Home চাকরির খবর সেতু মন্ত্রণালয় নেবে প্যানেল আইনজীবী

সেতু মন্ত্রণালয় নেবে প্যানেল আইনজীবী

দখিনের সময় ডেস্ক:
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিরুদ্ধে বিভিন্ন আদালতে দায়েরকৃত মামলা পরিচালনা ও প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে প্যানেল আইনজীবী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের জন্য পাঁচজন, সিভিল কোর্টের জন্য তিনজন, প্রশাসনিক ট্রাইব্যুনালের জন্য একজনসহ মোট নয়জন বেসরকারি প্যানেল আইনজীবী নিয়োগ করা হবে। আগ্রহী আইনজীবীদের সরাসরি বা ডাকযোগে আবেদনপত্র পৌঁছাতে হবে।
আবেদনকারীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক ও ঢাকায় বসবাসরত হতে হবে। বয়স ৬০ বছরের বেশি নয়। সুপ্রিম কোর্ট বিভাগ/হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে কমপক্ষে সাত বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে পাঁচ বছর, আপিল বিভাগে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। দেওয়ানি আদালতে আইনজীবী হিসেবে কমপক্ষে সাত বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রশাসনিক ট্রাইব্যুনালে আইনজীবী হিসেবে কমপক্ষে সাত বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদনকারীর নাম, পিতা/স্বামী/মাতার নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, মোবাইল নম্বর, বয়স, ই-মেইল উল্লেখ করে পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবিযুক্ত পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত দাখিল করতে হবে। বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য সনদ/সংশ্লিষ্ট বারের সদস্য সনদ/পেশাগত সনদ এবং অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপি দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে জাতীয় পরিচয়পত্র ও সব শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে।মামলা পরিচালনার জন্য সরকার নির্ধারিত ফি প্রদান করা হবে এবং দুই বছরের জন্য প্যানেল আইনজীবী নিয়োগ করা হবে। অন্য কোনো প্রতিষ্ঠানে প্যানেল আইনজীবী হিসেবে নিয়োজিত থাকলে তা উল্লেখ করতে হবে। যে আদালতের জন্য আবেদন করবেন, সেই আদালতের নাম খামের ওপর ও আবেদনে উল্লেখ করতে হবে।
আবেদনপত্র যুগ্ম সচিব (আইন), সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, ভবন নম্বর-৭, কক্ষ নম্বর-৮১৩, বাংলাদেশ সচিবালয়, ঢাকা বরাবর সরাসরি বা ডাকযোগে পৌঁছাতে হবে। আবেদনপত্র পাঠানোর শেষ সময় ১৪ মার্চ ২০২৩, বিকেল ৫টা পর্যন্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

সরকার অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা

দখিনের সময় ডেস্ক: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশের অন্তর্র্বতীকালীন সরকার জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের...

গাজা-লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে  ৪৪ হাজার

দখিনের সময়  ডেস্কঃ গাজা-লেবাননে অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজায় প্রাণ গেছে ৮৮ ফিলিস্তিনির। খবর...

রয়্যাল এনফিল্ডের বৈদ্যুতিক বাইক আসছে

দখিনের সময় ডেস্ক: বৈদ্যুতিক বাইকের বাজারে ইতোমধ্যেই পা রেখেছে রিভল্ট এবং ওলা। ওলার বাইক বাজারে না এলেও আকর্ষণীয় ডিজাইনের সঙ্গে কম জ্বালানি খরচ নজর কেড়েছে...

দুধের বিকল্প হিসেবে যা খেতে পারেন

দখিনের সময় ডেস্ক: উদ্ভিদ-ভিত্তিক দুধ বর্তমানে জনপ্রিয় হতে শুরু করেছে। এটি বাদাম, ওট, নারিকেল বা মটরশুঁটি যাই হোক না কেন, দুধের এই বিকল্পগুলো স্বাস্থ্যকর ডায়েট...

Recent Comments