Home শীর্ষ খবর নিষেধাজ্ঞা এড়াতে বিদেশে বাংলাদেশ মিশনগুলোকে সজাগ থাকার নির্দেশ

নিষেধাজ্ঞা এড়াতে বিদেশে বাংলাদেশ মিশনগুলোকে সজাগ থাকার নির্দেশ

দখিনের সময় ডেস্ক:
নিষেধাজ্ঞা এড়াতে বিদেশে বাংলাদেশ মিশনগুলোকে সজাগ থাকতে এবং ওইসব দেশের সরকারের সঙ্গে যোগাযোগ বাড়াতে বলেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি মিশনগুলোকে গত ৩১ ডিসেম্বর পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এ সংক্রান্ত একটি চিঠি দেন। চিঠিতে পররাষ্ট্র সচিব যে কোনো ধরনের নিষেধাজ্ঞা ঠেকাতে রাষ্ট্রদূতদের আগাম ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। খবরসূত্র: ডেইলি স্টার।
সম্প্রতি, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান এবং পশ্চিমা বেশ কিছু দেশের সরকার বাংলাদেশকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং মানবাধিকার সমুন্নত রাখার আহ্বান জানিয়েছে।
মিশনগুলোতে দেওয়া চিঠিতে মাসুদ বিন মোমেন বলেন, ‘বিদেশি সরকারের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখা যে কোনো কূটনৈতিক মিশনের দৈনন্দিন কার্যক্রম ও প্রধান কাজ। বর্তমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি এ কার্যক্রম আরও জোরদারের দাবি রাখে।’
এতে আরও বলা হয়, ‘আপনাদের অবশ্যই দেখেছেন যে আমাদের এলিট ফোর্স (র‍্যাব) ও এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে একতরফা নিষেধাজ্ঞা এসেছিল।’ পররাষ্ট্র সচিবের দেওয়া এ চিঠিতে বলা হয়, কোনো না কোনো অজুহাতে উস্কে দেওয়ার মাধ্যমে সরকারি সংস্থা এবং কর্মকর্তাদের বিরুদ্ধে অনুরূপ সিদ্ধান্ত আসার সম্ভাবনা আছে।
পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূতদেরকে এসব ক্ষেত্রে অত্যন্ত সজাগ থাকার এবং সরকার ও এর প্রতিষ্ঠানগুলোকে অপবাদ দেওয়ার সব ধরনের প্রচেষ্টাকে বাধা দিতে প্রস্তুত থাকার আহ্বান জানান। তিনি বলেন, ‘মন্ত্রণালয় সময়ে সময়ে বাংলাদেশ মিশনগুলোকে সংশ্লিষ্ট বিষয়ে অবহিত করবে।’
চিঠিতে দূতাবাসের ভূমিকা সম্পর্কে আরও বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্র র‌্যাব ও এর সাত সাবেক ও বর্তমান শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ১ বছরেরও বেশি সময় পর মন্ত্রণালয় এ নির্দেশনা দিলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

রনো ভাই রাজনৈতিক অবস্থান বদল করেননি

ছাত্রজীবনে রাজনৈতিক বিশ্বাস ও সম্পৃক্ততার সূত্রে বাম রাজনীতিকদের বিষয়ে বিশেষ শ্রদ্ধাবোধ লালন করে আসছি। এ ধারায় আশি-একাশি সালে পেশাগত জীবনের সূচনালগ্নে বাম নেতাদের সঙ্গে...

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ, আলোর যাত্রার সূচনায় রাজনীতি

দখিনের সময় ডেস্ক: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ (শুক্রবার)। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর...

৬ তারিখে বাজেট দেবো, বাস্তবায়নও করবো : প্রধানমন্ত্রী

দখিনের সময় ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা ৬ তারিখে বাজেট দেবো। বাজেট আমরা ঠিক মতো দিতে পারবো, বাস্তবায়নও করবো। দেশি-বিদেশি নানা কারণে জিডিপি কিছুটা...

মাদকের নতুন ডিজি মোস্তাফিজুর, বরিশালের কৃতি সন্তান

দখিনের সময় ডেস্ক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত সচিব খন্দকার মোস্তাফিজুর রহমান। বর্তমানে তিনি গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্বে আছেন। মোস্তাফিজুর...

Recent Comments