Home প্রযুক্তি ১০ কিউবিট শক্তির কোয়ান্টাম কম্পিউটার আনছে বাইদু

১০ কিউবিট শক্তির কোয়ান্টাম কম্পিউটার আনছে বাইদু

দখিনের সময় ডেস্ক:
চীনের সার্চ ইঞ্জিন জায়ান্ট বাইদু বৃহস্পতিবার তাদের প্রথম কোয়ান্টাম কম্পিউটার প্রকাশ করেছে। প্রতিযোগিতামূলক বাজারে ছাড়ার আগে কিছু ব্যবহারকারী দিয়ে এটিকে পরীক্ষা করার জন্য প্রস্তুত তারা। আজ বৃহস্পতিবার রয়টার্স এক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করেছে। বাইদু এক বিবৃতিতে জানিয়েছে, কোয়ান্টাম কম্পিউটারটির নাম ‘কিয়ানশি’।
এতে ১০ কোয়ান্টাম-বিটের (কিউবিট) প্রসেসর থাকবে। বেইজিংভিত্তিক কম্পানিটি ৩৬ কিউবিটের একটি কোয়ান্টাম চিপও বানিয়েছে বলে জানা গেছে। বিশ্বব্যাপী সরকার এবং বিভিন্ন কম্পানি কোয়ান্টাম কম্পিউটিংয়ের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে কয়েক বছর ধরেই বলে আসছে। এটি অত্যধিক ঠাণ্ডা তাপমাত্রায় অভূতপূর্ব গতিতে উচ্চগতির গণনা করতে সক্ষম। তবে বর্তমান বাস্তব বিশ্বে এর ব্যবহার খুব অল্প এবং এর গ্রাহকের সংখ্যাও খুব কম।
এ ক্ষেত্রে এগিয়ে যাওয়ার আশায় যুক্তরাষ্ট্র, চীন এবং ইউরোপীয় ইউনিয়ন কোয়ান্টাম কম্পিউটিংয়ের বিভিন্ন প্রকল্পে ব্যাপকভাবে অর্থায়ন শুরু করেছে। এসব পদক্ষেপ একটি ভিত্তিপ্রস্তর হিসেবে বিবেচিত হচ্ছে। কারণ এর ওপর ভিত্তি করেই নতুন বৈশ্বিক আধিপত্য নির্ধারণ করা হবে। বাজার গবেষক আইডিসির মতে, বিশ্বব্যাপী সরকার এবং কম্পানিগুলো ২০২৭ সালের শেষ নাগাদ কোয়ান্টাম উন্নয়নে প্রায় ১৬ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে।
এদিকে যুক্তরাষ্ট্রের টেক জায়ান্ট আইবিএম বলেছে, তারা ২০২৫ সালে চার হাজারের বেশি কিউবিট প্রসেসরের কোয়ান্টাম কম্পিউটার বাণিজ্যিক ব্যবহারের জন্য প্রস্তুত করার পরিকল্পনা করেছে ৷ আইবিএম এখনো পর্যন্ত ১২৭ কিউবিটের কোয়ান্টাম প্রসেসর প্রকাশ করেছে। গুগলও এই দশকের শেষ নাগাদ ১০ লাখ কিউবিটের একটি কম্পিউটার তৈরি করার লক্ষ্য নিয়েছে৷
সূত্র : রয়টার্স।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বাউফলে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

নয়ন সিকদার, বাউফল প্রতিনিধি পটুয়াখালীর বাউফলে সড়ক প্রশস্তকরণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। চোখের সামনে প্রকাশ্যে দিবালোকে নির্মাণকাজে নিম্মমানের উপকরণ ব্যবহার করায় ক্ষুদ্ব প্রতিক্রিয়া...

টিকটকে নিরাপদ রাখবে যে ১০ ফিচার

দখিনের সময় ডেস্ক: ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে টিকটক। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে যৌথভাবে কাজ শুরু করেছে টিকটক। যেখানে ‘ফিডস’ নেটওয়ার্কের...

প্রতিদিন খেজুর খাবেন যে কারণে

দখিনের সময় ডেস্ক: আপনার কি রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য সুস্বাদু কোনো খাবার প্রয়োজন এবং সেইসঙ্গে অতিরিক্ত ওজন কমাতে চাইছেন? এক্ষেত্রে সবচেয়ে ভালো হতে পারে খেজুর।...

পরীমণি প্রথম স্বামীর পরদিন মারাগেলো প্রথম পরিচালক

দখিনের সময় ডেস্ক: লাইফ সাপোর্টে থেকেই না ফেরার দেশে পাড়ি জমালেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির প্রথম সিনেমা ‘ভালোবাসা সীমাহীন’-এর পরিচালক শাহ আলম মণ্ডল।  গুলশানের...

Recent Comments