Home শীর্ষ খবর ১০ লাখে হয়নি, এএসপি দাবি আরও ৫০ লাখ

১০ লাখে হয়নি, এএসপি দাবি আরও ৫০ লাখ

দখিনের সময় ডেস্ক:
যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতনের মামলায় রাজশাহী রেঞ্জের এসএসপি রুবেল হককে সাময়িকভাবে বরখাস্তের আদেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত ১১ জানুয়ারি এই আদেশ জারি হয়। তবে এএসপি রুবেল এখনো কর্মরত। আজ বুধবারও তিনি একটি প্রশিক্ষণে অংশ নেন বলে নিজেই জানান।
রুবেল হক এখন পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি কার্যালয়ে স্টাফ অফিসার হিসেবে কর্মরত। তবে রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন বলেন, ‘যেদিন সাময়িক বরখাস্তের আদেশ জারি হয়েছে, সেদিন থেকেই তা কার্যকর।’ এদিকে মামলা সংক্রান্ত কাগজপত্র ঘেটে জানা গেছে, ৩৬তম বিসিএসের মাধ্যমে পুলিশের এএসপি পদে চাকরিতে যোগ দেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রুবেল হক। চাকরির পর বিয়ে করেন নওগাঁর সায়মা সুলতানা মিমিকে। ২০২১ সালের ৩১ মে তাদের বিয়ে হয়। দেনমোহর ছিল ৪ লাখ ২৫ হাজার ৫০০ টাকা। বিয়ের সময় নারায়ণগঞ্জে কর্মরত ছিলেন রুবেল। পরে স্ত্রীকে সেখানে নিয়ে যান।
বিয়ের পর স্ত্রীর কাছে ৫০ লাখ টাকা যৌতুক দাবি করেন। টাকা পেতে নির্যাতন চালান স্ত্রীর ওপর। ওই সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্যাতনের কথা জানান সায়মা। পরে বদলি হয়ে টাঙ্গাইলের মির্জাপুরে আসেন রুবেল। কিন্তু সেখানেও নির্যাতন চলতে থাকে। নির্যাতনের মুখে সায়মা থানায় মামলা করতে যান। কিন্তু পুলিশ অভিযোগ নেয়নি। পরেরবার নির্যাতনের শিকার হয়ে ৯৯৯-এ ফোন করেন সায়মা। বাড়িতে পুলিশ যায়। কিন্তু পুলিশেরই ভাবমূর্তি ক্ষুণ্ন হবে বলে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বাধ্য হয়ে সায়মা আদালতে মামলা করেন। সায়মার আবেদনে এ মামলার বিচার বিভাগীয় তদন্ত হয়।
টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রূপন কুমার দাশ গত ১৮ অক্টোবর টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারকের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।
সায়মা সুলতানা মিমি জানান, বিয়ের আগেই খরচ হিসেবে ১০ লাখ টাকা চেয়েছিলেন রুবেলের বাবা। তবে তারা রুবেল হকের নামে সোনালী ব্যাংকের ইব্রাহিমপুর শাখার অ্যাকাউন্ট  থেকে ২০২১ সালের ২১ এপ্রিল ২ লাখ টাকার চেক দেন। প্রমাণ রেখে টাকা দেওয়ায় ভীষণ চটেছিল রুবেলের পরিবার। পরে বিয়ের দিন আরও ৮ লাখ টাকা দেওয়া হয়। বিয়ের উপহার ও অন্য সবসহ খরচ হয় আরও ৯ লাখ টাকা। তারপরও রুবেলের দাবি কমেনি। বিয়ের পর একটি ফ্ল্যাট কেনার জন্য ৫০ লাখ টাকা দাবি করে আসছিলেন। দিতে না পারার কারণে তার ওপর অমানষিক নির্যাতন চালানো হতো। নির্যাতন সইতে না পেরে তিনি আদালতে মামলা করেন। এ মামলায় রুবেলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল হয়েছে। তবে তিনি এখন জামিনে আছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

নারী এবং পুরুষ উভয়েই স্তন ক্যান্সারে আক্রান্ত হতে পারে

দখিনের সময় ডেস্ক: নারী এবং পুরুষ উভয়েই স্তন ক্যান্সারে আক্রান্ত হতে পারে, পুরুষের স্তন ক্যান্সার অনেকাংশে বিরল। নারীদের মধ্যে প্রতি ৪ জন ক্যান্সার আক্রান্তের অন্তত...

পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত

দখিনের সময় ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনের সব ব্যাংক হিসাবের লেনদেন স্থগিতের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সূচনা ফাউন্ডেশনের...

হিজবুল্লাহর হামলায় পিছু হটলো ইসরায়েলি বাহিনী

দখিনের সময় ডেস্ক: লেবাননে হিজবুল্লাহর হামলায় পিছু হটতে বাধ্য হয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। তায়ার নামক অঞ্চলের আল-বায়াদায় ইসরায়েলি ট্যাংক লক্ষ্য করে বেশ কয়েকটি মিসাইল ছোড়ে...

সাংবাদিক মুনির হোসেনের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ

দখিনের সময় ডেস্ক:  ঐতিহ্যবাহী বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক মুনির হোসেনের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৬ সালের ২৫ নভেম্বর আজকের এই দিনে দুনিয়ার মায়া কাটিয়ে...

Recent Comments