দখিনের সময় ডেক্স:
দেশে শিশুবক্তা হিসেবে পরিচিত রফিকুল ইসলাম মাদানীকে নেত্রকোনা থেকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)। আজ (৭ এপ্রিল) দুপুরে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উয়িংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করেছেন। খন্দকার আল মঈন জানান, রাষ্ট্রবিরোধী উসকানিমূলক ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে রফিকুল ইসলাম মাদানীকে আটক করা হয়েছে।
এদিকে র্যাবের হাতে আটক হওয়া ‘শিশুবক্তা’ নামে পরিচিত মাওলানা রফিকুল ইসলাম মাদানীর মুক্তি দাবি করেছেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। বুধবার (৭ এপ্রিল) দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে তিনি এ দাবি করেন। মামুনুল হক লিখেছেন, মাওলানা রফিকুল ইসলাম মাদানী র্যাব-এর নিরাপত্তায় আছে মর্মে নিশ্চিত হয়েছি। অবিলম্বে তাঁর মুক্তি দাবি করছি।
উল্লেখ্য, এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে মতিঝিল এলাকায় বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনায় গত ২৫ মার্চ দুপুরে শিশুবক্তা রফিকুল ইসলামসহ ৩৩ জনকে আটক করে পুলিশ। পরে বিকেলে ওই শিশুবক্তাকে ছেড়ে দেওয়া হয়।