Home শীর্ষ খবর ছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক, বিয়ের দাবিতে প্রাইভেট শিক্ষকের বাড়িতে অনশন

ছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক, বিয়ের দাবিতে প্রাইভেট শিক্ষকের বাড়িতে অনশন

দখিনের সময় ডেস্ক:
নীলফামারী সদরে বিয়ের দাবিতে প্রাইভেট শিক্ষক মনিরুজ্জামান বাবুর বাড়িতে এক ছাত্রী অনশন করছে। গতকাল শনিবার থেকে আজ রোববার পর্যন্ত সে ওই শিক্ষকের বাড়িতে অবস্থান নেয়। অনশনরত ওই ছাত্রী সদর উপজেলার একটি বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়ে। মনিরুজ্জামান বাবু (২৮) ওই স্কুলের ল্যাব অপারেটর হিসেবে কর্মরত আছেন। তিনি একই ইউনিয়নের বড় খামাতপাড়া গ্রামের বাসিন্দা।
অনশনরত ছাত্রী বলেন, দুই বছর আগে থেকে প্রাইভেট পড়ার সময় ওই শিক্ষকের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ সময় তিনি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করেন। এখন বিয়ে করার কথা বললে তিনি টালবাহানা করছেন। তিনি আমাকে বিয়ে না করলে আমি নিজেকে শেষ করে ফেলব।
এ বিষয়ে মনিরুজ্জামান ও তার পরিবারের সঙ্গে কথা বলার চেষ্টা করলে তারা কথা বলতে রাজি হননি। এদিকে অনশনরত ছাত্রীর বাবা বলেন, আমার মেয়ের সরলতার সুযোগ নিয়ে তার জীবন নষ্ট করে দিয়েছে। আমি এর উপযুক্ত বিচার চাই।
রামনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ওবায়দুল ইসলাম বলেন, গত শনিবার রাত থেকে মেয়েটি বিয়ের দাবিতে প্রাইভেট শিক্ষকের বাড়িতে অবস্থান করছে। সে তার দাবিতে অনড়। অথচ মেয়েটির বয়স অনুযায়ী এখনো বিয়ের যোগ্য নয়। তাই উভয় পরিবারকে সমঝোতার মাধ্যমে আমি মীমাংসা করার জন্য বলেছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

কে ‍এই এব্রাহিম রাইসি

দখিনের সময় ডেস্ক: ইরানে প্রেসিডেন্ট এব্রাহিম রাইসি দেশটির সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনির ঘনিষ্ঠ দৃঢ়চেতা ধর্মীয় নেতা। তিনি দেশটির শীর্ষ বিচারপতি এবং তার মতাদর্শ অতি-রক্ষণশীল।...

ইরানের প্রেসিডেন্টের ভাগ্যে কী ঘটেছে তা এখনো অজানা

দখিনের সময় ডেস্ক: হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিখোঁজ হওয়া ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির ভাগ্যে কী ঘটেছে তা এখন পর্যন্ত জানা যায়নি। হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর যদি...

রাজনীতিতে রনো ভাইরা আর নেই

ছাত্রজীবনে রাজনৈতিক বিশ্বাস ও সম্পৃক্ততার সূত্রে বাম রাজনীতিকদের বিষয়ে বিশেষ শ্রদ্ধাবোধ লালন করে আসছি। এ ধারায় আশি-একাশি সালে পেশাগত জীবনের সূচনালগ্নে বাম নেতাদের সঙ্গে...

চোরদের জন্য দুঃসংবাদ, জামিনের পরও থাকবে নজরদারিতে

দখিনের সময় ডেস্ক: গ্রেপ্তারকৃত চোরদের যেন জামিন না হয়, সেই বিষয়ে লক্ষ্য রাখা ও জামিন পেলেও তাদের গতিবিধি নজরে রাখতে হবে। রাজধানীতে চুরি ঠেকাতে এ...

Recent Comments