Home খেলাধূলা ব্যাটিং ব্যর্থতায় প্রথম দিন শেষ বাংলাদেশের

ব্যাটিং ব্যর্থতায় প্রথম দিন শেষ বাংলাদেশের

দখিনের সময় ডেস্ক:
ভারতের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নেমে ভালো কিছু করতে পারেনি বাংলাদেশ। মুমিনুল হকের দারুণ ব্যাটিংয়ের পরও অন্যদের ব্যর্থতায় সবকটি উইকেট হারিয়ে ২২৭ রান করে টাইগাররা। জবাবে দিন শেষে বিনা উইকেটে ১৯ রান করেছে ভারত। এখনও তারা ২০৮ রানে পিছিয়ে রয়েছে। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে খেলতে নামে দুদল। বাংলাদেশ সময় সকাল সাড়ে নয়টায় ম্যাচটি শুরু হয়। যেখানে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।
প্রথমে ব্যাটিং পাওয়া টাইগাররা উদ্বোধনী জুটিতে ৩৯ রান তোলে। তবে পর পর দুই ওভারে বাংলাদেশের দুই ওপেনার বিদায় নিয়েছেন। প্রথম টেস্টে অভিষেক সেঞ্চুরি করা জাকির হাসানকে লোকেল রাহুলের ক্যাচে ফেরান জয়দেব উনাদকাট। ১৫তম ওভারের শেষ বলে দলীয় ৩৯ রানে মাথায় ১৫ রান করে মাঠ ছাড়েন জাকির। পরের ওভারের পঞ্চম বলে রবীচন্দ্রন অশ্বিনের বলে এলবি হয়ে ফেরেন ২৪ রান করা নাজমুল হোসেন শান্ত।
লাঞ্চের পর প্রথম বলেই অধিনায়ক সাকিব আল হাসানকে হারায় বাংলাদেশ। উমেশ যাদবের বলে ব্যক্তিগত ১৬ রানে চেতশ্বর পুজারাকে ক্যাচ দেন তিনি। তবে এরপর মুমিনুল হক ও মুশফিকুর রহিম জুটি দলকে শতক এনে দেন। দলীয় ১৩০ রানের মাথায় জয়দেব উনাদকাটের বলে উইকেটরক্ষক ঋশভ পন্থকে ক্যাচ দেন মুশফিকুর রহিম। ২৬ রান করেন তিনি। চতুর্থ উইকেটে ৪৮ রান তোলেন মুশফিক-মুমিনল হক। রবীচন্দ্রন অশ্বিনের বলে ব্যক্তিগত ২৫ রানে লোকেশ রাহুলকে ক্যাচ দেন লিটন দাস। তিনি ২৬ বলে ২টি চার ও ১টি ছক্কায় এই রান করেন। পঞ্চম উইকেটে মুমিনুল হক ও লিটন ৪২ রান করেছিলেন।
এরপর মুমিনুল হকের ব্যাটিং দৃঢ়তায় ৬৫তম ওভারে দলীয় ২০০ রান পার করে টাইগাররা। তবে অন্যদের আসা-যাওয়ার মিছিলে নিজের সেঞ্চুরি আর পাওয়া হয়নি মুমিনুলের। যদিও ১৬তম ফিফটি করা এই বাঁহাতি ব্যক্তিগত ৮৪ রানে অশ্বিনের শিকার হন। তিনি ১৫৭ বলে ১২টি চার ও একটি ছক্কা হাঁকান। শেষ দিকে নুরুল হাসান (৬) ও তাসকিন আহমেদরা বেশিক্ষণ টিকতে পারেননি।
ভারতীয় বোলারদের মধ্যে ৪টি করে উইকেট পান উমেশ যাদব ও অশ্বিন। দীর্ঘ দিন পর টেস্টে ফেরা উনাদকাট ২ উইকেট দখল করেন। জবাবে প্রথম ইনিংসে ভারত ব্যাটিংয়ে নেমে লোকেশ রাহুল ও শুভমন গিলের দৃঢ়তায় দিন শেষে ১৯ রান করেছে। রাহুল ৩ ও গিল ১৪ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন। বাংলাদেশ একাদশে ফিরেছেন মুমিনুল হক ও তাসকিন আহমেদ। তবে বাদ পড়েছেন ইয়াসির আলী ও এবাদত হোসেন।
বাংলাদেশ: নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, মুমিনুল হক, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস, নুরুল হাসান (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, তাসকিন আহমেদ।
ভারত: লোকেশ রাহুল (অধিনায়ক), শুভমন গিল, চেতশ্বর পুজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ঋশভ পন্থ (উইকেটরক্ষক), রবীচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, জয়দেব উনাদকাট, উমেশ যাদব, মোহাম্মদ সিরাজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

চীনের সবচেয়ে ধনী টিকটকের প্রতিষ্ঠাতা ঝাং ইমিং

দখিনের সময় ডেস্ক: টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সের প্রতিষ্ঠাতা ঝাং ইমিং (৪১) চীনের সবচেয়ে ধনী ব্যক্তির তালিকার শীর্ষ স্থান দখল করেছেন। বর্তমানে তার ব্যক্তিগত সম্পদের পরিমাণ...

প্রতিদিন ডিম খাওয়া কি হার্টের জন্য ভালো?

দখিনের সময় ডেস্ক: প্রোটিন সমৃদ্ধ ডিমকে সবচেয়ে উপকারী এবং পুষ্টিকর খাবার হিসেবে বিবেচনা করা হয়। এটি যুগ যুগ ধরে মানুষের দৈনন্দিন খাদ্যতালিকায় যুক্ত রয়েছে। ডিম...

মানবাধিকার কর্মী মিনা ফারাহকে জামায়াত আমিরের ফোন

দখিনের সময় ডেস্ক: বিশিষ্ট কলামিস্ট, অনলাইন এক্টিভিস্ট ও মানবাধিকারকর্মী মিনা ফারাহকে ফোন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সময় তিনি বাংলাদেশের কঠিন...

পঞ্চগড়ে চা খামারিদের ক্ষমতায়নে ইউসিবির কর্মশালা

দখিনের সময় ডেস্ক: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) সম্প্রতি পঞ্চগড় জেলার চা খামারিদের জন্য একটি কর্মশালা আয়োজন করেছে। চা শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিক-কর্মচারীদের মধ্যে আর্থিক...

Recent Comments