দখিনের সময় ডেস্ক:
আজ জানাযাবে কে হচ্ছেন দেশের রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র দাখিলের সময়সীমা আজ রবিবার শেষ হচ্ছে। এ অবস্থায় আজ একজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলে তিনিই হবেন দেশের ২২তম রাষ্ট্রপতি। তফসিল অনুযায়ী, আজ সকাল ১০টা থেকে বিকাল ৪টার মধ্যে ‘নির্বাচনী কর্তা’র (প্রধান নির্বাচন কমিশনার) কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করা যাবে।
সূত্র জানিয়েছে, পরবর্তী রাষ্ট্রপতি হওয়ার আলোচনার শীর্ষে আছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এ ছাড়া প্রধানমন্ত্রীর অর্থনৈতিকবিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান , ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, , সাবেক প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার এমপি, সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি, আইনমন্ত্রী আনিসুল হক ও বিচারপতি খায়রুল হকের নামও আলোচনায় রয়েছে।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৯ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি নির্বাচন হবে। ১৩ ফেব্রুয়ারি মনোনয়নপত্র যাচাই হবে। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রার্থী একাধিক হলে ১৯ ফেব্রুয়ারি ভোট হবে। তবে সংসদে সংখ্যাগরিষ্ঠ আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দলের প্রার্থী দেওয়ার সম্ভাবনা নেই। এ সংসদের বিরোধী দল জাতীয় পার্টি এরই মধ্যে জানিয়ে দিয়েছে, তারা কোনো প্রার্থী দেবে না। অর্থাৎ ক্ষমতাসীন আওয়ামী লীগ যাকে মনোনীত করবে, তিনিই সম্ভবত আবদুল হামিদের উত্তরসূরি হবেন।