Home প্রযুক্তি বৃহস্পতিবার থেকে ঢাকায় বেসিসের মেলা

বৃহস্পতিবার থেকে ঢাকায় বেসিসের মেলা

দখিনের সময় ডেস্ক:
‘ওয়েলকাম টু স্মার্টভার্স’ স্লোগানে আগামী বৃহস্পতিবার থেকে রাজধানীর ঢাকার পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে সফটওয়্যার মেলার আয়োজন করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। চার দিনের এ মেলায় দেশে তৈরি সফটওয়্যারের পাশাপাশি তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশের সক্ষমতা, সম্ভাবনা ও উদ্ভাবন তুলে ধরা হবে। মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। বেসিসের ওয়েবসাইটে নিবন্ধন করে বিনা মূল্যে মেলায় প্রবেশ করা যাবে। রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
বেসিসের সভাপতি রাসেল টি আহমেদ বলেন, ‘প্রযুক্তি ক্ষেত্রে বাংলাদেশের সক্ষমতাকে বিশ্বের কাছে তুলে ধরতেই এ আয়োজন করা হয়েছে। বরাবরের মতো এবারও বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোকে সরাসরি আলোচনার সুযোগ দিতে মেলা প্রাঙ্গণে বিটুবি (বিজনেস টু বিজনেস) বৈঠকের আয়োজন করা হবে। এ আয়োজনের মাধ্যমে বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে আরও বেশি বিনিয়োগ করতে উৎসাহী হবেন।
মেলার আহ্বায়ক ও বেসিসের সহসভাপতি আবু দাউদ খান বলেন, ‘এবারের আয়োজনে ব্যবসা সম্প্রসারণের জন্য তথ্যপ্রযুক্তিভিত্তিক ২০টি সেমিনার ও প্রযুক্তি অধিবেশনের পাশাপাশি বিজনেস লিডারস মিট, অ্যাম্বাসেডর নাইট, মিনিস্ট্রিয়াল কনফারেন্স, শিক্ষার্থীদের তৈরি রোবট প্রদর্শনী, চাকরি মেলা, ক্যারিয়ার ক্যাম্প, ফ্রিল্যান্সিং সম্মেলন, স্টার্টআপ সম্মেলন, ডেভেলপার্স সম্মেলন, প্রযুক্তিতে নারীর অংশগ্রহণ নিয়ে অনুষ্ঠানসহ জাপান ডে আয়োজন করা হবে।
উল্লেখ, এবারের মেলায় ২০৪টি তথ্যপ্রযুক্তিপ্রতিষ্ঠান তাঁদের তৈরি সফটওয়্যার ও সেবা প্রদর্শন করবে। পাশাপাশি দুই শতাধিক দেশি–বিদেশি তথ্যপ্রযুক্তিবিশেষজ্ঞ মেলায় অংশগ্রহণ করবেন বলে ধারণা করা হচ্ছে। ৫০টির বেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন প্রকল্পও প্রদর্শন করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

দ্রুত প্রণয়ন করা হবে বিচারক নিয়োগ নীতিমালা: প্রধান বিচারপতি

দখিনের সময় ডেস্ক: প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগে নীতিমালা দ্রুত প্রণয়ন করা হবে। একই সঙ্গে সুনির্দিষ্ট আইনও করা হবে বলে...

গায়েবি মামলার কালচার থেকে বেরিয়ে আসতে হবে: আসিফ নজরুল

দখিনের সময় ডেস্ক: অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বিচার বিভাগ ব্যবহার করে মানুষকে হয়রানি করার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। বিগত...

ইসরায়েলে মশাবাহিত ‘ওয়েস্ট নাইল’ ভাইরাসে নিহত ৭০, আক্রান্ত ৯১৩

দখিনের সময় ডেস্ক: মধ্যপ্রাচ্যের দু’টি দেশ লেবানন ও ফিলিস্তিনে দাপিয়ে বেড়াচ্ছে ইসরায়েল। গাজায় যুদ্ধ শেষ করতে না করতেই, দেশটি নতুনভাবে লেবাননে যুদ্ধ শুরু করেছে। এদিকে, মশাবাহিত...

বিআরইউ’র সভাপতি আনিসুর, সম্পাদক খালিদ

নিজস্ব প্রতিবেদক : বরিশাল রিপোর্টার্স ইউনিটির (বিআরইউ) সভাপতি আনিসুর রহমান খান স্বপন (নিউ এইজ / ঢাকা ট্রিবিউন) আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন খালিদ সাইফুল্লাহ (নয়া...

Recent Comments