Home অন্যান্য অপরাধ ও দূর্নীতি ভোলায় পাঁচ লাখ টাকা চাঁদা না দেয়ায় ভেঙ্গে ফেলা হলো স্কুলের বাউন্ডারি

ভোলায় পাঁচ লাখ টাকা চাঁদা না দেয়ায় ভেঙ্গে ফেলা হলো স্কুলের বাউন্ডারি

গাজী মো. তাহেরুল আলম।। 

ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দালাল বাজার সংলগ্ন ৫ লক্ষ টাকা চাঁদার দাবীতে ২২ নং দক্ষিণ পদ্মামনসা আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের সীমানাপ্রাচীর ভাঙ্গার অভিযোগ পাওয়া গেছে।nএকই এলাকার অবসরপ্রাপ্ত সেনা সদস্য কবির  হোসেন গংদের বিরুদ্ধে এ অভিযোগ তুলেছেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেমায়েত উদ্দিন এ অভিযোগ।

অভিযোগ থেকে জানাযায়,১৯৭২ সালে প্রাথমিক স্কুল টি প্রতিষ্ঠিত হয়। প্রাথমিক স্কুলের নামে এসএ -২৯৬ খতিয়ানে অন্তর্ভুক্ত ৫২ শতাংশ জমি রয়েছে। তবে পাশে থাকা মাধ্যমিক বিদ্যালয়ের নামে একই খতিয়ানে আরো ১০ শতাংশ জমি রয়েছে। সে ১০ শতাংশ জমি এওয়াজ বদল হিসেবে প্রাথমিক বিদ্যালয়  মালিক হিসেবে ভোগ দখল করে আসছে। গতকাল বৃহস্পতিবার আমরা আমাদের প্রাথমিক স্কুলের জমিতে সীমানা প্রাচীর (বাউন্ডারি) নির্মাণ কাজ করি। সেখানে একই এলাকার অবসরপ্রাপ্ত সেনা সদস্য কবির গংরা এসে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করে সীমানা বাউন্ডারি ভাংচুরসহ বিভিন্ন ভয়-ভীতি প্রদর্শন করেন।

অন্যদিকে অভিযুক্ত কবির এর কাছে জানতে চাইলে তিনি বলেন, স্কুলের জমির পাশে আমার জমি রয়েছে। আর সেখানে আমার জমির মধ্যে স্কুল এর বাউন্ডারি কাজ চলছে। তাই আমি এসে কাজ বন্ধ করার জন্য বাধা দিয়েছি।

বোরহানউদ্দিন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, আমরা স্কুলের জমিতে বাউন্ডারির কাজ করছি। উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি অবগত করা হয়েছে। সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সরকারি কাজে বাধা দেওয়ার কারো এখতিয়ার নেই। এদিকে বিদ্যালয়ের সীমানাপ্রাচীর ভাঙ্গার ঘটনায় এলাকার সচেতন মহলে নিন্দা ও ক্ষোভের ঝড় উঠেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

টিকটকে নিরাপদ রাখবে যে ১০ ফিচার

দখিনের সময় ডেস্ক: ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে টিকটক। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে যৌথভাবে কাজ শুরু করেছে টিকটক। যেখানে ‘ফিডস’ নেটওয়ার্কের...

প্রতিদিন খেজুর খাবেন যে কারণে

দখিনের সময় ডেস্ক: আপনার কি রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য সুস্বাদু কোনো খাবার প্রয়োজন এবং সেইসঙ্গে অতিরিক্ত ওজন কমাতে চাইছেন? এক্ষেত্রে সবচেয়ে ভালো হতে পারে খেজুর।...

পরীমণি প্রথম স্বামীর পরদিন মারাগেলো প্রথম পরিচালক

দখিনের সময় ডেস্ক: লাইফ সাপোর্টে থেকেই না ফেরার দেশে পাড়ি জমালেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির প্রথম সিনেমা ‘ভালোবাসা সীমাহীন’-এর পরিচালক শাহ আলম মণ্ডল।  গুলশানের...

বাউফলে ইউএনও’র বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

নয়ন সিকদার, বাউফল প্রতিনিধি পটুয়াখালীর বাউফলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজীর বিরুদ্ধে অনিয়ম,দুনীতি ও অপসারনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৈশোম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। গতকাল...

Recent Comments