Home সারাদেশ বাবার লাশ দাফনের সাড়ে আট ঘণ্টা পর মেয়ের জন্ম

বাবার লাশ দাফনের সাড়ে আট ঘণ্টা পর মেয়ের জন্ম

দখিনের সময় ডেস্ক:
লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে কক্সবাজারের চকরিয়া পৌর বিএনপির সিনিয়র সদস্য শাহজাহান মুনিরের মৃত্যু হয়েছে। তার মৃত্যুর পরদিন ফুটফুটে কন্যা সন্তান প্রসব করেছেন স্ত্রী রুশনি জান্নাত। ওইদিন তাদের বিবাহবার্ষিকীও ছিল।
গত বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাত ৯টায় শাহজাহান মুনিরের মৃত্যু হয়। শুক্রবার (২৭ জানুয়ারি) বেলা ১১টায় তার জানাজা অনুষ্ঠিত হয়। বিকেল ৩টায় তার স্ত্রী রুশনি জান্নাত অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। রাত সাড়ে ৮টার দিকে কন্যা সন্তান প্রসব করেন তিনি। কন্যা যখন পৃথিবীর আলো দেখল তখন বাবা অন্ধকার কবরের বাসিন্দা।
শাহজাহান মনিরের পরিবারের সদস্যরা জানান, কয়েক মাস আগে শাহজাহানের লিভার ক্যান্সার ধরা পড়ে। বাংলাদেশে কয়েক দিন চিকিৎসা করার পর তাকে নিয়ে যাওয়া হয় ভারতের হায়দরাবাদের এআইজি হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাকে কেমোথেরাপি দেওয়ার পরামর্শ দেন। পরে দেশে ফিরে চট্টগ্রামের ক্যান্সার বিশেষজ্ঞ আবদুল আউয়ালের তত্ত্বাবধানে ছয়টি কেমোথেরাপি নেন তিনি। তবে অবস্থার অবনতি হলে শাহজাহানকে আবার হায়দরাবদে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকদের পরামর্শে গত মঙ্গলবার (২৪ জানুয়ারি) শাহজাহান দেশে ফেরেন।
শাহজাহান মুনিরের ঘনিষ্ঠ বন্ধু ও প্রতিবেশী মঈন উদ্দিন বলেন, বিবাহবার্ষীকীর দিনই শাহজাহান আমাদের ছেড়ে চলে গেছে। নবজাতক মেয়েটির মুখও দেখে যেতে পারল না সে।
শাহজাহান মুনিরের স্ত্রী রুশনি জান্নাত জানান, সানজিদা হক রাফা নামের তাদের আড়াই বছর বয়সী আরেকটি মেয়ে শিশু আছে। শাহজাহানই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। এখন দুই মেয়েকে নিয়ে অথই সাগরে পড়েছেন তিনি। শাহজাহানের চিকিৎসার পেছনেও অনেক টাকা খরচ হয়েছে। এখন কীভাবে সংসার চালাবেন, তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তিনি।
২০১৯ সালের ২৭ জানুয়ারি শাহজাহানের সঙ্গে রুশনির বিয়ে হয়ে। শাহজাহানের মরদেহ দাফনও করা হয় একই তারিখে। আবার ওই তারিখেই শাহজাহানের দ্বিতীয় সন্তানের জন্ম হয়। রাজনীতির পাশাপাশি চকরিয়া পৌরসভার তরছঘাট এলাকায় ফার্নিচারের ব্যবসা করতেন শাহজাহান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

পঞ্চগড়ে চা খামারিদের ক্ষমতায়নে ইউসিবির কর্মশালা

দখিনের সময় ডেস্ক: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) সম্প্রতি পঞ্চগড় জেলার চা খামারিদের জন্য একটি কর্মশালা আয়োজন করেছে। চা শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিক-কর্মচারীদের মধ্যে আর্থিক...

সন্তানের অত্যাচারে শতবর্ষী বৃদ্ধের আত্মহত্যা

দখিনের সময় ডেস্ক: সৈয়দ আলী আকনে (১০৪) নামের এক শতবর্ষী বৃদ্ধের আত্মহত্যার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে বিষপানে তিনি আত্মহত্যা করেছেন। সৈয়দ আলী পিরোজপুরের ইন্দুরকানী...

গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ: সিইসি

দখিনের সময় ডেস্ক: নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, নির্বাচন আয়োজন করতে জনগণ ও রাজনৈতিক দলগুলোর সহযোগিতা দরকার। সবার সহযোগিতা...

বিশাল নিয়োগ আসছে, ক্যাডার ১২ হাজার ৭১০ এবং নন-ক্যাডারে ৫ হাজার ৪৩৯

দখিনের সময় ডেস্ক: পাঁচটি বিসিএসের মাধ্যমে মোট ১৮ হাজার ১৪৯ জনকে নিয়োগ দেবে সরকার। এর মধ্যে ক্যাডার পদে ১২ হাজার ৭১০ জন এবং নন-ক্যাডারে পাঁচ...

Recent Comments