Home লাইফস্টাইল ত্বকের যত্নে গ্লিসারিন-ভ্যাসেলিন যেভাবে ব্যবহার করবেন

ত্বকের যত্নে গ্লিসারিন-ভ্যাসেলিন যেভাবে ব্যবহার করবেন

দখিনের সময় ডেস্ক:
শীতে ত্বক ফেটে যাওয়া থেকে রক্ষা করে গ্লিসারিন ও ভ্যাসেলিন। ত্বকের শুষ্কতা রোধে এখন তাই নিয়মিত গ্লিসারিন ও ভ্যাসেলিন ব্যবহার করতে হবে। শীতে ত্বকের আর্দ্রতা কমে নানা সমস্যা দেখা দিতে পারে। ঠোঁট ফেটে যাওয়া, ত্বক কালো হয়ে যাওয়া, অতিরিক্ত শুষ্কতা, হাতের কনুইয়ে চিড় ধরার মতো অনেক সমস্যায় দরকার ত্বকের বাড়তি যত্ন। ঠাণ্ডার ভয়ে অনেকে এ সময় পানি কম পান করেন। এতে শরীরে পানিশূন্যতা দেখা দেয়।
ত্বকের নিচেই আর্দ্রতা স্তর থাকে। পানির অভাবে এই স্তরে শুষ্কতা দেখা দেয়। পাশাপাশি তেলগ্রন্থিগুলো শুষ্কতার কারণে ঠিকমতো কাজ করতে পারে না। তখনই দরকার বাড়তি আর্দ্রতা। ভেতর থেকে আর্দ্রতা ধরে রাখতে পরিমাণমতো পানি পানের বিকল্প নেই। আর বাইরে থেকে ত্বক যাতে শুষ্ক না হয় এ জন্য গ্লিসারিন বা ভ্যাসেলিন ব্যবহার করতে হবে। গ্লিসারিন পরিবেশ থেকে পানি শোষণ করে। যার ফলে ত্বক আর্দ্র ও কোমল হয়। এ সময় গ্লিসারিন ব্যবহারের পাশাপাশি গ্লিসারিন মেশানো প্রসাধনী সামগ্রী ব্যবহার করলে আরো ভালো ফল পাওয়া যাবে। গ্লিসারিন ও ভ্যাসেলিন ত্বকের আর্দ্রতা ধরে রেখে ত্বক কোমল ও নরম করে। যাদের ত্বকের শুষ্কতা বেশি তাদের ঘন গ্লিসারিন ব্যবহার করা ভালো। আর ত্বকের শুষ্কতা কম হলে গ্লিসারিনে সামান্য গোলাপজল মিশিয়ে নিতে পারেন। শীতে ঠোঁট ফাটার প্রবণতাও বাড়ে। অনেকের ঠোঁট ফেটে রক্ত ঝরতেও দেখা যায়। শুধু তা-ই নয়, ঠোঁটের রং বদলে যায়, কালচে দেখায়। যত্ন না নিলে ঠোঁটে চর্মরোগও দেখা দিতে পারে। ঠোঁটে নিয়মিত গ্লিসারিন বা ভ্যাসেলিন ব্যবহার করলে এসব সমস্যা থেকে রেহাই মিলবে।
আমাদের শরীরের খোলা অংশের আর্দ্রতা বজায় রাখতে ভ্যাসেলিন ভালো কাজ করে। ভ্যাসেলিন ও জলপাই তেল মিশিয়ে ব্যবহার করলে উপকার পাওয়া যাবে। রাতে ঘুমানোর আগে হাত, পা ও মুখে ভ্যাসেলিন মেখে ঘুমালে ত্বকের আর্দ্রতা বজায় থাকবে। নিয়মিত ভ্যাসেলিনের ব্যবহার চোখের নিচের কালো দাগ, ভাজ বা রুক্ষতা দূর করবে। শীতে হাত-পা ফাটতে দেখা যায়। পা ফাটা রোধে প্রতিদিন ভ্যাসেলিন ব্যবহার করতে হবে। যাদের পা ফাটার প্রবণতা বেশি এবং পায়ের চামড়া বেশি পুরু তারা গ্লিসারিন ও ভ্যাসেলিন একসঙ্গে মিশিয়ে ব্যবহার করতে পারেন। আরো ভালো উপকার পেতে পায়ে ভ্যাসেলিন মেখে মোটা মোজা পরে রাতে ঘুমান। রাতারাতি পায়ের রুক্ষতা কেটে যাবে।
শীতে ঠাণ্ডা পানিতে কাজ করতে গিয়ে আমাদের হাতের ত্বক খুব নাজেহাল হয়ে পড়ে। শুষ্ক হয়ে যায়। এ জন্য প্রতিবার কাজ শেষে কোমল সাবান দিয়ে ভালোমতো হাত ধুয়ে নিতে হবে। এরপর আলতো করে শুকিয়ে হাতে ভ্যাসেলিন মেখে নিতে হবে। হাতের নখের চারপাশে কিউটিকল সমস্যার সমাধান পাবেন ভ্যাসেলিনে। ব্যাগে একটি ভ্যাসেলিন রাখুন। যাতে কাজের ফাঁকে কয়েকবার ঝটপট মাখা যায়।
শীতে হাত ও পায়ের সুরক্ষায় পেডিকিউর ও ম্যানিকিউর খুব উপকারী। প্রতিবার পেডিকিউর ও ম্যানিকিউর শেষে ভ্যাসেলিন মাখতে হবে। এতে আরো কোমল ও মসৃণ থাকবে ত্বক। প্রতিদিনের গোসল শেষে পুরো শরীরে ভ্যাসেলিন বা গ্লিসারিনের স্পর্শ বুলিয়ে দিতে পারেন। শীতেও সারা দিন সুন্দর থাকবে ত্বক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

নারী এবং পুরুষ উভয়েই স্তন ক্যান্সারে আক্রান্ত হতে পারে

দখিনের সময় ডেস্ক: নারী এবং পুরুষ উভয়েই স্তন ক্যান্সারে আক্রান্ত হতে পারে, পুরুষের স্তন ক্যান্সার অনেকাংশে বিরল। নারীদের মধ্যে প্রতি ৪ জন ক্যান্সার আক্রান্তের অন্তত...

পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত

দখিনের সময় ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনের সব ব্যাংক হিসাবের লেনদেন স্থগিতের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সূচনা ফাউন্ডেশনের...

হিজবুল্লাহর হামলায় পিছু হটলো ইসরায়েলি বাহিনী

দখিনের সময় ডেস্ক: লেবাননে হিজবুল্লাহর হামলায় পিছু হটতে বাধ্য হয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। তায়ার নামক অঞ্চলের আল-বায়াদায় ইসরায়েলি ট্যাংক লক্ষ্য করে বেশ কয়েকটি মিসাইল ছোড়ে...

সাংবাদিক মুনির হোসেনের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ

দখিনের সময় ডেস্ক:  ঐতিহ্যবাহী বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক মুনির হোসেনের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৬ সালের ২৫ নভেম্বর আজকের এই দিনে দুনিয়ার মায়া কাটিয়ে...

Recent Comments