Home রাজনীতি রমজানের আগেই মামুনুল হককে মুক্তির দাবি

রমজানের আগেই মামুনুল হককে মুক্তির দাবি

দখিনের সময় ডেস্ক:
আসন্ন রমজানের পূর্বেই মাওলানা মামুনুল হকসহ কারাবন্দি আলেমদের মুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। দলটির নেতারা বলেন, কারাবন্দি সকল আলেমদের মুক্তি দিতে হবে। সরকার সম্পূর্ণ অন্যায়ভাবে দীর্ঘ প্রায় দুই বছর যাবত আলেম ওলামাদের বন্দি করে রেখেছে।শুক্রবার বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা এসব কথা বলেন। সমাবেশে আয়োজন করে ঢাকা মহানগর বাংলাদেশ খেলাফত মজলিস।
বক্তরা বলেন, সরকার অপশক্তিকে খুশি রাখতে চাচ্ছে, আগামী নির্বাচনের বৈতরণী পার হওয়ার জন্য। কিন্তু মনে রাখবেন, জনতা জেগে উঠছে। যেনতেন নির্বাচনের চিন্তা বাদ দিন। নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া এ দেশের মানুষ কোনো নির্বাচন মানবে না।সরকারের উদ্দেশে বক্তরা আরও বলেন, আদালতের দোহাই দিয়ে মামুনুল হককে বন্দি করে রাখা যাবে না। আপনারা নিজেরাই আদালতের নির্দেশনা মানেন না। লিখিত অনুমতি নিয়ে মাওলানা মামুনুল হকের ছেলে, তার বাবার সাথে কথা বলতে গিয়েছিলো। কিন্তু সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা আদালতের সেই অনুমতি পত্র ছুড়ে ফেলে দিয়েছেন।
খেলাফত মজলিসের নেতা মাওলানা আতাউল্লাহ আমীনের সভাপতিত্বে ও মাওলানা আনোয়ার রাজীর পরিচালনায় সমাবেশে বক্তব্যে রাখেন দলটির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ সরকার, যুগ্ম-মহাসচিব মুফতি শরাফত হোসাইন, মাওলানা তাফাজ্জুল হোসাইন মিয়াজি, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মূসা, মাওলানা আবুল হাসানাত জালালি, মাওলানা ফজলুর রহমান, মাওলানা শরীফ হোসাইন, কামাল উদ্দিন ফারুকী, আবু হানিফ নোমান, ঢাকা মহানগরের সহ-সভাপতি হাসান জুনাইদ প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বিআরইউ’র সভাপতি আনিসুর, সম্পাদক খালিদ

নিজস্ব প্রতিবেদক : বরিশাল রিপোর্টার্স ইউনিটির (বিআরইউ) সভাপতি আনিসুর রহমান খান স্বপন (নিউ এইজ / ঢাকা ট্রিবিউন) আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন খালিদ সাইফুল্লাহ (নয়া...

চিরনিদ্রায় শায়িত হলেন গণপিটুনিতে নিহত তোফাজ্জল

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীদের গণপিটুনিতে নিহত মাসুদ কামাল তোফাজ্জলের জানাজা শেষে বরগুনার পাথরঘাটায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে...

অতিরিক্ত ডিআইজি মশিউর গ্রেফতার

দখিনের সময় ডেস্ক: চট্টগ্রাম থেকে বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেফতার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) তাকে আটক করা হয়। নিউমার্কেট থানার...

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম...

Recent Comments