Home শীর্ষ খবর শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো যুক্তরাষ্ট্র, লাখ লাখ মানুষ বিদ্যুৎবিহীন

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো যুক্তরাষ্ট্র, লাখ লাখ মানুষ বিদ্যুৎবিহীন

দখিনের সময় ডেস্ক:
যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ায় ৬ দশমিক ৪ মাত্রার এক ভূমিকম্পের পর থেকে সেই রাজ্যের লাখ লাখ মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন। দেশটির ভূতত্ত্ব গবেষণা সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভের এক বিবৃতিতে বলা হয়েছে, মঙ্গলবার ভোরের দিকে ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলীয় জেলা হামবোল্টের ফার্নডেল শহরের ৭ দশমিক ৪ মাইল দক্ষিণপশ্চিমে ছিল ভূমিকম্পটির কেন্দ্রস্থল। খবর এএফপির।
ভূমিকম্পের জেরে ফার্নডেলের একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে আগ্নিকাণ্ড হয়েছে। এছাড়া ফার্নডেল, নিকটবর্তী শহর ইউরেকাসহ হামবোল্টের বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা তছনছ হয়ে গেছে। যোগাযোগ ব্যবস্থারও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া ভূমি কম্পের কারনে বাসভবন ভেঙে পড়ায় ফার্নডেলে ২ জন আহত হয়েছেন বলেও জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে হামবোল্টের অন্তত ৩ হাজার ৫০০ বাসিন্দা ভূমিকম্পকালীন পরিস্থিতির বর্ননা করেছেন। তাদের মধ্যে একজন জিমি এল্লের এক টুইটবার্তায় বলেন, ‘এটা একটা উন্মাদ ভূমিকম্প ছিল। আমরা টানা ১৫ থেকে ২০ সেকেন্ড কম্পন অনুভব করেছি।’
এদিকে, ভূমিকম্পে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার সমূহ ক্ষয়ক্ষতি হওয়া হামবোল্ট জেলার লাখ লাখ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের পর ফার্নডেল, ইউরেকা ও হামবোল্টের ৭২ হাজারেরও বেশি ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাণিজ্যিক কেন্দ্রের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ক্যাডার বহির্ভূতদের এক-তৃতীয়াংশ পদ সংরক্ষণ নিয়ে কমিটি গঠন

দখিনের সময় ডেস্ক বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের জন্য সহকারী সচিব/সিনিয়র সহকারী সচিব/উপসচিব/যুগ্মসচিব-এর নতুন সৃষ্ট পদের এক-তৃতীয়াংশ হিসাবে ক্যাডার বহির্ভূতদের জন্য সংরক্ষণের বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করার লক্ষ্যে কমিটি গঠন...

শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট অনুড়া কুমারা দিশানায়েকে

দখিনের সময় ডেস্ক: শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয়বারের মতো ভোট গণনায় জনতা বিমুক্তি পেরামুনা (জেভিপি) দলের নেতা ও ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) জোটের প্রার্থী অনুড়া দিশনায়েকে...

সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম গ্রেপ্তার

দখিনের সময় ডেস্ক: সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামিমকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বরিশাল- ৫ আসনের সংসদ সদস্য ছিলেন। রোববার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর...

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ৯২৬

দখিনের সময় ডেস্ক: বর্ষা মৌসুম শুরুর পর থেকেই এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্তের হার বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে মৃত্যুর ঘটনাও।গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬...

Recent Comments