Home শীর্ষ খবর হেফাজতের হামলায় আহত আওয়ামী লীগ নেতার মৃত্যু

হেফাজতের হামলায় আহত আওয়ামী লীগ নেতার মৃত্যু

দখিনের সময় ডেক্স:

সোনারগাঁওয়ে মাওলানা মামুনুল হকের নারীসহ অবরুদ্ধের ঘটনার জের ধরে হেফাজতে ইসলামের কর্মীদের হামলায় আহত আওয়ামী লীগ নেতা মো. মুহিবুল্লাহ মারা গেছেন। চট্টগ্রাম নগররীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। নিহত মুহিবুল্লাহ রাঙ্গুনীয়া উপজেলার কোদালা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ছিলেন।

রাঙ্গুনীয়া থানার ওসি মাহবুব মিল্কী বলেন, আওয়ামী লীগ নেতা কর্মীদের উপর হামলার ঘটনায় পুলিশ ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আবদুল জব্বার পৃথক দুটি মামলা দায়ের করেছেন। এরই মধ্যে এ ঘটনায় চার জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদেরও গ্রেফতারের প্রচেষ্টা চলছে। ওসি বলেন, এ ঘটনায় একজন নিহত হওয়ায় হামলার মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হবে। এরই মধ্যে এ প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত ৩ এপ্রিল মামুনুল হক নারায়নগঞ্জের সোনারগাঁওয়ে অবরুদ্ধ হলে কোদালা এলাকায় মিছিল বের করে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। ওই মিছিল থেকে আওয়ামী লীগের নেতা কর্মীদের ওপর হামলা চালানো হয়। এ সময় আওয়ামী লীগ নেতা মুহিবুল্লাহসহ কমপক্ষে পাঁচজন আহত হন। মাথায় আঘাত পাওয়া মুহিবুল্লাকে নগরী একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে লাইফ সাপোর্টে রাখা হয়। মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় বিক্ষোভ মিছিলের নামে মারধর করে দাঙ্গা সৃষ্টি ও বিস্ফোরক আইনে পৃথক দু’টি মামলা হয়েছে রাঙ্গুনিয়া থানায়। মামলা দুটিতে হেফাজতে ইসলাম, বিএনপি-জামায়াতের কর্মী ও সমর্থক ৬৪ জন এজাহার নামীয় এবং অজ্ঞাতনামা ১৫০ জনসহ মোট ২১৪ জনকে আসামি করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

গাজা-লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে  ৪৪ হাজার

দখিনের সময়  ডেস্কঃ গাজা-লেবাননে অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজায় প্রাণ গেছে ৮৮ ফিলিস্তিনির। খবর...

রয়্যাল এনফিল্ডের বৈদ্যুতিক বাইক আসছে

দখিনের সময় ডেস্ক: বৈদ্যুতিক বাইকের বাজারে ইতোমধ্যেই পা রেখেছে রিভল্ট এবং ওলা। ওলার বাইক বাজারে না এলেও আকর্ষণীয় ডিজাইনের সঙ্গে কম জ্বালানি খরচ নজর কেড়েছে...

দুধের বিকল্প হিসেবে যা খেতে পারেন

দখিনের সময় ডেস্ক: উদ্ভিদ-ভিত্তিক দুধ বর্তমানে জনপ্রিয় হতে শুরু করেছে। এটি বাদাম, ওট, নারিকেল বা মটরশুঁটি যাই হোক না কেন, দুধের এই বিকল্পগুলো স্বাস্থ্যকর ডায়েট...

খালেদা জিয়ার সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র নেতাদের সাক্ষাৎ

দখিনের সময় ডেস্ক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষ্যে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠান...

Recent Comments