Home চাকরির খবর সেতু মন্ত্রণালয় নেবে প্যানেল আইনজীবী

সেতু মন্ত্রণালয় নেবে প্যানেল আইনজীবী

দখিনের সময় ডেস্ক:
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিরুদ্ধে বিভিন্ন আদালতে দায়েরকৃত মামলা পরিচালনা ও প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে প্যানেল আইনজীবী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের জন্য পাঁচজন, সিভিল কোর্টের জন্য তিনজন, প্রশাসনিক ট্রাইব্যুনালের জন্য একজনসহ মোট নয়জন বেসরকারি প্যানেল আইনজীবী নিয়োগ করা হবে। আগ্রহী আইনজীবীদের সরাসরি বা ডাকযোগে আবেদনপত্র পৌঁছাতে হবে।
আবেদনকারীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক ও ঢাকায় বসবাসরত হতে হবে। বয়স ৬০ বছরের বেশি নয়। সুপ্রিম কোর্ট বিভাগ/হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে কমপক্ষে সাত বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে পাঁচ বছর, আপিল বিভাগে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। দেওয়ানি আদালতে আইনজীবী হিসেবে কমপক্ষে সাত বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রশাসনিক ট্রাইব্যুনালে আইনজীবী হিসেবে কমপক্ষে সাত বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদনকারীর নাম, পিতা/স্বামী/মাতার নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, মোবাইল নম্বর, বয়স, ই-মেইল উল্লেখ করে পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবিযুক্ত পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত দাখিল করতে হবে। বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য সনদ/সংশ্লিষ্ট বারের সদস্য সনদ/পেশাগত সনদ এবং অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপি দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে জাতীয় পরিচয়পত্র ও সব শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে।মামলা পরিচালনার জন্য সরকার নির্ধারিত ফি প্রদান করা হবে এবং দুই বছরের জন্য প্যানেল আইনজীবী নিয়োগ করা হবে। অন্য কোনো প্রতিষ্ঠানে প্যানেল আইনজীবী হিসেবে নিয়োজিত থাকলে তা উল্লেখ করতে হবে। যে আদালতের জন্য আবেদন করবেন, সেই আদালতের নাম খামের ওপর ও আবেদনে উল্লেখ করতে হবে।
আবেদনপত্র যুগ্ম সচিব (আইন), সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, ভবন নম্বর-৭, কক্ষ নম্বর-৮১৩, বাংলাদেশ সচিবালয়, ঢাকা বরাবর সরাসরি বা ডাকযোগে পৌঁছাতে হবে। আবেদনপত্র পাঠানোর শেষ সময় ১৪ মার্চ ২০২৩, বিকেল ৫টা পর্যন্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক বাহাউদ্দিন গোলাপ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির জাতীয় সম্মেলনে কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বরিশাল বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের সভাপতি, ডেপুটি রেজিস্ট্রার...

হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী নিহত

দখিনের সময় ডেস্ক: হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে। যদিও এ...

কে ‍এই এব্রাহিম রাইসি

দখিনের সময় ডেস্ক: ইরানে প্রেসিডেন্ট এব্রাহিম রাইসি দেশটির সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনির ঘনিষ্ঠ দৃঢ়চেতা ধর্মীয় নেতা। তিনি দেশটির শীর্ষ বিচারপতি এবং তার মতাদর্শ অতি-রক্ষণশীল।...

ইরানের প্রেসিডেন্টের ভাগ্যে কী ঘটেছে তা এখনো অজানা

দখিনের সময় ডেস্ক: হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিখোঁজ হওয়া ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির ভাগ্যে কী ঘটেছে তা এখন পর্যন্ত জানা যায়নি। হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর যদি...

Recent Comments