Home আন্তর্জাতিক জাপানি দ্বীপ কিনে নিলেন চীনা তরুণী, পাশেই আমেরিকার ঘাঁটি

জাপানি দ্বীপ কিনে নিলেন চীনা তরুণী, পাশেই আমেরিকার ঘাঁটি

দখিনের সময় ডেস্ক:
জাপানের একটি দ্বীপ কিনে নিয়েছেন এক চীনা নারী। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। নেটিজেনদের আশঙ্কা, দ্বীপটি ব্যক্তিগত মালিকানায় কেনা হলেও, এটা আসলে চীনের সম্প্রসারনবাদ পরিকল্পনারই একটি অংশ। জাপান টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, ওই চীনা নারীর বয়স ৩০-এর কোঠায়, তবে তার নাম জানা যায়নি।
ওই নারীকে উদ্ধৃত করে চীনা সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, টোকিওর এক কনসাল্টিং ফার্মের মালিক এ নারীর এক আত্মীয়। ওই সংস্থার সাহায্যেই ওকিনাওয়া প্রদেশের আওতাধীন ইয়ানাহা নামে জনবসতিহীন দ্বীপটি কিনেছেন এ চীনা নারী। ওকিনাওয়ার প্রধান দ্বীপটির উত্তরে অবস্থিত এই ইয়ানাহা দ্বীপ। জাপান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ২০২১ থেকে ওই ইয়ানাহা দ্বীপটির একাংশের মালিক টোকিওর ওই কনসাল্টিং ফার্ম। এই ফার্মটি চীনা ব্যবসা বিষয়ে বিশেষজ্ঞ। তবে দ্বীপটির রক্ষণাবেক্ষণ করে ওকিনাওয়ার ইজেনা গ্রাম কার্যালয়। তারা জানিয়েছে, দ্বীপটির প্রায় ৫০ শতাংশের মালিক টোকিওর সংস্থাটি। তবে, এর সৈকতের বেশিরভাগটাই স্থানীয় সরকার নিয়ন্ত্রণ করে। এদিকে গত জানুয়ারি মাসে চীনা নারী ইয়ানাহা দ্বীপে তার প্রথম সফরের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। তার সঙ্গে নৌকোয় করে দ্বীপটিতে গিয়েছিলেন ইজেনা দ্বীপের এক বাসিন্দা এবং আরেক নারী।
ইজেনা দ্বীপের ওই বাসিন্দাকে উদ্ধৃত করে জাপান টাইমস জানিয়েছে, চীনা নারীটি কয়েক ঘণ্টা ধরে ইয়ানাহা দ্বীপে ছিলেন। গোটা যাত্রাপথের ছবি ও ভিডিও করেছেন তিনি। এক সোশ্যাল মিডিয়া পোস্ট অনুযায়ী, ওই চীনা নারীর নাম টিনা ঝাং, বয়স ৩৪ বছর। চীনের শানডং প্রদেশের কিংদাও শহরের বাসিন্দা তিনি। ২০২০ সালেই ইয়ানাহা দ্বীপটি তিনি কিনেছেন বলে দাবি করেছেন। এই দ্বীপটি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের কাদেনা বিমান ঘাঁটি মাত্র ৬০ কিলোমিটার দূরে। কাজেই এই দ্বীপ থেকে কাদেনা বিমান ঘাঁটিতে সহজেই হামলা চালানো যেতে পারে। টোকিওর সংস্থাটির ওয়েবসাইটে দাবি করা হয়েছে, ইয়ানাহা দ্বীপটি তারা অধিগ্রহণ করেছে। বস্তুত ঐতিহাসিকভাবে দ্বীপটির বিভিন্ন সময়ে বিভিন্ন মালিকের দখলে ছিল। দ্বীপটি, ক্যাম্পিং এবং মাছ ধরার জন্য জনপ্রিয়।
সূত্র- টিভি৯ বাংলা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

খালেদা জিয়ার সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র নেতাদের সাক্ষাৎ

দখিনের সময় ডেস্ক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষ্যে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠান...

স্কলারশিপ-এ পাকিস্তানে পড়ার সুযোগ ১০০ বাংলাদেশি, প্রধানমন্ত্রীর অনুমোদন

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের অনুমোদন দিয়েছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ স্কলারশিপে ১০০ বাংলাদেশিকে পাকিস্তানে পড়ার সুযোগ দেওয়ার বিষয়টির অনুমোদন দিয়েছেন। সংবাদমাধ্যম...

জনসমর্থন ধরে রাখার চ্যালেঞ্জে বিএনপি

দখিনের সময় ডেস্ক: বিএনপি ও সমমনা দলগুলোর মধ্যে নির্বাচন বিলম্বিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এক-এগারোর সরকারের মতো দুই নেত্রীকে মাইনাস করার কোনো কৌশল এ সরকারের...

নতুন সিইসি সাবেক সচিব নাসির উদ্দীন, নিয়োগ পেলেন চার কমিশনারও

দখিনের সময় ডেস্ক: সাবেক সচিব এ এম এম নাসির উদ্দীনকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (২১ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে...

Recent Comments