Home প্রযুক্তি এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি নিয়ে এল ফোন

এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি নিয়ে এল ফোন

দখিনের সময় ডেস্ক:
দেশের বাজারে লাইফস্টাইল প্রোডাক্টের পাশাপাশি এবার ফিচার ফোন নিয়ে এল ডিজো। বাংলাদেশে তৈরি ডিজোর ফিচার ফোনটি নিয়ে এসেছে সেলেক্সট্রা লিমিটেড। ডিজো’র এই ফোনটিতে স্পেশাল অফার হিসেবে থাকছে ৩৬৫ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। দেশের বাজারে বর্তমানে ৭২ শতাংশ ফিচার ফোনের চাহিদা রয়েছে। সেই চাহিদা মেটাতে ব্যবহারকারীদের কাছে জায়গা করে নিতে এসেছে ডিজোর ফিচার ফোন।
ডিজো ব্র্যান্ডের ন্যাশনাল পার্টনার সেলেক্সট্রা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাকিব আরাফাত বলেন, ‘আমরা সেলেক্সট্রা লিমিটেড বিগত তিন বছর ধরে সবসময় গুণগত এবং মানসম্মত ব্র্যান্ড নিয়ে কাজ করে আসছি। এরই ধারাবাহিকতায় বাংলাদেশে তৈরি রিয়েলমি টেক লাইফ এর ডিজো’র ফিচার ফোনটি আনতে পেরে আমরা সত্যিই আনন্দিত।’
সেলেক্সট্রা লিমিটেডের হেড অব সেলস মামুন খান বলেন, ‘আমরা আশা করছি, ডিজো ব্র্যান্ডের এই ফিচার ফোনটি আমাদের দেশের সব ধরনের কনজিউমারের জন্য সময় উপোযোগী একটি ফোন। কারণ সব ব্র্যান্ড যখন ফিচার ফোনের দাম বাড়াচ্ছে ঠিক সে সময় আমরা বাজারে এই সাশ্রয়ী মূল্যের ফোনটি আনতে পেরেছি।’
ডুয়াল সিমের ফোনটিতে রয়েছে ২.৪ ইঞ্চির ডিসপ্লে, ১৪৩০ মিলি-অ্যাম্পিয়ারের ব্যাটারি, এক হাজার কন্ট্যাক্ট সেভ করার অপশন এবং কল রেকর্ডিংয়ের সুবিধা। ফোনটিতে ৬৪ জিবি পর্যন্ত মেমরি কার্ড ব্যবহার করা যাবে আর ক্যামেরার সঙ্গে ফ্ল্যাশ লাইটও আছে। আর কনজিউমারের জন্য রয়েছে স্পেশাল অফার ৩৬৫ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি।
রিয়েলমি টেক লাইফের সাব ব্র্যান্ড ডিজো সম্প্রতি ডিজো স্টার-৪০০ মডেলের ফিচার ফোনটি বাংলাদেশে এনেছে। ফোনটি সারাদেশের সব মোবাইলের দোকানসহ, দারাজ, রবিশপ, সেলেক্সট্রা লিমিটেডের অনলাইন ও অফলাইন উভয় প্ল্যাটফর্মেই পাওয়া যাবে। কালো, সবুজ ও নীল এই তিনটি রঙে ডিজো ফোনটি বাজারে পাওয়া যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ভিক্ষা করে দেশের মানুষ চলবে না: প্রধানমন্ত্রী

দখিনের সময় ডেস্ক: কারও কাছে ভিক্ষা করে দেশের মানুষ চলবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু বলেছিলেন ভিক্ষুক জাতির...

শিশুদের সঙ্গে শিক্ষকের বিকৃতযৌনাচার, ৩০ ছাত্রকে বলাৎকার

দখিনের সময় ডেস্ক: দশ বছরের কম বয়সী ৩০ জন স্কুলছাত্রের সঙ্গে বিকৃত যৌনাচার করেছেন ৩৩ বছরের শিক্ষক মো. আব্দুল ওয়াকেল। শিশুদের বলাৎকার করে তিনি মোবাইলে...

রাজনীতিতে রনো ভাইরা আর নেই

রিকশায় না এসে প্রাইভেট কারে আসা এবং ধানমন্ডির ফ্ল্যাটে থাকার বিষয়ে রনো ভাইয়ের লজ্জিত হওয়ার বিষয়টি আমাকে বহু বছর ধরে বহুবার আন্দোলিত করেছে। ধরাধাম...

যা অছে ইইউ ট্যাক্স অবজারভেটরির রিপোর্টে

দখিনের সময় ডেস্ক: ইইউ ট্যাক্স অবজারভেটরির রিপোর্টের তথ্য অনুযায়ী ২০২২ সালে দুবাই শহরে সাড়ে বাইশ কোটি ডলারের সম্পদ কিনেছেন ৩৯৪ জন। তবে আরও বিভিন্ন তথ্যাদি...

Recent Comments