Home প্রযুক্তি শীর্ষ তালিকায় খান একাডেমির অ্যাপ

শীর্ষ তালিকায় খান একাডেমির অ্যাপ

দখিনের সময় ডেস্ক:
২০২২ সালজুড়ে গুগল প্লে স্টোরের জনপ্রিয় অ্যাপের তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত সালমান খানের প্রতিষ্ঠিত খান একাডেমির অ্যাপ। যুক্তরাষ্ট্রভিত্তিক খান একাডেমি যেকোনো বয়সের শিক্ষার্থীদের অনলাইনে বিনা মূল্যে বিষয়ভিত্তিক শিক্ষা দিয়ে থাকে। আর তাই প্রতিষ্ঠানটির অ্যাপ এডুকেশন বিভাগে সেরা অ্যাপের স্বীকৃতি পেয়েছে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সংবাদভিত্তিক প্রযুক্তি ওয়েবসাইট অ্যান্ড্রয়েড পুলিশ এ তালিকা করেছে। তালিকায় ১৯টি বিভাগে দৈনন্দিন জীবনে জনপ্রিয় এবং প্রয়োজনীয় অ্যাপগুলো তুলে ধরা হয়েছে। অ্যান্ড্রয়েড পুলিশের তালিকায় থাকা সেরা অ্যাপগুলো দেখে নেওয়া যাক—
শিক্ষা বিভাগে খান একাডেমির পাশাপাশি ডুও লিংগো অ্যাপও নির্বাচিত হয়েছে। তালিকায় থাকা অন্য অ্যাপগুলো হলো শিল্প এবং নকশা বিভাগে স্কেচ বুক এবং ক্রিটা অ্যাপ। দুটি অ্যাপেই সহজে ছবি আঁকা এবং নকশা করা যায়। ব্যবহারপদ্ধতিও বেশ সহজ। ফলে ব্যবহারকারীরা নিজেদের ইচ্ছেমতো বিভিন্ন ব্রাশ, কলম বা পেনসিল দিয়ে ছবি আঁকা এবং নকশা করতে পারেন অ্যাপগুলোর সাহায্যে। স্বাস্থ্য এবং সুস্থতা বিভাগে সেরা হয়েছে স্ট্রাভা এবং মাইফিটনেসপল অ্যাপ। অ্যাপগুলোর মাধ্যমে ঘরে বসেই সঠিক নিয়মে বিভিন্ন ধরনের ব্যায়াম করা যায়। ফটোগ্রাফি বিভাগে সেরা হয়েছে সিম্পল গ্যালারি প্রো এবং স্ন্যাপসিড। দুটি অ্যাপই বিভিন্ন টুলের মাধ্যমে দ্রুত ছবি সম্পাদনার সুযোগ দিয়ে থাকে। ট্রাভেল অ্যান্ড লোকাল বিভাগে সেরা হয়েছে ট্রিপঅ্যাডভাইজার এবং গুগল ম্যাপস।
বুকস অ্যান্ড রেফারেন্স বিভাগে সেরা হয়েছে অ্যামাজন কিন্ডল এবং মুনপ্লাস রিডার প্রো, বিনোদন বিভাগে অনলাইট স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স এবং অ্যামাজনের গেমিং স্ট্রিমিং প্ল্যাটফর্ম টুইচ, হাউস অ্যান্ড হোম বিভাগে জিল্লো এবং প্ল্যান্ট, প্রোডাক্টিভিটি বিভাগে বিটওয়ার্ডেন পাসওয়ার্ড ম্যানেজার এবং গুগল ড্রাইভ, ব্যবসা বিভাগে জুম এবং স্ল্যাক, ফিন্যান্স বিভাগে অনলাইনভিত্তিক জনপ্রিয় অর্থ লেনদেন (পেমেন্ট) ব্যবস্থা পেপ্যাল এবং গুডবাজেট অ্যাপ।
তালিকায় থাকা অন্য অ্যাপগুলো হলো ভিডিও প্লেয়ার বিভাগে ইউটিউব এবং এমএক্স প্লেয়ার প্রো, ম্যাপস অ্যান্ড নেভিগেশন বিভাগে উবার, সোশ্যাল বিভাগে টুইটারের প্রতিদ্বন্দ্বী মাস্টোডন এবং সিন্ক ফর রেডিট, আবহাওয়া বিভাগে টুডে ওয়েদার এবং মাই রাডার, যোগাযোগ বিভাগে টেলিগ্রাম, টর ব্রাউজার এবং স্যামসাং ইন্টারনেট ব্রাউজার, খাদ্য ও পানীয় বিভাগে ডোরড্যাশ এবং ওপেন টেবিল, সংগীত ও অডিও বিভাগে স্পটিফাই, এফএল স্টুডিও মোবাইল, পাওয়ারঅ্যাম্প মিউজিক প্লেয়ার এবং সাজেম, টুলস বিভাগে টাস্কার, টুইলিও অথি এবং ট্রেইল সেন্স।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

মন খারাপের কথা শোনে ‘মাইন্ডি’

দখিনের সময় ডেস্ক: ‘মাইন্ডি’ নাম অনেকের কাছেই অপরিচিত হলেও, হাজারো তরুণের জন্য হতে পারে আশার আলো। তারা শুধু তরুণদের নিয়েই যে কাজ করেন এমনটি নয়।...

চিয়া সিড কি পেটের মেদ কমাতে পারে?

দখিনের সময় ডেস্ক: চিয়া সিড সুপারফুড হিসেবে পরিচিত। বিশেষ করে যারা পেটের মেদ ঝরাতে এবং ওজন নিয়ন্ত্রণে রাখতে চান তাদের জন্য এটি বেশ উপকারী হিসেবে...

খালেদা জিয়ার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

দখিনের সময় ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান। সোমবার (২৫ নভেম্বর) রাত ৮টার বিএনপির...

বরিশাল ডিসি কম্পাউন্ডে নোটিশ ছাড়াই অস্থায়ী দোকান উচ্ছেদ, বিপাকে ষ্ট্যাম্প বিক্রেতারা

দখিনের সময় ডেস্ক: বরিশাল জেলা প্রশাসন কম্পাউন্ডে থাকা ১০টি অস্থায়ী দোকান উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। এসব দোকানে ষ্ট্যাম্প ভেন্ডাররা ষ্ট্যাম্প বিক্রি করতো। এ দোকানগুলো কোর্ট...

Recent Comments