Home রাজনীতি রাজধানীতে গণমিছিলের অনুমতি পেল বিএনপি

রাজধানীতে গণমিছিলের অনুমতি পেল বিএনপি

দখিনের সময় ডেস্ক:
আগামী ৩০ ডিসেম্বর ঢাকায় গণমিছিল করার অনুমতি পেয়েছে বিএনপি। আজ মঙ্গলবার বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনারের সঙ্গে বিএনপির প্রতিনিধি দল সাক্ষাতে গেলে এ অনুমতি দেওয়া হয়।
তবে গণমিছিল করার জন্য বিএনপিকে রুট নির্দিষ্ট করে দিয়েছে ডিএমপি। একইসঙ্গে যেকোনো ধরনের বিশৃঙ্খলা না করার শর্তও জুড়ে দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। আজ রাত সাড়ে ৯টায় বিষয়টি নিশ্চিত করেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।
গণমাধ্যমকে ডিএমপি কমিশনার বলেন, ‘বিএনপির একটি প্রতিনিধি দল ডিএমপি সদর দপ্তরে এসেছিলেন আমাদের সঙ্গে বৈঠক করতে। তারা তাদের পূর্বঘোষিত দলীয় কর্মসূচি গণমিছিল আগামী ৩০ ডিসেম্বর করতে চান। আমরা সার্বিক বিবেচনায় পল্টন দলীয় কার্যালয় থেকে মগবাজার পর্যন্ত গণমিছিল করার অনুমতি দিয়েছি।’
গণমিছিলকে ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অরাজকতার আশঙ্কা দেখছেন কি না, এমন প্রশ্নের জবাবে খন্দকার গোলাম ফারুক বলেন, ‘বিএনপির দলীয় গণমিছিল কর্মসূচি উপলক্ষে আমাদের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা থাকবে। আমরা বিশৃঙ্খলা বা অরাজকতার আশঙ্কা করছি না, তারা (বিএনপি) আমাদের সুশৃঙ্খল গণমিছিল করার প্রতিশ্রুতি দিয়েছেন।’
এদিন রাজধানীর মিন্টু রোডে ডিএমপির সদর দপ্তরে যান বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার। পরে ঘণ্টাখানেক বৈঠক শেষে সন্ধ্যা ৭টার দিকে ডিএমপি কার্যালয় থেকে বেরিয়ে যান তারা।
এ সময় ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘বিএনপির নির্ধারিত গণমিছিল নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট রুটেই শুরু হবে। শুক্রবার দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত গণমিছিল করার অনুমতি দিয়েছে ডিএমপি।’
এক প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন, ‘এটি গণমিছিল, সমাবেশ না। আপনারা দেখবেন শুক্রবার বাদ জুমা গণমিছিল হবে। এখানে বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন। বিএনপি একটি গণতান্ত্রিক দল। আমরা গণতান্ত্রিক রাজনৈতিতে বিশ্বাসী। জনগণের কথা বলার জন্য বিএনপির ১০ দফার যেই কর্মসূচি সেটা বাস্তবায়নের জন্য সবার সর্বাত্মক সহযোগিতা পাব। এ ছাড়া আন্দোলন ও সংগ্রামের প্রথম ধাপ গণমিছিল।‘
মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে বিএনপির দুই নেতার সাক্ষাতের সময় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

চীনের সবচেয়ে ধনী টিকটকের প্রতিষ্ঠাতা ঝাং ইমিং

দখিনের সময় ডেস্ক: টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সের প্রতিষ্ঠাতা ঝাং ইমিং (৪১) চীনের সবচেয়ে ধনী ব্যক্তির তালিকার শীর্ষ স্থান দখল করেছেন। বর্তমানে তার ব্যক্তিগত সম্পদের পরিমাণ...

প্রতিদিন ডিম খাওয়া কি হার্টের জন্য ভালো?

দখিনের সময় ডেস্ক: প্রোটিন সমৃদ্ধ ডিমকে সবচেয়ে উপকারী এবং পুষ্টিকর খাবার হিসেবে বিবেচনা করা হয়। এটি যুগ যুগ ধরে মানুষের দৈনন্দিন খাদ্যতালিকায় যুক্ত রয়েছে। ডিম...

মানবাধিকার কর্মী মিনা ফারাহকে জামায়াত আমিরের ফোন

দখিনের সময় ডেস্ক: বিশিষ্ট কলামিস্ট, অনলাইন এক্টিভিস্ট ও মানবাধিকারকর্মী মিনা ফারাহকে ফোন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সময় তিনি বাংলাদেশের কঠিন...

পঞ্চগড়ে চা খামারিদের ক্ষমতায়নে ইউসিবির কর্মশালা

দখিনের সময় ডেস্ক: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) সম্প্রতি পঞ্চগড় জেলার চা খামারিদের জন্য একটি কর্মশালা আয়োজন করেছে। চা শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিক-কর্মচারীদের মধ্যে আর্থিক...

Recent Comments