Home প্রযুক্তি কখনো বাস আবার কখনো ট্রেন!

কখনো বাস আবার কখনো ট্রেন!

দখিনের সময় ডেস্ক:
দেখতে মিনিবাসের মতো। তবে যান একটি হলেও এর কাজ দুটো। মানে হলো রাস্তায় চলবে বাসের মতো, আবার রেললাইনের ওপর হয়ে যাবে ট্রেন। সম্প্রতি এমনই একটি যান তৈরি করেছে জাপান। নাম ‘ডুয়াল মোড ভেহিকল’ (ডিএমভি)।
চীন গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্কের (সিজিটিএন) খবরে বলা হয়, আজ শনিবার প্রথম তা জনসমক্ষে আনা হয়েছে। জাপানের কাইয়ো শহরে প্রথম এ যান চলবে। ডিএমভি যখন রাস্তায় চলবে তখন সাধারণ গাড়ির চাকা ব্যবহার করবে। আর রেললাইনে চলার সময় স্টিলের চাকা।
যানটি তৈরি করেছে আসা কোস্ট রেল কম্পানি। সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জানান, কাইয়োর মতো ছোট শহর যেখানে জনসংখ্যা কম, সেখানে এই যান খুব কাজে লাগবে। ছোট শহরে পরিবহন সংস্থাগুলো লাভের মুখ সেভাবে দেখতে পায় না। এ যান বদলে দিতে পারে সেই পরিস্থিতি। তিনি আরও বলেন, এ যান বাড়ি গিয়ে মানুষকে বাসের মতো তুলে আনতে পারবে।
তারপর রেললাইন ধরে গন্তব্যে পৌঁছে দেবে। জানা গেছে, ডিভিএমে সর্বোচ্চ ২১ জন যাত্রী বসতে পারবে। রেললাইনে তা ঘণ্টাপ্রতি সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে এবং রাস্তায় ১০০ কিলোমিটার বেগে যেতে সক্ষম। যানটি চলবে ডিজেলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

কোথাও সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি, দেশকে অশান্ত করার ষড়যন্ত্র চলছে

দখিনের সময় ডেস্ক: সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি জানিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশের পাহাড়ি এলাকাতেও বহুমুখী ষড়যন্ত্র থেমে...

দ্রুত প্রণয়ন করা হবে বিচারক নিয়োগ নীতিমালা: প্রধান বিচারপতি

দখিনের সময় ডেস্ক: প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগে নীতিমালা দ্রুত প্রণয়ন করা হবে। একই সঙ্গে সুনির্দিষ্ট আইনও করা হবে বলে...

গায়েবি মামলার কালচার থেকে বেরিয়ে আসতে হবে: আসিফ নজরুল

দখিনের সময় ডেস্ক: অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বিচার বিভাগ ব্যবহার করে মানুষকে হয়রানি করার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। বিগত...

ইসরায়েলে মশাবাহিত ‘ওয়েস্ট নাইল’ ভাইরাসে নিহত ৭০, আক্রান্ত ৯১৩

দখিনের সময় ডেস্ক: মধ্যপ্রাচ্যের দু’টি দেশ লেবানন ও ফিলিস্তিনে দাপিয়ে বেড়াচ্ছে ইসরায়েল। গাজায় যুদ্ধ শেষ করতে না করতেই, দেশটি নতুনভাবে লেবাননে যুদ্ধ শুরু করেছে। এদিকে, মশাবাহিত...

Recent Comments