Home লাইফস্টাইল শিশুর দুধের ফিডার যেভাবে পরিষ্কার করবেন?

শিশুর দুধের ফিডার যেভাবে পরিষ্কার করবেন?

দখিনের সময় ডেস্ক:
বিশেষজ্ঞদের মতে, শিশুর ১২ মাস বয়স পর্যন্ত যতবার শিশুকে বোতলে খাওয়ানো হবে ততবার বোতল বা ফিডারটি পরিষ্কার এবং জীবাণুমুক্ত করে নেওয়া উচিত। কারণ শিশুরা তখনও অনেক ধরণের সংক্রমণের সঙ্গে লড়াই করার জন্য যথেষ্ট শক্তিশালী নয় হয়ে ওঠে না। দুধ এমন একটি খাবার যেখানে সহজেই ব্যাকটেরিয়া খুব দ্রুত বৃদ্ধি পায়। তাই আপনার শিশুর ফিডারটি সঠিকভাবে পরিষ্কার করতে হবে।
কত ঘন ঘন পরিষ্কার করা উচিত?
প্রতিবার খাওয়ানোর পর ফিডার পরিষ্কার করা উচিত। যদি আপনার শিশু ২ ঘন্টার মধ্যে শুধুমাত্র একবার ফিডারে দুধ পান করে তবে, শেষ না হলে দ্বীতিয়বার ওই দুধ বা ফর্মুলা না দিয়ে ফেলে দিন। কারণ ব্যবহৃত বোতল পরিষ্কার না করলে জীবানু দ্রুত বৃদ্ধি পায়।
হাতে কিভাবে পরিষ্কার করবেন?
>ফিডার ধোয়ার আগে ২০ সেকেন্ডের জন্য আপনার হাত সাবান এবং পানি দিয়ে ভালভাবে ধুয়ে নিন।
> ফিডারের সমস্ত অংশ আলাদা করুন।
> চালমান কলের পানির নিচেই সব অংশ পানি দিয়ে ধুয়ে ফেলুন। ধুয়ে সিঙ্কে সরাসরি রাখবেন না। পানি গরম বা ঠান্ডা হতে পারে।
> দুধের ফিডার পরিষ্কার করতে প্রথমেই গরম পানি নিয়ে নিন। এরপর ব্রাশ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিন। এখানে মনে রাখতে হবে, ব্রাশের ব্রিস্টল যেন শক্ত হয়। কোনায় পরিষ্কার করতে অসুবিধা হলে টুথ ব্রাশ দিয়ে জমে থাকা দুধ পরিষ্কার করে নিন। পরিষ্কার হয়ে গেলে এটি এতে গরম পানি এবং লেবুর রস দিয়ে পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে নিন। বাতাসে শুকিয়ে নিন।
> আবার একটি বড় পাত্রে পানি নিয়ে এতে ফিডারের সমস্থ অংশ ডুবিয়ে দিন। এরপর ৫মিনিট ফুটিয়ে নিন। জ্বাল নিভিয়ে দিন। সব অংশ ঠাণ্ডা হয়ে গেলে পানি থেকে তুলে নিন। এরপর একটি পরিষ্কার পাত্রে রাখুন এবং ২৪ ঘন্টা ফ্রিজে রেখে দিন। চাইলে এভাবেও পরিষ্কার করতে পারেন।
> কাজ শেষে বেসিন ভালো করে পরিষ্কার করে নিন।
জীবানুমুক্ত: জীবাণুমুক্ত করার পদ্ধতিতে দুধের বোতল পরিষ্কার করতে বোতলের সমস্ত অংশ জীবাণুমুক্ত করুন। নির্দেশ অনুযায়ী পানি যোগ করুন। আপনি যদি মাইক্রোওয়েভ স্টেরিলাইজার ব্যবহার করেন তবে জীবাণুনাষকটিকে মাইক্রোওয়েভে রাখুন। এখন সমস্ত জীবাণুমুক্ত অংশ একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে রেফ্রিজারেটরে সংরক্ষণ করুন।
স্যানিটাইজ বা জীবানুমুক্ত কত ঘন ঘন করা উচিত?
যদি আপনার শিশুর বয়স ২ মাসের কম হয়, সময়ের আগে জন্ম হয় বা অসুস্থতা থাকে তাহলে তার রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে। তাই প্রতিদিন স্যানিটাইজ গুরুত্বপূর্ণ ।
সূত্র: সেন্টার ফর ডিজিস কন্ট্রোল এবং এই সময়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ভোট উৎসব চলছে ভোলার কুঞ্জেরহাটে

গাজী তাহের লিটন, বোরহানউদ্দিন থেকে: ভোলার বোরহানউদ্দিন উপজেলার জনগুরুত্বপূর্ণ ৪ নং কাচিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে চলছে মেম্বার পদে উপনির্বাচন। নির্বাচনী প্রচার-প্রচারনায় উৎসবমুখর পরিবেশ বিরাজ...

ঈদযাত্রার ১৫ দিনে সড়কে ঝরল ৪০৭ প্রাণ

দখিনের সময় ডেস্ক: ঈদ এলেই সড়কে দুর্ঘটনা বেড়ে যায়। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। সদ্য বিদায়ী ঈদে মানুষের যাতায়াতে ৩৯৯টি সড়ক দুর্ঘটনা ঘটে। এতে ৪০৭ জন...

মালয়েশিয়ায় গিয়ে প্রতারিত হচ্ছেন বাংলাদেশি শ্রমিকরা, জাতিসংঘ বিশেষজ্ঞদের উদ্বেগ

দখিনের সময় ডেস্ক: ভাগ্য ফেরাতে মালয়েশিয়ায় গিয়ে প্রতারণার শিকার হচ্ছেন বাংলাদেশি অভিবাসী শ্রমিকেরা। প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না পেয়ে এসব শ্রমিককে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। হচ্ছেন...

আরও ৭ দিন স্কুল বন্ধ রাখার দাবি

দখিনের সময় ডেস্ক: ঘরে-বাইরে অসহ্য গরম, বাতাসে যেন আগুনের হলকা। প্রতিদিনই বাড়ছে তাপমাত্রা। প্রচণ্ড গরমে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহের...

Recent Comments