Home জাতীয় উৎসুক জনতা অনেক কষ্ট দিয়েছেন : ফায়ার সার্ভিসের ডিজি

উৎসুক জনতা অনেক কষ্ট দিয়েছেন : ফায়ার সার্ভিসের ডিজি

দখিনের সময় ডেস্ক:
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেন, উৎসুক জনতার কারণে আমাদের কাজ করতে খুব কষ্ট হয়েছে। উৎসুক জনতা আমাদের অনেক কষ্ট দিয়েছেন। মানুষের কারণে রাস্তায় অনেক ভিড় ছিল। তিনি বলেন, আমাদের ১৯টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। আমরা এখন উদ্ধার অভিযান পরিচালনা করছি। ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও বিমানবাহিনী মিলে উদ্ধার কাজ পরিচালনা করছি।
ভবনটিতে অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল কি-না প্রশ্ন করা হলে তিনি বলেন, এই মুহূর্তে উদ্ধার অভিযান চলছে। এ বিষয়ে আন্দাজে কথা বলা যাবে না। উদ্ধার অভিযান শেষে এ বিষয়ে ক্ষতিয়ে দেখা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব আবদুল্লাহ মাসুদ চৌধুরী বলেন, রাত ১১টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে। আমাদের উদ্ধারকারী টিম ভেতরে ঢুকেছে। তারা উদ্ধার কাজ চালাচ্ছেন। এখন পর্যন্ত একজন মারা গেছেন বলে খবর পেয়েছি।
এদিকে আগুন লাগা ভবনের কয়েকটি ফ্লোর থেকে নারী শিশুসহ ২২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। তিনি জানান, ফায়ার কর্মীরা এক দফা সার্চ করেছে। আরেক দফা সার্চ চলছে। রোববার সন্ধ্যা ৭টার দিকে গুলশান-২ নম্বরের ১০৪ নম্বর রোডের ১২ তলা ভবনের ৭ম তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কিন্তু আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পরবর্তীতে মোট ১৯টি ইউনিট নেভানোর কাজে যুক্ত হয়।
এদিকে আগুনের ঘটনায় ভবন থেকে লাফ দিয়ে নিচে পড়ে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া লাফিয়ে পড়া আহত আরও তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিসের পক্ষে থেকে জানানো হয়েছে, আগুনের ঘটনায় ভবনটি থেকে মোট ২২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এর মধ্যে নারী ১৭ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ইসকন নিষিদ্ধের দাবিতে উত্তাল চট্টগ্রাম

দখিনের সময় ডেস্ক: ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস (ইসকন) নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে ব্যাপক বিক্ষোভ চলছে। এতে নেতৃত্ব দিচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং...

চাকরির ইন্টারভিউয়ে তামিমের ভবিষ্যৎ পরিকল্পনা

দখিনের সময় ডেস্ক: তামিম একটি চাকরির ইন্টারভিউয়ে বসে ছিল। পুরো প্রক্রিয়াটি বেশ চাপের ছিল, কিন্তু এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাক চলছিল। তবে, যখন নিয়োগকারী ম্যানেজার তাকে...

আইপিএল মেগা নিলামে বাংলাদেশি ক্রিকেটারদের হতাশা

দখিনের সময় ডেস্ক: সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত আইপিএল ২০২৪-এর মেগা নিলামে বাংলাদেশি ক্রিকেটারদের জন্য ছিল এক ধরনের হতাশার সুর। এবারের নিলামে ১২ জন বাংলাদেশি ক্রিকেটার...

বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট লিগ চালুর গুজব অস্বীকার সৌদি আরবের

দখিনের সময় ডেস্ক: বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট লিগ চালু করার খবর উড়িয়ে দিয়েছেন সৌদি আরবের ক্রিকেট ফেডারেশনের চেয়ারম্যান প্রিন্স সৌদ বিন মিশাল আল সৌদ। তিনি...

Recent Comments