Home অর্থনীতি যেকোনো ধাক্কায় বাংলাদেশের অর্থনীতি পড়ে যাবে না : গভর্নর

যেকোনো ধাক্কায় বাংলাদেশের অর্থনীতি পড়ে যাবে না : গভর্নর

দখিনের সময় ডেস্ক:
কোভিড-১৯ এর মতো মহামারী কাটিয়ে আমরা ঘুরে দাঁড়িয়েছি। কোভিডের সময় যে কয়টি দেশ ইতিবাচক প্রবৃদ্ধি ধরে রেখেছে সেগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ। আর এ কারণে যেকোনো একটা ধাক্কায় বাংলাদেশের অর্থনীতি পড়ে যাবে না। রোববার (১৫ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে ২০২২–২৩ অর্থবছরের দ্বিতীয়ার্ধের (জানুয়ারি-জুন) জন্য ঘোষিত নতুন মুদ্রানীতি ঘোষণাকালে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার এসব কথা বলেন। অনুষ্ঠানে বাংলা‌দেশ ব্যাং‌কের ডেপুটি গভর্নর আহমেদ জামাল, কাজী ছাইদুর রহমান, আবু ফরাহ মো. নাছেরের, এ কে এম সাজেদুর রহমান খান, বিএফআইইউ প্রধান মাসুদ বিশ্বাস, প্রধান অর্থনীতিবিদ ড. হা‌বিবুর রহমান, নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হকসহ গবেষণা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছি‌লেন।
গভর্নর বলেন, আমাদের সামনে ৩টি চ্যালেঞ্জ রয়েছে। এগুলোর মধ্যে রয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ফেডারেল রিজার্ভ বাড়ানোর আগ্রাসী কার্যক্রম এবং চায়না করোনা পরিস্থিতি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ব্যাপ্তি বা স্থায়িত্ব যত কমবে, ফেডারেল রিজার্ভ বাড়ানোর আগ্রাসী কার্যক্রম এবং চায়না কোভিড পরিস্থিতি যত দ্রুত সমাধান হবে তত আমাদের অর্থনীতির উন্নতি হবে। তবে যদি এ ৩টি চ্যালেঞ্জের আরও অবনতির দিকে যায় তাহলে আমাদের অর্থনীতি এখন যেমন আছে তেমনই থাকবে, এরচেয়ে খারাপের দিকে যাবে না। আমাদের দেশের অর্থনীতি যেমন আছে তেমন স্থিতিশীলই থাকবে। এ নিয়ে দুঃচিন্তার কোনো কারণ নেই। ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড সম্পর্কে গভর্নর বলেন, এটি একটি মৌলভিত্তিক ব্যাংক। ব্যাংকটির ১ লাখ ৯০ হাজার গ্রাহক রয়েছে। এ সাধারণ গ্রাহকদের কথা চিন্তা করেই ব্যাংকটিকে কেন্দ্রীয় ব্যাংক তারল্য সহায়তা দিয়েছে। তবে ব্যাংকটি স্বল্প সময়ের মধ্যে ঘুরে দাঁড়াবে বলে তিনি আশা করেন।
তিনি বলেন, ব্যাংকটিতে ২ জন প্রশাসক বসানো হয়েছে। ইতোমধ্যে ব্যাংক সম্পর্কে একটি প্রতিবেদন কেন্দ্রীয় ব্যাংকের হাতে এসেছে। এ প্রতিবেদনের ওপর ভিত্তি করে ব্যাংকটি সম্পর্কে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এক প্রশ্নোত্তরে গভর্নর বলেন, ডলার সংকটের সময় অর্থনৈতিকভাবে ১২টি ব্যাংক ১ হাজার ৩৪ কোটি টাকা অতিরিক্ত মুনাফা করেছে বলে কেন্দ্রীয় ব্যাংকের অডিটে উঠে এসেছে। ওই সময়ে বিধি বিধান অনুযায়ী ব্যাংকগুলো এ মুনাফা করলেও সেগুলো ছিল অনৈতিক। এ কারণে কেন্দ্রীয় ব্যাংক থেকে তাদের অনৈতিক মুনাফার অর্ধেক অর্থাৎ ৫১৭ কোটি টাকা সামাজিক দায়বদ্ধ (সিএসআর) খাতে ব্যয় করতে বলেছে। বিশেষ করে এ সিএসআর কৃষি খাতের ব্যয়ের নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে এ অর্থ সিএসআর খাতে সঠিক ব্যবহার নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে বলা হয়েছে।
অপর এক প্রশ্নোত্তরে আব্দুর রউফ তালুকদার বলেন, ব্যাংকগুলোতে আমানত আগের চেয়ে ৮ শতাংশ বেড়েছে। তবে সরকারি ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর আমানত একেবারেই কমে গেছে। ব্যাংকগুলোতে সরকারি প্রতিষ্ঠানের বেশি টাকা আমানত নেই। অর্থপাচার সম্পর্কে গভর্নর বলেন, আমি যোগদান করার পর দেখলাম ট্রেড বেজড মানি লন্ডারিং হচ্ছে। অন্ডার ও ওভার ইনভয়েসিংয়ের মাধ্যমে টাকা পাচার হয়ে যাচ্ছে। সেটি নিয়ে কেন্দ্রীয় ব্যাংক ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। এর ফলে অন্ডার ও ওভার ইনভয়েসিংও কমে আসছে। এতে অর্থপাচারের শঙ্কা অনেকটা কেটেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

চীনের সবচেয়ে ধনী টিকটকের প্রতিষ্ঠাতা ঝাং ইমিং

দখিনের সময় ডেস্ক: টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সের প্রতিষ্ঠাতা ঝাং ইমিং (৪১) চীনের সবচেয়ে ধনী ব্যক্তির তালিকার শীর্ষ স্থান দখল করেছেন। বর্তমানে তার ব্যক্তিগত সম্পদের পরিমাণ...

প্রতিদিন ডিম খাওয়া কি হার্টের জন্য ভালো?

দখিনের সময় ডেস্ক: প্রোটিন সমৃদ্ধ ডিমকে সবচেয়ে উপকারী এবং পুষ্টিকর খাবার হিসেবে বিবেচনা করা হয়। এটি যুগ যুগ ধরে মানুষের দৈনন্দিন খাদ্যতালিকায় যুক্ত রয়েছে। ডিম...

মানবাধিকার কর্মী মিনা ফারাহকে জামায়াত আমিরের ফোন

দখিনের সময় ডেস্ক: বিশিষ্ট কলামিস্ট, অনলাইন এক্টিভিস্ট ও মানবাধিকারকর্মী মিনা ফারাহকে ফোন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সময় তিনি বাংলাদেশের কঠিন...

পঞ্চগড়ে চা খামারিদের ক্ষমতায়নে ইউসিবির কর্মশালা

দখিনের সময় ডেস্ক: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) সম্প্রতি পঞ্চগড় জেলার চা খামারিদের জন্য একটি কর্মশালা আয়োজন করেছে। চা শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিক-কর্মচারীদের মধ্যে আর্থিক...

Recent Comments