Home প্রযুক্তি কেউ কি হ্যাক করল আপনার গুগল অ্যাকাউন্ট

কেউ কি হ্যাক করল আপনার গুগল অ্যাকাউন্ট

দখিনের সময় ডেস্ক:
প্রথমবার ইন্টারনেট নাগালে এলেই সবাই জিমেইল অ্যাকাউন্ট করে থাকেন। ইন্টারনেটের অন্যান্য সেবার জন্যও বেশির ভাগ ক্ষেত্রে প্রায় সবাই ব্যবহার করেন জিমেইল। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অ্যাকাউন্টের চাবিকাঠি অন্য কেউ হাতিয়ে নিয়েছে কি না সেটি পরীক্ষার আছে চারটি উপায়।
গুগল পাসওয়ার্ড চেকার টুল
প্রথমেই https://passwords.google.com/ ওয়েবসাইটে গিয়ে পরীক্ষা করতে হবে অ্যাকাউন্টের পাসওয়ার্ড নিরাপদ আছে কি না।
গুগল অ্যাকাউন্টের মধ্যে সেভ করা সব পাসওয়ার্ড, সেটা গুগলের হোক বা অন্যান্য সেবা, এর মাধ্যমে পরীক্ষা করে দেখা যাবে। যদি পাসওয়ার্ড অতিরিক্ত দুর্বল হয় বা পাসওয়ার্ড যদি হ্যাকারদের লিক করা পাসওয়ার্ড তালিকায় পাওয়া যায়, তাহলে সঙ্গে সঙ্গেই ওয়েবসাইটটিতে তুলে ধরা হবে। এরপর শক্ত একটি পাসওয়ার্ড বসিয়ে দিলেই হলো।
সাম্প্রতিক সময়ের লগইনের তালিকা
আরো একটি চমৎকার লিংক https://myaccount.google.com/notifications। এখানে বিগত ২৮ দিনে ব্যবহারকারীর গুগল অ্যাকাউন্ট কোন কোন স্থান থেকে লগইন করা হয়েছে, সেটা দেখা যাবে। যদি কোনো লগইন উল্টাপাল্টা মনে হয়, যেমন—ভিন্ন দেশ বা এলাকা থেকে লগইন, এমন কোনো সময় অ্যাকসেস যখন ব্যবহারকারী লগইন করেননি, তাৎক্ষণিক সেটার বিরুদ্ধে নেওয়া যাবে ব্যবস্থা।
অ্যাকাউন্টে অনাকাঙ্ক্ষিত ডিভাইস ও অ্যাপের হানা
গুগল ড্রাইভ বা জিমেইল অ্যাকসেস করার জন্য নানা ধরনের তৃতীয় পাক্ষিক অ্যাপ গুগল অ্যাকাউন্টে যুক্ত করা যায়। অনেক সময় হ্যাকাররা গুগল অ্যাকাউন্টের তথ্য এমন অ্যাপের মাধ্যমে হাতিয়ে নেয়। বর্তমানে কোন ডিভাইস ও অ্যাপের মাধ্যমে গুগল অ্যাকাউন্ট ব্যবহৃত হচ্ছে সেটা দেখতে যেতে হবে https://myaccount.google.com/security লিংকটিতে। যদি অনাকাঙ্ক্ষিত অ্যাপ বা ডিভাইস এখানে দেখা যায়, সেটির অ্যাকসেস বন্ধ করে দিতে হবে।
ই-মেইল ফরওয়ার্ড
অনেক সময় হ্যাকাররা একবার অ্যাকাউন্টে প্রবেশ করে, সব ই-মেইল তাদের অ্যাকাউন্টে ফরওয়ার্ড করে রাখেন, যাতে ভবিষ্যতে পাসওয়ার্ড বদলে ফেললেও ই-মেইলগুলো তাদের কাছে পৌঁছাতে থাকে। এটা পরীক্ষা করতে যেতে হবে জিমেইলের সেটিংস>ফরওয়ার্ডিং অ্যান্ড POP/IMAP অপশনে। যদি অপরিচিত কোনো ই-মেইল এখানে দেখা যায়, তাহলে সেটা ডিলিট করে দিতে হবে। এরপর আর কোনো ই-মেইল ফরওয়ার্ড হবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বাউফলে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

নয়ন সিকদার, বাউফল প্রতিনিধি পটুয়াখালীর বাউফলে সড়ক প্রশস্তকরণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। চোখের সামনে প্রকাশ্যে দিবালোকে নির্মাণকাজে নিম্মমানের উপকরণ ব্যবহার করায় ক্ষুদ্ব প্রতিক্রিয়া...

টিকটকে নিরাপদ রাখবে যে ১০ ফিচার

দখিনের সময় ডেস্ক: ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে টিকটক। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে যৌথভাবে কাজ শুরু করেছে টিকটক। যেখানে ‘ফিডস’ নেটওয়ার্কের...

প্রতিদিন খেজুর খাবেন যে কারণে

দখিনের সময় ডেস্ক: আপনার কি রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য সুস্বাদু কোনো খাবার প্রয়োজন এবং সেইসঙ্গে অতিরিক্ত ওজন কমাতে চাইছেন? এক্ষেত্রে সবচেয়ে ভালো হতে পারে খেজুর।...

পরীমণি প্রথম স্বামীর পরদিন মারাগেলো প্রথম পরিচালক

দখিনের সময় ডেস্ক: লাইফ সাপোর্টে থেকেই না ফেরার দেশে পাড়ি জমালেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির প্রথম সিনেমা ‘ভালোবাসা সীমাহীন’-এর পরিচালক শাহ আলম মণ্ডল।  গুলশানের...

Recent Comments