Home অন্যান্য অপরাধ ও দূর্নীতি পলিপাসের অস্ত্রোপচারে প্রকৌশলীর মৃত্যু, চিকিৎসক পলাতক

পলিপাসের অস্ত্রোপচারে প্রকৌশলীর মৃত্যু, চিকিৎসক পলাতক

দখিনের সময় ডেস্ক:
পাবনা শহরের একটি বেসরকারি হাসপাতালে নাকের পলিপাসের অস্ত্রোপচারে ভুল চিকিৎসায় সিরাজুল ইসলাম (৩০) নামে এক টেক্সটাইল প্রকৌশলীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে পাবনার বীণাবাণী হলের সামনের গোপালপুরের লাহিড়ী পাড়ার ডিজিটাল হাসপাতালে সিরাজুল ইসলামের মৃত্যু হয়। তিনি পাবনার ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের তিলকপুর গ্রামের মৃত আতিয়ার রহমানের ছেলে। তিনি হা-মীম গ্রুপের হা-মীম স্পিনিং মিলে প্রোডাকশন অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তার দুই বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।
সিরাজুল ইসলামের স্বজনরা অভিযোগ করেন, এক সপ্তাহ আগে সদর থানা সংলগ্ন ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মো. হারুন-অর-রশিদের চেম্বারে চিকিৎসা নেন সিরাজুল। সে সময় ডা. হারুন-অর-রশিদ তাকে লাহিড়ী পাড়ার ডিজিটাল হাসপাতালে অস্ত্রোপচারের পরামর্শ দেন। তার পরামর্শে সিরাজুল তিন দিনের ছুটি নিয়ে গত মঙ্গলবার (৬ ডিসেম্বর) ঢাকা থেকে পাবনায় আসেন। পরে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে ডা. মো. হারুন-অর-রশিদ ও পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক সহযোগী অধ্যাপক (অ্যানেস্থেসিয়া) ডা. শামসুল হকের তত্ত্বাবধানে ডিজিটাল হাসপাতালে তার নাকের পলিপাসের অস্ত্রোপচার সম্পন্ন হয়।
অস্ত্রোপচার শেষে চিকিৎসকরা চলে যাওয়ার পরপরই রোগীর অবস্থার অবনতি হতে থাকে। এ সময় বার বার চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষকে ডাকাডাকি করলেও তারা গুরুত্ব দেয়নি। একপর্যায়ে সন্ধ্যা ৭টার দিকে স্বজনদের আহাজারিতে চিকিৎসক ও হাসপাতালের ম্যানেজার এসে দেখেন রোগীর মৃত্যু হয়েছে। অবস্থা বেগতিক দেখে ডা. মো. হারুন-অর-রশিদ, ডা. শামসুল হক এবং হাসপাতালের ম্যানেজারসহ কর্তৃপক্ষ পালিয়ে যান। পরে স্বজনরা ৯৯৯- এ ফোন দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

সরকার অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা

দখিনের সময় ডেস্ক: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশের অন্তর্র্বতীকালীন সরকার জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের...

গাজা-লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে  ৪৪ হাজার

দখিনের সময়  ডেস্কঃ গাজা-লেবাননে অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজায় প্রাণ গেছে ৮৮ ফিলিস্তিনির। খবর...

রয়্যাল এনফিল্ডের বৈদ্যুতিক বাইক আসছে

দখিনের সময় ডেস্ক: বৈদ্যুতিক বাইকের বাজারে ইতোমধ্যেই পা রেখেছে রিভল্ট এবং ওলা। ওলার বাইক বাজারে না এলেও আকর্ষণীয় ডিজাইনের সঙ্গে কম জ্বালানি খরচ নজর কেড়েছে...

দুধের বিকল্প হিসেবে যা খেতে পারেন

দখিনের সময় ডেস্ক: উদ্ভিদ-ভিত্তিক দুধ বর্তমানে জনপ্রিয় হতে শুরু করেছে। এটি বাদাম, ওট, নারিকেল বা মটরশুঁটি যাই হোক না কেন, দুধের এই বিকল্পগুলো স্বাস্থ্যকর ডায়েট...

Recent Comments