Home শীর্ষ খবর নদী দূষণ প্রতিরোধে সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট চালুর সুপারিশ

নদী দূষণ প্রতিরোধে সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট চালুর সুপারিশ

দখিনের সময় ডেস্ক:

নদী দূষণ প্রতিরোধে সিটি কর্পোরেশন, পৌরসভাগুলোতে তরল বর্জ্য অপসারণ মুখে সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট চালুর সুপারিশ করা হয়েছে। নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় কমিটিরি সভায় এ সুপারিশ করা হয়। িএ ছাড়া নদ-নদী ও জলাশয়ের ওপর ব্রিজ নির্মাণের ক্ষেত্রে ব্রিজের উচ্চতার বিষয়ে পরিকল্পনা কমিশনের নির্দেশনার বিষয়টি নিশ্চিত করারও সুপারিশ সুপারিশ করা হয়েছে।

 ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণে প্রয়োজনীয় অর্থ বরাদ্দে মন্ত্রণালয়কে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে নদী রক্ষা কমিশনের অনুদানের বিষয়ে আলোচনা করার সুপারিশও করা হয় সংসদীয় কমিটির সভায়। কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম এর সভাপতিত্বে মঙ্গলবার (১৭ জানুয়ারি) সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এসব সুপারিশ করা হয়। কমিটি সদস্য মো. মজাহারুল হক প্রধান, ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, মো. আছলাম হোসেন সওদাগর এবং এস এম শাহজাদা সভায় অংশগ্রহণ করেন।

সভায় নদী রক্ষা কমিশনের নিজস্ব অফিস নির্মাণের জন্য জমি ক্রয় এবং নদী রক্ষা কমিশনের লক্ষ্যপূরণে যে ধরনের রিসোর্স ও আইনের সংস্কার প্রয়োজন তা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার মাধ্যমে রিপোর্ট তৈরি করার সুপারিশ করা হয়। সভায় নদ-নদী বা জলাশয়ের উপর ব্রিজ নির্মাণের ক্ষেত্রে ব্রিজের উচ্চতার বিষয়ে প্ল্যানিং কমিশনের নির্দেশনা অনুযায়ী ব্রিজ নির্মাণ নিশ্চিত করার সুপারিশ করা হয়।

কমিটি বাংলাদেশ জাতীয় নদী রক্ষা কমিশন এর প্রথম সভায় হতে ৪৬তম সভা পর্যন্ত গৃহীত সুপারিশ/সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন/অগ্রগতি এবং বাস্তবায়ন সমস্যা সম্পর্কে বিস্তারিত আলোচনা করে। নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান, নৌ-পরিবহন মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

শিবিরের ঢাবি শাখার পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা শিগগিরই: শিবির সভাপতি

দখিনের সময় ডেস্ক ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেছেন, দু-একদিনের মধ্যে সেক্রেটারিসহ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। গতকাল শনিবার রাতে গণমাধ্যমকে...

সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান গ্রেপ্তার

দখিনের সময় ডেস্ক সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরীকে রাজধানীর আদাবর থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। আজ রবিবার রাজধানীর...

শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

দখিনের সময় ডেস্ক: কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপে বাড়ির সামনে থেকে তাহমিনা আক্তারের (৭) নামে এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) রাত...

স্ত্রীকে কুপিয়ে হত্যা, থানায় এসে স্বামীর আত্মসমর্পণ

দখিনের সময় ডেস্ক: রাজধানীর পল্লবীতে শামসুন্নাহার (৫২) নামের এক নারীকে নিজ হাতে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছেন তার স্বামী। ঘাতক স্বামীর নাম মোখলেছুর রহমান (৫২)।...

Recent Comments