Home অন্যান্য সেলিমের শয্যাসঙ্গী ছিলেন জয়া-পরীমণিসহ পঞ্চাশের ওপরে, দাবি বিতর্কিত লেখিকার

সেলিমের শয্যাসঙ্গী ছিলেন জয়া-পরীমণিসহ পঞ্চাশের ওপরে, দাবি বিতর্কিত লেখিকার

দখিনের সময় ডেস্ক:
তরুণ লেখিকা জান্নাতুন নাঈম প্রীতি তার আত্মজীবনীমূলক বই ‘জন্ম ও যোনির ইতিহাস’-এ দেশের জনপ্রিয় নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের দিকে নারী কেলেঙ্কারির অভিযোগ তুলেছেন।  অমর একুশে বইমেলায় প্রকাশিত হওয়া এই বইটি নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। শুধু বাংলাদেশেই নয়, বইটি প্রকাশ হয়েছে কলকাতার বইমেলায়ও।
নালন্দা প্রকাশনা থেকে প্রকাশিত এই বইয়ে প্রীতি লিখেছেন- ‘এই লোলুপের দল বাদেও একে একে আমার জীবনে এসেছিল যে প্রেমিকেরা, তাদের দেখে প্রেম বলে কিছু নেই জেনে চেষ্টা করেছিলাম এক নতুন জীবন কিছুদিনের জন্য বেছে নিতে, যেখানে হাত বাড়ালেই সঙ্গী, হাত ছুঁলেই প্রেম!
সেই ধারাবাহিকতায় শুয়েছিলাম গিয়াসউদ্দিন সেলিমের সাথে। শুয়ে শুয়েই সেলিমকে জিজ্ঞেস করেছিলাম কতগুলো মেয়ের সাথে শুয়েছ তুমি? সে উদাস গলায় বলেছিল- ‘পঞ্চাশের ওপরে হবে। যাদের সঙ্গে শুয়েছি তাদের অধিকাংশেরই নাম ভুলে গিয়েছি! কথায় কথায় সেলিম বলেছিল- জয়ার সাথে শুয়েছিলাম টানা কয়েক বছর।’
জয়া মনে? অভিনেত্রী জয়া আহসান?
আরে হ্যাঁ! একবার কী হয়েছে জানো?
কী!..’

এখানেই শেষ নয়, লেখিকা তার ১৭৩ পৃষ্ঠার বইয়ে অনেক কথাই বলেছেন অকপটে। তবে বইয়ে থাকা শোবিজের এই মানুষগুলোর কথা এখন ভাইরাল ফেসবুকে।
খোঁজ নিয়ে জানা যায়, তরুণ লেখিকা জান্নাতুন নাঈম প্রীতি বর্তমানে ফ্রান্সে অবস্থান করছেন। লেখালেখির কারণে বহুদিন আত্মগোপনে থেকে দেশ ছাড়তে হয়েছে তাকে। বইমেলায় তার প্রকাশিত এই বইটি ইতিমধ্যেই ইংরেজিতে অনুবাদ করা হয়েছে। আর বইটির নাম রাখা হয়েছে ‘বিটুইন টু লেগস, বিটুইন টু স্টেটস’। এই বইটিও আগামী মার্চের মধ্যে প্যারিসসহ বিশ্বের বিভিন্ন দেশে পাওয়া যাবে। ‘জন্ম ও যোনির ইতিহাস’ বইটি লিখতে দুই বছরেরও বেশি সময় নিয়েছেন লেখিকা।
এদিকে, মনপুরা’ খ্যাত নির্মাতা নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের বিরুদ্ধে আনা লেখিকার অভিযোগ সম্পর্কে জানতে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমকে  বলেন, ‘এই মেয়েটি নিজেকে ভাইরাল করার জন্যই এসব লিখেছে। এটা ওর বিষয়। সে আপন মনের মাধুরীতে বইটি লিখেছেন। এসব নিয়ে কথা বলতেও আমি ইচ্ছুক না।’
বইয়ের লেখিকাকে কি আপনি চেনেন? জানতে চাইলে তিনি বলেন, ‘আমি তার সম্পর্কে তেমন কিছু জানি না। সেভাবে চিনিও না, তবে অনেক বছর আগে টুকটাক কথা হয়েছিল। তাও অন্য একজনের মাধ্যমে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বাউফলে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

নয়ন সিকদার, বাউফল প্রতিনিধি পটুয়াখালীর বাউফলে সড়ক প্রশস্তকরণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। চোখের সামনে প্রকাশ্যে দিবালোকে নির্মাণকাজে নিম্মমানের উপকরণ ব্যবহার করায় ক্ষুদ্ব প্রতিক্রিয়া...

টিকটকে নিরাপদ রাখবে যে ১০ ফিচার

দখিনের সময় ডেস্ক: ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে টিকটক। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে যৌথভাবে কাজ শুরু করেছে টিকটক। যেখানে ‘ফিডস’ নেটওয়ার্কের...

প্রতিদিন খেজুর খাবেন যে কারণে

দখিনের সময় ডেস্ক: আপনার কি রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য সুস্বাদু কোনো খাবার প্রয়োজন এবং সেইসঙ্গে অতিরিক্ত ওজন কমাতে চাইছেন? এক্ষেত্রে সবচেয়ে ভালো হতে পারে খেজুর।...

পরীমণি প্রথম স্বামীর পরদিন মারাগেলো প্রথম পরিচালক

দখিনের সময় ডেস্ক: লাইফ সাপোর্টে থেকেই না ফেরার দেশে পাড়ি জমালেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির প্রথম সিনেমা ‘ভালোবাসা সীমাহীন’-এর পরিচালক শাহ আলম মণ্ডল।  গুলশানের...

Recent Comments