Home শীর্ষ খবর নারীদের আপত্তিকর ছবি চলে যায় ডেলিভারিম্যানের কাছে, ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা...

নারীদের আপত্তিকর ছবি চলে যায় ডেলিভারিম্যানের কাছে, ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়

দখিনের সময় ডেস্ক:
নারীদের মোবাইল ফোনে থাকা আপত্তিকর ছবি হাতিয়ে নিয়ে ব্ল্যাকমেইল করতো একটি ই-কমার্সের ডেলিভারিম্যান মিজানুর রহমান ওরফে আল-আমিন (২২)। এক ভুক্তভোগীর পরিবারের অভিযোগের পর শুক্রবার রাতে গাজীপুর শহরের রথখোলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি)।
ই-কর্মাস সাইটে পণ্য অর্ডার করা নারীদের টার্গেট করতেন মিজানুর। এরপর পণ্য পৌঁছে দিতে গিয়ে কৌশলে ওই নারীদের মোবাইল ফোন হাতে নিতেন তিনি। সহজে পণ্য ডেলিভারির জন্য গুগল লোকেশন যুক্ত করে দেওয়ার কথা বলে তিনি নারীদের মোবাইল ফোনের গুগল ফটোস অ্যাপসে যেতেন।
এই অ্যাপসের শেয়ারিং অপশনে গিয়ে ‘শেয়ার উইথ পার্টনার’ অপশনে নিজের ব্যক্তিগত জিমেইল অ্যাকাউন্ট যুক্ত করে দিতেন মিজানুর। কাজটি শেষ করতে তার সময় লাগত এক থেকে দুই মিনিট। পরবর্তী সময়ে সুবিধামতো সময়ে গুগল ফটোসে ঢুকে ওই নারী ক্রেতার গুগলে থাকা সব ছবি নিজের মোবাইল ফোনে ডাউনলোড করে নিতেন। এরপর ওই নারীদের ব্যক্তিগত ছবি অনলাইনে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা-পয়সা আদায় করতেন মিজানুর।
গাজীপুর শহরের এক ব্যক্তি গাজীপুর সদর থানায় অভিযোগ করেন, তার স্কুলছাত্রী মেয়ের (১৫) ব্যক্তিগত কিছু ছবি নিয়ে একজন ডেলিভারিম্যান টাকা দাবি করছেন। টাকা না দিলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো ছড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন। এতে তার মেয়ে লোকলজ্জার ভয়ে মানসিকভাবে ভেঙে পড়েছে। পড়ালেখা বন্ধ করে দিয়ে একাধিকবার আত্মহত্যার চেষ্টাও করে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে গাজীপুর শহরের রথখোলা এলাকা থেকে মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মিজানুরের মোবাইল ফোনে বহু নারীর ব্যক্তিগত মুহূর্ত ও আপত্তিকর ছবিসহ বিভিন্ন ব্যক্তির ১১টি ইমেইল আইডি লগইন অবস্থায় পাওয়া যায়। যাদের আইডি লগইন অবস্থায় পাওয়া গেছে, তাদের বিস্তারিত নাম-ঠিকানা সংগ্রহের চেষ্টা চলছে। মিজানুরের বিরুদ্ধে ওই মেয়ের বাবা বাদী হয়ে গাজীপুর সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইন ও পর্নোগ্রাফি আইনে মামলা করেছেন। গ্রেপ্তার মিজানুর রহমান জামালপুরের ইসলামপুর উপজেলার চরগাঁওকোড়া গ্রামের বাসিন্দা। তিনি রথখোলা এলাকায় ভাড়া থেকে একটি ই-কমার্স প্রতিষ্ঠানে ডেলিভারিম্যানের কাজ করতেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বিআরইউ’র সভাপতি আনিসুর, সম্পাদক খালিদ

নিজস্ব প্রতিবেদক : বরিশাল রিপোর্টার্স ইউনিটির (বিআরইউ) সভাপতি আনিসুর রহমান খান স্বপন (নিউ এইজ / ঢাকা ট্রিবিউন) আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন খালিদ সাইফুল্লাহ (নয়া...

চিরনিদ্রায় শায়িত হলেন গণপিটুনিতে নিহত তোফাজ্জল

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীদের গণপিটুনিতে নিহত মাসুদ কামাল তোফাজ্জলের জানাজা শেষে বরগুনার পাথরঘাটায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে...

অতিরিক্ত ডিআইজি মশিউর গ্রেফতার

দখিনের সময় ডেস্ক: চট্টগ্রাম থেকে বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেফতার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) তাকে আটক করা হয়। নিউমার্কেট থানার...

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম...

Recent Comments