Home প্রযুক্তি চ্যাটজিপিটি বনাম গুগল বার্ড

চ্যাটজিপিটি বনাম গুগল বার্ড

দখিনের সময় ডেস্ক:
বর্তমানে প্রযুক্তি দুনিয়ার সবচেয়ে আলোচিত বিষয় চ্যাটজিপিটি। দুই মাসের মধ্যে ১০ কোটি ব্যবহারকারীর মাইলফলক ছুঁয়ে ফেলেছে চ্যাটজিপিটি। গত বছরের নভেম্বরে বাজারে এসেছিল এ চ্যাটবটটি। সম্প্রতি চ্যাটজিপিটিতে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে মাইক্রোসফট। অন্যদিকে গুগলও বসে নেই। তারাও নিয়ে এসেছে গুগল বার্ড। তবে ভুল উত্তর দিয়ে গুগলকে উল্টো ক্ষতির মুখে ফেলে দিয়েছে বার্ড। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন- আজহারুল ইসলাম অভি
সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে সরাসরি এবং সর্বত্র আলোচনার ঝড় বইছে চ্যাটজিপিটি নামক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) নিয়ে। চ্যাটজিপিটি নামক এই চ্যাটবট দিয়ে মুহূর্তে বের করে ফেলা যায় কোনো ঘটনার ব্যাখ্যা। এর সাহায্যে অনেক কাজই মানুষ এখন সহজে করিয়ে নিতে পারছে। সম্প্রতি এই চ্যাটবট নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় থাকা মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। শুধু তা-ই নয়, জানা গেছে- চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ে ১০ বিলিয়ন বা ১ হাজার কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। এর আগেও ওপেনএআইয়ে বিনিয়োগ করেছিল প্রতিষ্ঠানটি। এরই মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিসম্পন্ন চ্যাটজিপিটি সংবলিত সার্চ ইঞ্জিন ‘বিং’ নিয়ে এসেছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট। মাইক্রোসফটের পক্ষে যুদ্ধের ঘোষণা দিয়ে সত্য নাদেল বলেন, প্রতিযোগিতার দৌড় এখন শুরু হলো। দীর্ঘদিন এক প্রকার নির্বাসনে থাকা বিং সার্চ ইঞ্জিনকে আবারও নতুন করে সামনে এনেছে প্রতিষ্ঠানটি।
অন্যদিকে চ্যাটজিপিটিকে টক্কর দিতে এআই চ্যাটবট ‘বার্ড’ নিয়ে এসেছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যালফাবেট তথা গুগল। এআইয়ের ওপর ভর করে এ দুই প্রতিষ্ঠানের দ্বন্দ্ব এবার বেশ জমে উঠেছে। গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই বলেন, দুই বছর আগে আমরা পরবর্তী প্রজন্মের ভাষা ও কথোপকথন সক্ষমতা প্রকাশ করেছিলাম- যেটি ‘ল্যাঙ্গুয়েজ মডেল ফর ডায়ালগ অ্যাপ্লিকেশন’ বা সংক্ষেপে ল্যামডা প্রযুক্তিনির্ভর। আমরা কথোপকথন সম্পর্কিত একটি এআই মডিউল নিয়ে কাজ করছিলাম- যেটিকে আমরা বলছি ‘বার্ড’। তবে গুগল বার্ড বাজারে এসে ভুল উত্তর দিয়ে প্রায় ১০০ বিলিয়ন ডলারের ক্ষতির মুখে ফেলে দিয়েছে গুগলকে।
নতুন এআই বট বার্ডের ক্ষমতা প্রদর্শনের জন্য তৈরি করা বিজ্ঞাপনে দেখা গেছে, বটটি একটি সাধারণ প্রশ্নের ভুল উত্তর দিয়েছে। ফলে গত বুধবার গুগলের প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেটের মার্কেট ভ্যালু ৭ শতাংশ কমে যায়। এ জন্য তারা হারিয়েছে ১০০ বিলিয়ন ডলার। টুইটারে গত সোমবার প্রকাশিত প্রমোশনাল ভিডিওটিতে দেখা গেছে, বটটিকে জিজ্ঞাসা করা হয় একজন ৯ বছর বয়সী শিশুকে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের আবিষ্কার সম্পর্কে কী কী জানানো যেতে পারে। বটটির উত্তর ছিল, টেলিস্কোপটি সৌরজগতের বাইরে ছবি তুলতে সক্ষম প্রথম টেলিস্কোপ। ভুলটি খুব সহজেই জ্যোতির্বিজ্ঞানীদের চোখে পড়ে যায়। কারণ এই কৃতিত্ব ইউরোপিয়ান ভেরি লার্জ টেলিস্কোপ (ভিএলটি) ২০০৪ সালেই করে দেখিয়েছে।
জিপিটি ৩ দশমিক ৫ প্রযুক্তির ওপর ভিত্তি করে গড়ে উঠেছে চ্যাটজিপিটি। প্রায় একই প্রযুক্তি ব্যবহার করে বার্ড তৈরি করেছে গুগল। চ্যাটজিপিটি কৃত্রিম বুদ্ধিমত্তার দিক থেকে অনেকটা এগিয়ে। তাই ইতোমধ্যে সেটি গ্রাহকদের মধ্যে জনপ্রিয় হতে শুরু করেছে। অন্যদিকে বার্ড সবে বাজারে এসেছে। ফলে চ্যাটজিপিটির সঙ্গে পাল্লা দিতে নেমে কিছুটা পিছিয়েই পড়েছে বার্ড।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

রাষ্ট্রপতিকে কি সরিয়ে দেয়া সম্ভব?

দখিনের সময় ডেস্ক: বিদ্যমান নিয়ম অনুযায়ী সংসদ রাষ্ট্রপতিকে অভিশংসন করতে পারে। কিন্তু সরকার পরিবর্তনের পর সংসদ বাতিল করে দেয়ায় সেই সুযোগ আর নেই। আবার রাষ্ট্রপতি...

বাবার ‘ধর্মীয় কর্মকাণ্ডে’ খেসারত দিলেন ভারতীয় তারকা

দখিনের সময় ডেস্ক: ভারতের জাতীয় দলের অবিচ্ছেদ্য এক অংশ তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপেও জেমিমাহ রদ্রিগেজ ছিলেন ভারতের বড় ভারসাদের একজন হয়ে। হারমানপ্রীত কৌরের সঙ্গে দলের স্কোর...

চুলের যত্নে সরিষার তেল সবচেয়ে বেশি উপকারী

দখিনের সময় ডেস্ক: চুলের যত্নে যেসব তেল সবচেয়ে বেশি উপকারী তার মধ্যে একটি হলো সরিষার তেল। এটি নিয়মিত ব্যবহারে চুলের অনেক সমস্যাই দ্রুত দূর হয়ে...

নয়া রাষ্ট্রপতি আনতে দুই দিনের সময় নিলেন সমন্বয়করা

দখিনের সময় ডেস্ক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বিক্ষোভকারীদের কাছ থেকে দুই দিনের সময় চেয়ে নিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস...

Recent Comments