Home চাকরির খবর জীবন বীমা করপোরেশনে চাকরি, বেতন স্কেল ৫৬,৫০০-৭৪,৭০০

জীবন বীমা করপোরেশনে চাকরি, বেতন স্কেল ৫৬,৫০০-৭৪,৭০০

দখিনের সময় ডেস্ক:
রাষ্ট্রীয় জীবনবিমা প্রতিষ্ঠান জীবন বীমা করপোরেশন কর্মকর্তা নিয়োগে পুনর্বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ প্রতিষ্ঠানে অর্থ ও হিসাব বিভাগে ডেপুটি জেনারেল ম্যানেজার পদে কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ডাকযোগে/কুরিয়ার সার্ভিস/সরাসরি পাঠাতে হবে।
পদের নাম: ডেপুটি জেনারেল ম্যানেজার (অর্থ ও হিসাব)
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি (এসিএ) পরীক্ষায় অথবা কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউটেন্সি (এসিএমএ) পাসসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: অনূর্ধ্ব ৪০ বছর। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিথিলযোগ্য।
বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৭০০ টাকা
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের ডাকযোগে/কুরিয়ার সার্ভিস/সরাসরি পাঠাতে হবে। আবেদনপত্রে পূর্ণ নাম (বাংলা ও ইংরেজিতে), পিতা/স্বামীর নাম (বিবাহিত নারীদের ক্ষেত্রে পিতা ও স্বামী উভয়ের নাম), মাতার নাম, স্থায়ী ঠিকানা (বিবাহিত নারীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা), বর্তমান ঠিকানা (পত্র যোগাযোগের ঠিকানা), জন্মতারিখ, বয়স (২০২৩ সালের ১৫ ফেব্রুয়ারি), জাতীয়তা, ধর্ম, শিক্ষাগত যোগ্যতার বিবরণ (পরীক্ষার নাম, প্রাপ্ত বিভাগ/শ্রেণি/গ্রেড, পাসের সাল, বোর্ড/বিশ্ববিদ্যালয়), অভিজ্ঞতা এবং ব্যাংক ড্রাফট/পে-অর্ডার নম্বর, তারিখ, ইস্যুকারী ব্যাংক ও শাখার নাম উল্লেখ করতে হবে।
আবেদনপত্রের সঙ্গে সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের চার কপি সত্যায়িত ছবি; শিক্ষাগত যোগ্যতার মূল/সাময়িক সনদপত্রের সত্যায়িত ফটোকপি; নিজ জেলার সমর্থনে নাগরিকত্বের সনদপত্র (ইউনিয়ন পরিষদ/পৌরসভার চেয়ারম্যান/সিটি করপোরেশনের ক্ষেত্রে ওয়ার্ড কমিশনার কর্তৃক ইস্যুকৃত); বিবাহিত নারীদের ক্ষেত্রে স্বামীর ঠিকানায় নাগরিকত্বের সনদ দাখিল করতে হবে; প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র; অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত কপি; চার বছর মেয়াদি অনার্স ডিগ্রিধারী প্রার্থীদের সনদ/মার্কশিট/প্রশংসাপত্রে যদি চার বছর মেয়াদি কোর্স উল্লেখ না থাকে, তবে অর্জিত ডিগ্রি চার বছর মর্মে বিভাগীয় প্রধান/পরীক্ষা নিয়ন্ত্রক/রেজিস্টার কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র আবেদনপত্রের সঙ্গে অবশ্যই জমা দিতে হবে। অন্যথায় তাঁর অর্জিত স্নাতক ডিগ্রি তিন বছরের সমতুল্য হিসেবে গণ্য করা হবে। বিদেশ থেকে স্নাতক/স্নাতকোত্তর পর্যায়ে সাধারণ বিষয়ে অর্জিত ডিগ্রির ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় এবং অন্যান্য বিষয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে সমমানের সনদ সংগ্রহ করে আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে। খামের ওপরে পদের নাম স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। এ পদে আগে আবেদন করে থাকলে নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।
আবেদন ফি
যেকোনো শিডিউল ব্যাংক থেকে জীবন বীমা করপোরেশনের অনুকূলে ১ হাজার ৫০০ টাকা মূল্যের ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (অফেরৎযোগ্য) করে রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: জেনারেল ম্যানেজার (চ.দা.), প্রশাসন বিভাগ (অষ্টম তলা), জীবন বীমা করপোরেশন, প্রধান কার্যালয়, ২৪ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
আবেদনের শেষ সময়: ১৬ মার্চ ২০২৩।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

কোথাও সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি, দেশকে অশান্ত করার ষড়যন্ত্র চলছে

দখিনের সময় ডেস্ক: সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি জানিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশের পাহাড়ি এলাকাতেও বহুমুখী ষড়যন্ত্র থেমে...

দ্রুত প্রণয়ন করা হবে বিচারক নিয়োগ নীতিমালা: প্রধান বিচারপতি

দখিনের সময় ডেস্ক: প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগে নীতিমালা দ্রুত প্রণয়ন করা হবে। একই সঙ্গে সুনির্দিষ্ট আইনও করা হবে বলে...

গায়েবি মামলার কালচার থেকে বেরিয়ে আসতে হবে: আসিফ নজরুল

দখিনের সময় ডেস্ক: অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বিচার বিভাগ ব্যবহার করে মানুষকে হয়রানি করার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। বিগত...

ইসরায়েলে মশাবাহিত ‘ওয়েস্ট নাইল’ ভাইরাসে নিহত ৭০, আক্রান্ত ৯১৩

দখিনের সময় ডেস্ক: মধ্যপ্রাচ্যের দু’টি দেশ লেবানন ও ফিলিস্তিনে দাপিয়ে বেড়াচ্ছে ইসরায়েল। গাজায় যুদ্ধ শেষ করতে না করতেই, দেশটি নতুনভাবে লেবাননে যুদ্ধ শুরু করেছে। এদিকে, মশাবাহিত...

Recent Comments