয়ে পুলিশ সোহরাওয়ার্দী উদ্যানে নজিরবিহীনভাবে ২৬ শর্তে গণমাবেশের অনুমতি দিয়েছিল। যা অনিবার্য ও যুক্তিসঙ্গত কারণে আমরা প্রত্যাখ্যান করে আলোচনার মাধ্যমে তৃতীয় কোনো উপযুক্ত স্থানে সভার অনুমতি দেওয়ার যে অনুরোধথ করেছি তা দিতে গড়িমসি করা হচ্ছে।
ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, আজ দুপুরে আমাদের একটি প্রতিনিধিদল ডিএমপি কমিশনার বরাবর গোলাপবাগ মাঠে ঢাকা বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠানের জন্য পত্র প্রেরণ করে। কিছুক্ষণ আগে আমাদের চাহিদা মোতাবেক গোলাপবাগ মাঠে ঢাকা বিভাগীয় সমাবেশ করতে পুলিশ সম্মতি দেয়। অতএব, আগামীকাল শনিবার ঢাকা মহানগীরর গোলাপবাগ মাঠে সমাবেশ অনুষ্ঠিত হবে।
বিএনপি স্থায়ী কমিটির এ সদস্য বলেন, আমরা তীব্র ক্ষোভের সঙ্গে লক্ষ করছি যে, সরকারি বাহিনীসমূহ ও সরকারি দলের সন্ত্রাসীরা গত প্রায় ১৫ দিন যাবত প্রকাশ্যে হুমকি দিয়ে সমাবেশ বানচালের জন্য গোটা ঢাকা মহানগর ও ঢাকা বিভাগসহ সব বিভাগের সব উপজেলা, জেলা ও মহানগরে মহড়া দিচ্ছে। তাদের এসব অগণতান্ত্রিক সন্ত্রাসী কার্যক্রম পুলিশের সামনেই ও সমর্থনে চলছে।
ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমরা শান্তিপূর্ণভাবে নয়টি বিভাগে সমাবেশ করেছি। সরকারের সব বাধা উপেক্ষা করে এসব সমাবেশে জনগণের ঢল নেমেছে। আমাদের অনেক নেতাকর্মীকে হত্যা, নির্যাতন করা হয়েছে, মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার ও হয়রানি করা হয়েছে। আমরা ধৈর্য ধরে গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে চেয়েছি, কিন্তু সরকার মনে হয় সরকার অন্য কিছু চায়। তিনি বলেন, জনগণের দ্বারা নির্বাচিত নয় বলে তারা (সরকার) জনগণের দাবি অগ্রাহ্য করার চেষ্টা করছে। তাদের এই অপচেষ্টা সফল হবে না। জনগণের আন্দোলনের সামনে সব স্বৈরাচারকেই নতি স্বীকার করতে হয়। বর্তমান ক্ষমতাসীন সরকারকেও করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

চীনে অ্যাপ স্টোর থেকে হোয়াটসঅ্যাপ সরিয়ে নিল অ্যাপল

দখিনের সময় ডেস্ক: মার্কিন টেক জায়ান্ট অ্যাপল সম্প্রতি তাদের নিজস্ব অ্যাপ্লিকেশন ডাউনলোড সাইট অ্যাপ স্টোর থেকে মেটার মালিকানাধীন দুটি জনপ্রিয় প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ এবং থ্রেডস অ্যাপ...

ফ্রিতে এআই ব্যবহার করে ছবি-ভিডিও এডিট করবেন যেভাবে

দখিনের সময় ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি বেশ দাপটের সাথে রাজত্ব করেছে প্রযুক্তিবিশ্বে। যেকোনো জায়গায় যেকোনো কাজে মানুষের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে এই...

অনলাইনে বিজ্ঞাপন দেখে বিনিয়োগের কথা ভাবছেন? সাবধান হোন এখনই

দখিনের সময় ডেস্ক: যদিও বর্তমানে বিভিন্ন ভাবে মানুষকে অনলাইন প্রতারণার সম্পর্কে সচেতন করা হচ্ছে। তবুও প্রায়ই দেশজুড়ে হাজার হাজার ব্যক্তি অনবরত এই অনলাইন স্ক্যামের ফাঁদে...

তীব্র গরমে এসি ছাড়াই ঘর ঠান্ডা রাখতে পারেন যেসব উপায়ে

দখিনের সময় ডেস্ক: তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত। হিট অ্যালার্ট জারি হচ্ছে। এ অবস্থায় ঘরে ফিরেও স্বস্তি মিলছে না। একটু শীতলতার খোঁজে মানুষ। যাদের ঘরে এসি...

Recent Comments