Home প্রযুক্তি বৈদ্যুতিক বাইক বাজারে, খরচ প্রতি কিলোমিটারে ১০-১৫ পয়সা

বৈদ্যুতিক বাইক বাজারে, খরচ প্রতি কিলোমিটারে ১০-১৫ পয়সা

দখিনের সময় ডেস্ক:
ওয়ালটনের বৈদ্যুতিক (ইলেকট্রিক) বাইক তাকিওনের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। ফলে প্রচলিত জ্বালানিচালিত মোটরসাইকেলের মতো বিআরটিএর নিবন্ধন নিয়ে বাংলাদেশের সড়কে চলতে পারবে ই-বাইকটি। এই বাইকে প্রতি কিলোমিটার দূরত্ব পাড়ি দিতে খরচ পড়বে মাত্র ১০–১৫ পয়সা।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, ওয়ালটন তাকিওন নামের ই-বাইক বাজারজাত করছে। প্রচলিত পেট্রল-অকটেনচালিত বাইকের মতো ওয়ালটনের ই-বাইক ২ কিংবা ১০ বছরের জন্য বিআরটিএর নিবন্ধন করা যাবে।
ওয়ালটনের কম্পিউটার পণ্য ও তাকিওন ইলেকট্রিক বাইকের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা তৌহিদুর রহমান জানান, তাকিওন ১.০০ মডেলের ইলেকট্রিক বাইকে রয়েছে শক্তিশালী ব্রাশলেস ডিসি মোটর, যার সর্বোচ্চ ক্ষমতা ১.৫ কিলোওয়াট। এতে ব্যবহৃত হয়েছে নতুন প্রযুক্তির গ্রাফিন বেজড ব্যাটারি, যার ধারণক্ষমতা ১.৬ কিলোওয়াট-ঘণ্টা। একবার চার্জে বাইকটি ৭০ কিলোমিটার পথ পাড়ি দেবে। বাইকটির সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ৫০ কিলোমিটার।
নতুন প্রযুক্তির পরিবেশবান্ধব গ্রাফিন বেজড ব্যাটারিটি ৬০০-৮০০ সাইকেলের, যা নিশ্চিন্তে ৩ বছর ব্যবহার করা যাবে। বাইকটিতে রয়েছে বহনযোগ্য চার্জার। বাসাবাড়িতে ব্যবহৃত ২২০ ভোল্টের বৈদ্যুতিক লাইন থেকেই এই ই-বাইকে চার্জ দেওয়া যায়। বাইকটির দুটি চাকায় ব্যবহৃত হয়েছে হাইড্রোলিক ডিস্ক ব্রেক ও টিউবলেস টায়ার। রয়েছে এলসিডি স্পিডোমিটার ও এলইডি লাইটিং। জীবাশ্ম জ্বালানির ব্যবহার রোধের মাধ্যমে পরিবেশের সুরক্ষা এবং কম খরচে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ই-বাইক তৈরি ও বাজারজাত করছে ওয়ালটন। প্রতিষ্ঠানটির নির্ধারিত সার্ভিস পয়েন্ট থেকে তাকিওন ইলেকট্রিক বাইকে দুই বছর পর্যন্ত বিনা মূল্যে বিক্রয়োত্তর সেবা পাওয়া যাবে।
একটি ১০০ সিসির জ্বালানিচালিত বাইক ১ লিটার তেলে ৫০ থেকে ৬০ কিলোমিটার পথ অতিক্রম করতে পারে। ফলে প্রতি কিলোমিটারে খরচ পড়ে দুই টাকা বা তার বেশি। অন্যদিকে তাকিওন ই-বাইক একবার চার্জে চলে ৭০ কিলোমিটার পর্যন্ত। এতে প্রতি কিলোমিটারে খরচ হয় মাত্র ১০-১৫ পয়সা। ইলেকট্রিক বাইক শব্দ ও পরিবেশদূষণমুক্ত। এর গিয়ার–ব্যবস্থা স্বয়ংক্রিয় এবং চালানো সহজ।
লাল, নীল ও ধূসর রঙে বাইকটি পাওয়া যাবে। দাম ১ লাখ ২৭ হাজার ৭৫০ টাকা। ওয়ালটনের সব শোরুমের পাশাপাশি অনলাইনের ওয়ালটন ডিজিটেক ওয়েবসাইট থেকে তাকিওন ই-বাইক কেনা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট অনুড়া কুমারা দিশানায়েকে

দখিনের সময় ডেস্ক: শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয়বারের মতো ভোট গণনায় জনতা বিমুক্তি পেরামুনা (জেভিপি) দলের নেতা ও ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) জোটের প্রার্থী অনুড়া দিশনায়েকে...

সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম গ্রেপ্তার

দখিনের সময় ডেস্ক: সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামিমকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বরিশাল- ৫ আসনের সংসদ সদস্য ছিলেন। রোববার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর...

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ৯২৬

দখিনের সময় ডেস্ক: বর্ষা মৌসুম শুরুর পর থেকেই এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্তের হার বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে মৃত্যুর ঘটনাও।গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬...

বরিশালে দুই যুবককে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ!

দখিনের সময় ডেস্ক: বরিশাল নগরীর ৬ নং ওয়ার্ড গগন গলি এলাকায় ইসমাইল শিকদারের ছেলে সোহাগ মাহমুদ সিকদার ও তার ছোট ভাই প্রিন্স মাহমুদ সোহেল কে নির্মমভাবে কুপিয়ে...

Recent Comments