Home প্রযুক্তি কানাডায় যে কারণে বন্ধ হতে পারে ফেসবুকে সংবাদ শেয়ার

কানাডায় যে কারণে বন্ধ হতে পারে ফেসবুকে সংবাদ শেয়ার

দখিনের সময় ডেস্ক:
কানাডায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সংবাদ সংক্রান্ত কন্টেন্ট শেয়ার বন্ধ হতে পারে বলে সতর্ক করেছে প্ল্যাটফর্মটির মূল প্রতিষ্ঠান মেটা। সংবাদ প্রকাশকদের অর্থ প্রদান করতে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে বাধ্য করবে―এমন আইন নিয়ে উদ্বিগ্ন হওয়ায় এ সতর্কবার্তা দিয়েছে কম্পানিটি।
কানাডায় চলতি বছরের এপ্রিলে চালু হয়েছে অনলাইন সংবাদ আইন। এ আইনের মাধ্যমে ফেসবুক এবং গুগলের মতো প্ল্যাটফর্মগুলো সংবাদ প্রকাশকদের সাথে বাণিজ্যিক চুক্তির জন্য আলোচনা করতে এবং তাদের অর্থ প্রদান করতে বাধ্য হবে।
গত বছর অস্ট্রেলিয়ায়ও এ রকম একটি আইন পাস করা হয়েছে।
আইনটি বর্তমানে কানাডার একটি সংসদীয় কমিটিতে বিবেচনাধীন রয়েছে। তবে মার্কিন কম্পানি মেটা বলেছে, এ আইন নিয়ে মতামত জানানোর জন্য ফেসবুককে আমন্ত্রণ জানানো হয়নি। মেটা কানাডার মিডিয়া অংশীদারির প্রধান মার্ক ডিন্সডেল একটি ব্লগ পোস্টে বলেছেন, ‘আমরা বিশ্বাস করি অনলাইন সংবাদ আইনটি প্ল্যাটফর্ম এবং সংবাদ প্রকাশকদের সম্পর্ককে ভুলভাবে উপস্থাপন করে। আমরা সরকারকে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানাচ্ছি। ’
কানাডার ঐতিহ্য বিষয়ক মন্ত্রী পাবলো রদ্রিগেজ এ আইনের বিলটি উত্থাপন করেছিলেন। তিনি এক বিবৃতিতে বলেছেন যে সরকার ফেসবুকের সাথে ‘গঠনমূলক আলোচনা’ চালিয়ে যাচ্ছে। রদ্রিগেজ এক ই-মেইলে বলেছেন, ‘আমরা ফেসবুকের মতো টেক জায়ান্টদের গণমাধ্যমগুলোর সঙ্গে ন্যায্য চুক্তি করার জন্য বলেছি। যাতে তারা তাদের কাজ থেকে লাভবান হয়। ’
গুগল তার অস্ট্রেলিয়ান সার্চ ইঞ্জিন বন্ধ করার হুমকি দিয়েছিল এবং ফেসবুক অস্ট্রেলিয়ান অ্যাকাউন্ট থেকে এক সপ্তাহেরও বেশি সময়ের তৃতীয় পক্ষের সব কন্টেন্ট সরিয়ে ফেলেছিল। তবে আইনের ধারাবাহিক সংশোধনের প্রস্তাব দেওয়ার পর অবশেষে উভয়ই অস্ট্রেলিয়ান মিডিয়া সংস্থাগুলোর সাথে চুক্তি করে।
সূত্র : গ্যাজেটস নাউ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

মন খারাপের কথা শোনে ‘মাইন্ডি’

দখিনের সময় ডেস্ক: ‘মাইন্ডি’ নাম অনেকের কাছেই অপরিচিত হলেও, হাজারো তরুণের জন্য হতে পারে আশার আলো। তারা শুধু তরুণদের নিয়েই যে কাজ করেন এমনটি নয়।...

চিয়া সিড কি পেটের মেদ কমাতে পারে?

দখিনের সময় ডেস্ক: চিয়া সিড সুপারফুড হিসেবে পরিচিত। বিশেষ করে যারা পেটের মেদ ঝরাতে এবং ওজন নিয়ন্ত্রণে রাখতে চান তাদের জন্য এটি বেশ উপকারী হিসেবে...

খালেদা জিয়ার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

দখিনের সময় ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান। সোমবার (২৫ নভেম্বর) রাত ৮টার বিএনপির...

বরিশাল ডিসি কম্পাউন্ডে নোটিশ ছাড়াই অস্থায়ী দোকান উচ্ছেদ, বিপাকে ষ্ট্যাম্প বিক্রেতারা

দখিনের সময় ডেস্ক: বরিশাল জেলা প্রশাসন কম্পাউন্ডে থাকা ১০টি অস্থায়ী দোকান উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। এসব দোকানে ষ্ট্যাম্প ভেন্ডাররা ষ্ট্যাম্প বিক্রি করতো। এ দোকানগুলো কোর্ট...

Recent Comments